পাপ বাপকেও ছাড়ে না!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ছোটবেলা একটা প্রবাদ মাঝে মাঝেই শুনতাম " পাপ বাপকেও ছাড়ে না"। তখন এর অর্থ বুঝতাম না। মনে করতাম ইস এটা আবার হয় নাকী। পাপ কী মানুষ নাকী আর তার কী বাপ আছে নাকী যে ধরবে বা ছাড়বে। জ্ঞানী মানুষ যা বলে গিয়েছে সেগুলো অনেক ভেবেচিন্তেই বলেছে। সেটা হয়তো আমরা একটু দেরীতে বুঝি কিন্তু ঠিকই বুঝি। এখন আসি আসল কথায়। আজ এতো বছর পরে এসে এই বতর্মান সময়ের কিছু ঘটনার জন্য এই প্রবাদ টার সত্যতা খুজে পেলাম। হ্যা প্রবাদ টা শতভাগ সত্য। সত্যি পাপ বাপকেও ছাড়ে না। প্রথম থেকে শুরু করি সবচাইতে আলোচিত বিষয় টা নিয়ে। পিএসসি এর চেয়ারম্যান এর গাড়ি চালক সেই আবেদ আলী সম্ভবত উনার নাম। উনার চাকরির গ্রেড অনুযায়ী বেতন সর্বোচ্চ ১৮ হাজার থেকে ২৪ হাজারের মতো হবে ঐসময়।
কিন্তু সবমিলিয়ে আজ উনার সম্পদের হিসাব দেখলাম প্রায় দুইশো কোটি টাকা হা হা। হ্যা ঠিকই দেখেছেন দুইশ কোটি টাকা। উনি ছিলেন পিএসসি এর চেয়ারম্যান এর গাড়িচালক। বিভিন্ন সময়ে পিএসসি এর গুরুত্বপূর্ণ সব পরীক্ষা বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস করে এই সম্পদ গড়েছেন। যখন করেছেন তখন কিন্তু কিছু হয়নি। অথচ এখন সে চাকরি ছেড়ে একজন সফল ব্যবসায়ী। কিন্তু ঐ বলে না পাপ বাপকেও ছাড়ে না। আজ দশ বছর পর এসে সবকিছু মানুষের সামনে এসেছে। সেই ব্যক্তি ঠিকই ধরা পড়ে গেছে। এবার আসি দ্বিতীয় ঘটনা ছাগল কান্ড। ঈদের সময় এই ১৫ লক্ষ টাকার ছাগল নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছিল। পরবর্তীতে সেই ছাগল নেই একজন আমলার ছেলে।
সেটা নিয়ে যখন জল্পনা কল্পনা শুরু হয় তখন ঐ ব্যক্তির নামে উঠে আস চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পথে থাকার দরুন দূর্নীতি কর অনেক অর্থ করেছেন। উনার বউ দুইটা। এইটা সামনে আসলে উনার প্রথম বউয়ের মেয়ে রীতিমতো বাবার নামে অভিযোগ করে শাস্তি দাবি করে হা হা। এরপর থেকে একে একে চাঞ্চল্যকর তথ্য বের হয়েই আসছে। এখন দেখেন উনি এতো বছর ধরে সমানে দূর্নীতি করে আসছেন শেষমেশ এসে একটা ছাগল কান্ডে ফেঁসে গেলে হা হা। এখন আসি আমাদের শেষ ঘটনা রাফসান দ্যা ছোট ভাই এর কাহিনীতে। উনি নিজেকে গর্বিত বাবার গর্বিত ছেলে দাবি করতেন। বাবা মা কে উপহার দেন কোটি টাকা মূল্যের গাড়ি।
কিন্তু এরপরই বের হয়ে আসে আসল সত্যটা। রাফসান এর সেই সৎ চরিএবান বাবা একজন ঋণখেলাপি। ব্যাংক থেকে মোটা অংকের টাকা ঋণ করে সেটা জালিয়াতি করেছেন। মূহূর্তের মধ্যে তার সব কান্ড সামনে চলে আসলো। উপরের তিনটা ঘটনা থেকে আপনি কী বুঝলেন?? ঘটনা তিনটা এটাই প্রমাণ করে যে মানুষ যতই পাপ করুক যতই অপরাধ করুক দূর্নীতি করুক একসময় না একসময় গিয়ে ধরা পড়বেই। যেমনটা এই তিন