সখি, ভালবাসা কারে কয় ?
ধরুন, আপনাকে জিজ্ঞেস করা হলো - বলুন তো সবচেয়ে কিসের কাংগাল আপনি ?
হয়তো আমতা আমতা করে ভাবছেন, টাকা? আপন মানুষ ? কিংবা আরও অনেক কিছু...
যাক,অত মাথা ঘামাতে হবে না। আমি ই না হয় বলে দিই, দেখা যাক আপনার মন সায় দেয় কিনা তাতে !
জগতের সব প্রাণী কুল-ই একটা বিষয়ে কাংগাল -সেটা হলো, ভালোবাসা।আর এই ক্ষেত্রে তো মানুষের কথা বলাই বাহুল্য। সেই আদি থেকে আজ অবধি এই ভালোবাসার জন্য কত মান অভিমান, রাগ অনুরাগ, ছেড়ে যাওয়া কিংবা ছেড়ে আসা !এমন কি মেরে ফেলা থেকে শুরু করে মরে যাওয়া পর্যন্ত কত বিচিত্র খেলা ই না চলছে এই ভালোবাসা নামক ব্যাপারটি কে কেন্দ্র করে !
অথচ, আশ্চর্য ! এটা না যায় দেখা, না পারে এড়াতে ! মহা শক্তিশালী এক বিচিত্র মোহের খেলায় যেন মগ্ন করে রাখে এই ভালোবাসা নামক বায়বীয় ব্যাপারটা ! এটা সবাই পেতে চাই, দিতে চাই । এক্ষেত্রে পেতে চাওয়ার দলটা মনে হয় বেশি ভারি। এই পেতে চাওয়ার তিব্রতা থেকে জন্ম নেয় ষড়রিপুর এক রিপু - লোভ ! ভালোবাসার লোভ, ভালোবাসা পাওয়ার লোভ !
এই দেয়া নেয়ার লোভের ফাঁদে ফেলে ভালোবাসা যেন মুচকি মুচকি হাসে ! দাও, পাও কিংবা ধরো,মারো - মরো ! কি যায় তাতে আমার । আমার কাজ তো ফাঁদে ফেলা ! ফেলেছি কিংবা পড়েছ , এবার তোমার উদ্বারের পালা -আমার নয় । আমি তোমাকে উদ্ধার করার কে ? যা করার তুমি করো বাপু - ভালোবাসা যেন তামাশা দেখে দুর থেকে ! আর আমরা, বোকার মত এদিক থেকে ওদিক ছুটি মায়ার হরীণের পিছে। ভালোবাসা - শুধু ভালোবাসা চাই ।
কিন্তু মায়ার হরিণ কি সত্যিকার হয় ? তবুও ছুটতে থাকি, ছুটতে ই থাকি ! এক সময় ক্লান্ত আমরা অবাক হয়ে দেখি - নিজের ভেতর ভালোবাসার যে ক্ষমতা ছিল সেটাই হারিয়ে ফেলেছি - করেছি নিঃশেষ ! নিজেকে ভালোবাসতেও ভুলে গেছি ততদিনে।
তবে এর মাঝে ও বিচিত্র কিছু অস্বাভাবিক ব্যাপার আছে
কারো কারো মাঝে। যেটা ভালোবাসা কে ভ্রুকুটি করে - দেখায় বৃদ্ধাংগুলি ! সেটাই হলো ভালোবাসার ক্ষমতা, শুধু ই ভালোবাসা দেয়ার ক্ষমতা। আর এটাই হলো পাবে কি পাবে না সেই হিসেবে নিকেষের ঊর্ধ্বে উঠে যাওয়া - সংকীর্ণ নামক রিপু কে জয় করা । এটা যার স্বভাবে থাকে, সেটা হয়তো জিন গত বা বংশগত বৈশিষ্ট্যের প্রভাবে তার স্বভাবে আসে, নতুবা ঘাত প্রতিঘাতে সে এই ক্ষমতা লাভ করে ।
সে যাই হোক, সেটা দূর্লভ - একেবারে ই অস্বাভাবিক ! অবাক ব্যাপার হচ্ছে আপনি নিজেই জানেন না - এই অস্বাভাবিক ক্ষমতায় হচ্ছে আপনার ভেতর লুকিয়ে থাকা এক অপার্থিব শক্তি ! যে শক্তি আপনাকে সব দিক থেকে রাখবে সুখি, ভালো রাখবে- রাখবে হাসিখুশি সুস্থ। যেহেতু আপনার তেমন কোন চাওয়া নেই,তাই কোন লোভ ও আপনাকে (সে হোক ভালোবাসা নামক চমৎকার এক মোহ) কাবু করতে পারবে না ।
