আসলে ভাই, পাপের শাস্তি ভোগ করতে হবে এইটা প্রকৃতির সত্য। অপরাধ করলে আজও নয়তো কাল শাস্তি ভোগ করতেই হবে। পাপ কাজ করে কখনো সুখী হওয়া যায় না। পাপ করে অনেকে মনে করে পার পাওয়া যায়। কিন্তু পাপের শাস্তি দেরি হলেও ভোগ করতে হয় এটাই মনে রাখা উচিত আমাদের সকলের। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।