আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাদুর চন্দন গাছের কথা।

in #hsnsg3 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাদুর চন্দন গাছের কথা।

অনেকদিন আগেকার কথা এই গ্রামে বাস করত এক কাঠুরে ও তার স্ত্রী। সুখে শান্তিতে দিন কাটাতো। কাঠুরে প্রত্যেকদিন কাঠ কেটে নিয়ে আসতো।

কার্ডগুলো বাজারে বিক্রি করে তার দিন খুব ভালই কাটতে লাগলাম। তার স্ত্রীর কোন ছেলেমেয়ে ছিল না ।এরপর একদিন তার বাড়ি ছিল খুবই বড়লোক।

কিন্তু তার ভাই বড়লোক হলে কি হবে একেক মানুষের একেক স্বভাব। তার ভাই ছিল খুবই লোভী স্বভাবের। এজন্য সে কাঠুরে তার ভাইয়ের সাথে বেশি মিশতাম না।

একদিন কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে গেল। তখনই সে একটি গুহার মধ্যে পড়ে গেল পানি নামার সময় গর্তের মধ্যে তখন সে ওই গর্তের মধ্যে।

একটি গাছ দেখতে পেল চন্দন গাছ ।তখন সে খুব খুশি হয়ে গেলো। এরপর সে চন্দন গাছ কাটতে লাগল। তখন এই গাছটি কথা বলে উঠল।

এবং বলল যে আমাকে একটু একটু করে কেটে নিয়ে যাও। কারণ আমার অনেক বেশি বাজারে পয়সা পাবে। তুমি আমি একটি জাদুর গাছ।

আমার কার্ড সবাইকে নিয়ে নিয়ে যাবে তোমার থেকে। এরপর কাঠুরে অনেক খুশি হয়ে গেল। এরপর কাঠুরে তার গায়ের থেকে গাছগুলো কেটে নিল।

তারপর আসে গাছ ছোট হলো না। এরপর কাঠুরে বাড়ি নিয়ে আসলো এরপর বাজারে অনেক দামে বিক্রি করতে লাগলো। এভাবে করে প্রত্যেকদিন।

সে এই জাদুর গাছের সাহায্যে ধীরে ধীরে অনেক ধনী হতে লাগলো। এরপর একদিন তার ভাই তাকে জিজ্ঞেস করল যে তুমি এত ধনী কিভাবে হতে লাগলে।

তখন কাঠুরে ছিল খুবই সৎ কাঠুরে। সবকিছু তার ভাইকে বলে দিল । এরপর তার ভাই তার পিছন পিছন চন্দন গাছের কাছে পৌঁছে গেলেন।

এরপর কাঠুরে চলে আসার পর তার ভাই সেখান থেকে কোটির মধ্যে নেমে পরল। এবং সে গাছটিকে কাটতে লাগল শুরু করল সেই গাছটি।

তখনই ওই কপির মধ্যে পানি অনেক হয়ে গেল এবং সে অনেক চিৎকার করতে লাগলো কিন্তু কেউ আসলো না সেখানে এবং সে একটু একটু করে মারা গেল।

এবং তার ভাই মারা গেল এর মধ্যে এই জন্যই বলি অতি লোভে তাঁতি নষ্ট আমাদের উচিত নয় যতটুকু পড়েছি ততটুকু সন্তুষ্ট থাকা উচিত।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.041
BTC 97478.26
ETH 3565.84
SBD 1.58