নেইমারের ‘অতি অভিনয়’কে সমর্থন করেন যিনি

in #how6 years ago

নেইমারের ‘অতি অভিনয়’কে সমর্থন করেন যিনি

রাশিয়া বিশ্বকাপে খেলার মাঠে নেইমারের ‘অতি অভিনয়’ ব্যাপারটি সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে ব্রাজিল আসর থেকে ছিটকে যাওয়ার পর সমালোচনা হয় আরো বেশি।

কিন্তু এমন ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। আর তিনি জানিয়ে দেন, তার শিষ্যরা নেইমারের ওপর কোনো আঘাত করবে না।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ইউরোপে আবারো শুরু হয়েছে ক্লাবের খেলা। নেইমারকে নিয়ে এক সাক্ষাতকারে ক্লপ বলেন, আমার কাছে এটি সাধারণ প্রতিক্রিয়া। কেননা অন্য ফুটবলাররা সবাই তার কাছে যায়। আর তাকে নিজেকে রক্ষা করতে হয়, এটাই আমি বুঝি।

আমি মনে করি নিজেকে বাঁচাতে এমনটা দারুণ পদ্ধতি। নিজের শিষ্যদের সম্পর্কে জানাতে গিয়ে ক্লপ বলেন, আমরা তাকে (নেইমার) ফাউল করার জন্য খেলবো না। আমরা ফুটবল খেলি এবং জিততে চাই। আমরা তার কাছে বল পাস করা থেকে বিরত থাকবো। তার বিপক্ষে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত থাকবো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96547.62
ETH 2679.49
SBD 0.63