সততার পুরস্কার : ছোট গল্প

in #honesty2 months ago

ছোট্ট ছেলে রাজন, তার বাবা তাদের গ্রামের খেয়াঘাটের মাঝি। তার বাবা প্রতিদিন সকালে ও বিকালে নৌকা নিয়ে নদীর পাড়ে যায় আর মানুষজনদের তার নৌকায় নদী পার করে দিয়ে উপার্জন করে। রাজন প্রতিদিন তার বাবার সাথে বিকালে যায়। সকালে তার স্কুল থাকে এজন্য সে সকালে যায় না। যেদিন তার স্কুল ছুটি থাকে সেদিন সে বাবার সাথে সকালেও যায়। আর অন্যান্য দিন বিকালে প্রতিদিন তার বাবার সাথে যায়। আর তার বাবাকে সাহায্য করে।

1000059008.jpg

প্রতিদিনের মতো সেদিনও রাজন গিয়েছে তার বাবার সাথে বিকালে। নৌকাতে মানুষজন নিয়ে নদীর এপার থেকে ওপারে পার করে দিচ্ছে। রাজন ও তার বাবার পাশে বসে সেগুলো দেখে আর বাবার ছোটখাটো সাহায্য করে।তারও মাঝে মাঝে ইচ্ছা করে নৌকার বৈঠা নিয়ে দার বাড়িতে। কিন্তু সে এখনো ছোট, তাই তার বাবা তাকে দেয় না।

সন্ধ্যা প্রায় নেমে আসছে। একজন ব্যক্তি দুই তিনটা ব্যাগ হাতে নিয়ে দ্রুততার সাথে তাদের নৌকার দিকে এগিয়ে আসলো। সাজসজ্জা দেখে মনে হচ্ছে শহরের কেউ। এসে বলল ভাই আমাকে ওইপারে নিয়ে চলেন তাড়াতাড়ি। আমাকে সন্ধ্যার আগেই ফিরতে হবে যাতে আমি ওই পাশে গিয়ে একটি ভ্যান বা রিকশা পায় কারণ আমি অনেক দূরে যাব। রীতিমত লোকটিকে নৌকাতে নিয়ে দ্রুত চলাতে লাগলো রাজন আর তার বাবা। এই পারে আসতেই লোকটির দ্রুত তার ব্যাগ প্যাকেজ গুছিয়ে নৌকা থেকে নামার সময় তার ভাড়া মিটিয়ে দিল। তারপরে চলে গেল। ঠিক তখন রাজন খেয়াল করল ছোট্ট একটি ব্যাগ লোকটি ভুল করে ফেলে গেছে তাদের নৌকায়। ব্যক্তি তার বাবাকে দেখালো। আর বাবা পিছনে ঘুরে দেখল লোকটি ততক্ষণে ওই জায়গায় আর দেখা যাচ্ছে না। রাজন ব্যাগটা হাতে নিয়ে এক লাফ দিয়ে নৌকা থেকে নামলো। তারপর দৌড় দিয়ে লোকটাকে আশেপাশে খুঁজতে লাগলো।

তারপর কিছুক্ষণ পর রাজন খেয়াল করল লোকটি রাস্তার একপাশে দাঁড়িয়ে ভ্যান খুঁজছে। ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। রাজন দৌড়ে লোকটির কাছে গিয়ে ব্যাগটা দিয়ে বলল আপনি এটি ভুল করে ফেলে এসেছেন নৌকাতে। লোকটি দেখে তো অবাক। ব্যাগ খুলে দেখল সব ঠিক আছে। তারপর রাজনকে একটু আদর করে দিল। বলল তুমি আমার অনেক বড় উপকার করেছো কারণ এই ব্যাগে আমার অনেকগুলো টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। রাজনকে কিছু টাকা দিতে চাইলো কিন্তু রাজন তা নিল না। তারপর লোকটি বাজারে গিয়ে রাজনের জন্য বেশ কিছু কেনাকাটা করে দিল। রাজন সেগুলো প্রথমে নিতে চাইনি, তারপর জোর করে দেওয়াতে রাজন সেগুলা নিয়ে খুশি মনে তার বাবার নৌকায় ফিরে আসলো।

এটাই হল সততার পুরস্কার।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 77439.28
ETH 1518.39
USDT 1.00
SBD 0.66