অপরাজনীতির যুদ্ধের বলি নিরাপদ মানুষ ও মানবতা

in #humanity7 years ago

অপরাজনীতির যুদ্ধের বলি নিরাপদ মানুষ ও মানবতা

ইমাম হায়াত বলেন, পৃথিবীর নিয়ন্ত্রক শক্তি দুটিঃ ১/ প্রাকৃতিক শক্তি; ২/ রাজনৈতিক শক্তি। প্রাকৃতিক শক্তির পর দুনিয়ার সব মানুষের যাবতীয় সকল কর্মকাণ্ড যে শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে রাজনৈতিক শক্তি। এই রাজনীতি দুই প্রকার; জীবনের জন্য রাজনীতি তথা মানবতার রাজনীতি বা সব মানুষের রাজনীতি, অপরটি জীবন বিনাশী অপরাজনীতি তথা একক গোষ্ঠীর স্বৈরদস্যুতন্ত্র।

আজকের পৃথিবীর কোথাও জীবনের জন্য রাজনীতি তথা মানবতার রাজনীতি বা জীবননীতি নেই আছে বিপরীত স্বৈরদস্যুতান্ত্রিক অপরাজনীতি যা জীবনকে হত্যা এবং মানবতার বিরুদ্ধে ভয়ংকর স্টিমরোলার চালাচ্ছে। স্রস্টার প্রদও অখন্ড দুনিয়া তথা বিশ্ব আজকে যে বর্ডার তথা রাজনৈতিক সীমারেখা নামে ২২০ টুকরা করা হয়েছে তার মূলে আছে এই অপরাজনীতি এবং দুনিয়াকে প্রতিনিয়ত খণ্ডবিখণ্ড আসলে মানবতাকেই খণ্ডবিখণ্ড করছে।

দুনিয়াকে তথা মানবতাকে খন্ড বিখন্ড করে, স্বাধীনতার নামে বর্ডার নামক খাঁচায় আবদ্ধ করে বর্ডারের এপার ওপার করে এভাবে মানুষে মানুষে পরষ্পর হিংসা বিদ্বেষ ভেদাভেদ শত্রুতা তৈরি করে ভয়ংকর অস্ত্র বোমার যুদ্ধে লিপ্ত করিয়ে জীবন ও সম্পদের ব্যাপক সীমাহীন ক্ষতির মূলে আছে এই গোষ্ঠীবাদী অপরাজনীতি। বর্তমানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশের মধ্যে অস্ত্রের যুদ্ধ দেখি যা ক্ষণস্থায়ী কয়েকদিন ব্যাপী হয় কিন্তু যে যুদ্ধটি সদা চলমান সেটা অপরাজনীতির যুদ্ধ এবং এই যুদ্ধের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে অস্ত্রের যুদ্ধের মাধ্যমে।

অপরাজনীতির এই করাল গ্রাসে নিপেতিত পুরো বিশ্ব মানবতা যেমন করে অজগর সাপ পুরো গিলে খেয়ে ফেলে ঠিক তেমন করে অপরাজনীতির যাঁতাকলে সমস্ত বিশ্ব মানবতা অপরাজনীতি সবাইকে গ্রাস করে ফেলেছে। ইরাক, সিরিয়া,লিবিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, আফগানিস্তান, আরাকান, কাশ্মীরসহ সারা বিশ্ব আজকে অপরাজনীতি বিনাশী ছোবলে রক্তের সাগরে ভাসছে। সেখান থেকে সমগ্র মানবতাকে রক্ষা করা মানবতায় বিশ্বাসী প্রতিটি মানুষের আজ সর্বোচ্চ মানবিক দায়িত্ব।

"মানবতার সংকটে নিরব থাকা চরম অমানুষিকতা, জীবন ও মানবতা রক্ষাই সর্বোচ্চ এবাদত। জীবন মানবতার বিরুদ্ধে কোন ধর্ম হয়না, ধর্মের ছদ্মনামে অধর্ম হয়, সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই " আল্লামা ইমাম হায়াতের এই দিশাগুলো মানবতাকে উদ্ধার মুক্তির আহবান। অপরাজনীতি বিনাশী গ্রাস আর চলতে দেওয়া যায়না তাই আসুন মানবতার মুক্তির সাধনায় মানবতায় বিশ্বাসী সকলে মিলে অপরাজনীতি দূর করে মানবতার রাজনীতি নিয়ে আসি এবং সেজন্য মানবতার রাজনীতির প্ল্যাটফরম বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে সকলে শামিল হই মানবতাকে পূনঃরুদ্ধার ও মুক্তির এই সময়ের দিশারি ইমাম হায়াতের নেতৃত্বে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94126.54
ETH 2654.67
USDT 1.00
SBD 0.69