আমি কি এখন একটু হাসাবো আপনাদের ? আর কত জটিল তত্ত্বের গীত গাইবো বলুন ভালোবাসা নিয়ে ! চলুন একটু হাসি -
প্রত্যেক মানুষের জীবনে যেমন চড়াই উৎরাই থাকে, বয়ে যায় ঝড়ঝন্জা ! আমার মানবী জীবন ও তার থেকে ব্যাতিক্রম নয়। ছোট বেলা থেকেই যেমন উচ্ছল, প্রাণবন্ত হাসিখুশি এবং মানুষের প্রতি একটা উদার দৃষ্টিভঙ্গি কাজ করতো - দেখলাম শত সমস্যার মাঝেও সেটা বহাল তবিয়তে আছে হ্নদয় নামক কুঠুরিতে ! সমস্যা যায়, সমস্যা আসে - ভালোবাসার ক্ষমতাটা দিব্যি শক্তি সঞ্চয় করতে থাকে নীরবে ।
না মশাই, বলছি না এ ভালোবাসা শুধু নারী পুরুষ কে ভালোবাসা কিংবা এক জন ছেড়ে চলে গেলে আর এক জন কে আঁকড়ে ধরা বা ভালোবাসা ! না গো ওটা ও-ই ধরনের ভালোবাসা নয়। এই ভালোবাসায় মানবিক হওয়া যায়, ক্ষমা করা যায়, আপনার ক্ষতি করলে ও অন্যের ক্ষতি করা থেকে আপনাকে বিরত রাখে, আপনার প্রতি নিষ্ঠুর ব্যবহার করলেও তার প্রতি সময় সুযোগ পেয়েও নির্মম না হওয়া, তার চেয়ে ও বড় কথা হলো তার পর ও অন্যের ভালো বা মংগল কামনা করা! অর্থাৎ, মানুষ হিসেবে মানবিক হয়ে উঠা ! এটা কি চাট্টিখানি কথা মশাই ? এটা কি সম্ভব !?
আমরা মানুষ তো ! আমাদের ভেতর তো ষড়রিপুর বাস ! আমরা হবো ওই শক্তিশালী ভালোবাসার অধিকারী ? কাভি নেহি ! এটা তো একেবারেই অস্বাভাবিক ! হ্যা, এটা আসলেই অস্বাভাবিক ব্যাপার এবং এই অস্বাভাবিক ব্যাপারটিই হচ্ছে আপনার ভেতরের আসল শক্তি - সুখে থাকার মূলমন্ত্র ।
এবার একটু কঠিন, জটিল কথা বাদ দিয়ে তরল জাতীয় কিছু কথা লিখে না হয় সমাপ্তি টানি...
আমাকে জিজ্ঞেস করা হলো - আপনি সবসময় এতো হাসিখুশি উচ্ছল প্রাণবন্ত থাকেন কিভাবে ?
আমার চোখে মুখে দুষ্টুমির হাসি ঝিলিক খেলে যায়। বলি -
' মেরে তরা তুমবি কভি
পেয়ার করকে দেখনা'
না মশাই, তেড়ে আসবেন না !একে তো হিন্দি গান শুনালাম , বলবেন হয়তো বাংলা নয় কেন ? হিন্দি বাংলা বিভেদে যাচ্ছি না। গানটার কথা কি চমৎকার ! শুনুন তো আর এক বার -
"আমার মতো তুমিও একবার ভালোবেসে দেখোনা"
চমৎকার না ? আসলেই চমৎকার।
বিঃদ্রঃ - যত্রতত্র, যাকে তাকে,যখন তখন, নারী হলে পুরুষ, পুরুষ হলে নারীকে ভালোবাসার কথা বলছি না। ওটা বাসবেন, কেন বাসবেন না ? অবশ্যই ভালোবাসবেন। তবে একজনে মগ্ন থাকার প্রাকটিস টা যদি থাকে -আপনি জিতে গেলেন । সম্পর্ক হোক পবিত্র - একজনে নিমগ্ন ।
এতক্ষণ যে কথাটি বলার জন্য এতো এতো কথার বয়ান, যা বলার জন্য প্রাণটা আইঢাই করছে , সেটাই না হয় বলি -
বলছি, মানবিক হোন - মানবতার চেয়ে শক্তিশালী আর কোন ভালোবাসা হতে পারে না ।