মহাশয় ধরা পড়েছেন। এবং একটা মজার বিষয় এই তিন মহৎ ব্যক্তি কিন্তু তার ছেলের কাছে আইডল ছিলেন হা হা। আজ মনে হচ্ছে না প্রবাদ টা জ্ঞানী মানুষেরা শুধু শুধু বলে যায়নি। সত্যি পাপ বাপকেও ছাড়ে না হা হা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দুঃখজনক হলেও বেশ মজার। তবে যে যেই অপরাধই করুক না কেন আজ, নয়তো কাল, নয় তো এমন কোন সময় এর ফল পাবে যেটা সে প্রত্যাশা করবে না। অন্যায় করতে করতে একটা সময় সে শীর্ষে উঠে যাবে। আর তখন ভাববে তার এই অন্যায়গুলো কেউ ধরতে পারেনি আর কেউই ধরতে পারবে না। কিন্তু একটা সময় এই ফল ভোগ করতেই হবে। সবাই এখন এই রকম কাজগুলো প্রতিনিয়তই করে যাচ্ছে। কিন্তু ফল তো আর সবসময় প্রকাশিত হচ্ছে না। যাই হোক আমাদের দেশ এভাবে চলতেই থাকবে। অন্যায় আর দুর্নীতির আর কোন শেষ পরিণতি হবে না মনে হয়। কারণ যেমন সরকার ব্যবস্থা তা সবকিছু সবার উপর জোর করে চাপিয়ে দেয়াই হচ্ছে। যাই হোক ভাইয়া পোস্টটা পড়ে দারুন লাগলো।
পাপ কখনো বাপকেও ছাড়ে না এই প্রবাদ বাক্য অনেক আগে থেকে শুনে এসেছি।
আরো শুনে এসেছি যেমন কর্ম তেমন ফল।
তবে এই প্রবাদ বাক্য গুলোকে আমি অনেক যাচাই করে দেখেছি কথা কিন্তু সত্য।
আমরা ভালো কিংবা খারাপ কাজ যাই
করি না কেন, প্রত্যেকটার বিচার কিন্তু এই পৃথিবীতেই হয়, কোন না কোন ভাবে।
একদম আপনি ঠিক বলছেন আসলে পাপ করলে বাপকেও ছাড়ে না। যতই দুর্নীতি যতই পাপ করুক না কেন যতই লুকিয়ে থাকুক না কেন এক সময় ফাঁস হবে। ফাঁস হলে সেই পাপির আর কোন রেহাই থাকেনা। অতীতের অনেক ঘটনা দেখেছি বর্তমানে অনেক ঘটনা দেখেছি। যখন পাপ করবেন তখন সবাই কিন্তু চোখ বুঝে সহ্য করলেও প্রকৃতি কখনো সহ্য করে না। একদিন না একদিন সেই পাপের শাস্তি পেতেই হবে। এইরকম পাপের ঘটনা কখনো গোপনে থাকে না একদিন না একদিন বেরিয়ে আসে।
আসলে ভাই, পাপের শাস্তি ভোগ করতে হবে এইটা প্রকৃতির সত্য। অপরাধ করলে আজও নয়তো কাল শাস্তি ভোগ করতেই হবে। পাপ কাজ করে কখনো সুখী হওয়া যায় না। পাপ করে অনেকে মনে করে পার পাওয়া যায়। কিন্তু পাপের শাস্তি দেরি হলেও ভোগ করতে হয় এটাই মনে রাখা উচিত আমাদের সকলের। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
জী ভাই পিএসসি চেয়ারম্যান এর গাড়ি চালক সৈয়দ আবেদ আলী প্রায় দশ বছরে কয়েক হাজার বিসিএস ক্যাডার বানিয়েছে প্রশ্ন ফাঁস করে। আর প্রাশ্ন ফাঁসের টাকা দিয়ে অবৈধ সম্পদের রাজ্য গড়েছে। বেটাকে র্যাব ধরার পরে এমন ভাব দেখিয়েছে,যেন মনে হয় সে কোন দেশের প্রধানমন্ত্রী। এসব আবেদ আলীর সব সম্পদ বাজেয়েপ্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মারা দরকার। যেন অন্যরা শিক্ষা পায়। ধন্যবাদ ভাইয়া গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ব্লগ শেয়ার করেছেন।