স্বপ্নময়ী
যদি পারি দেব পাড়ি,
আকাশ, সাগর, পাহাড় -দু'পায় মাড়ি।
সাথে আসো বা না-ই আসো
হাত বাড়িয়ে দাও বা না-ই দাও,
তাতে ও আসবে যাবে না কিছু
অবহেলা শুধু করতে পারো তুমি
তা ভেবো না - পারি আমিও।
স্বপ্ন তো দেখ ঘুমে - দেখেছ কি জেগে ?
যদি না -ই দেখো, হলো কি তাতে !
জীবন তোমার না যাক বৃথা
শুধু ডাল ভাতে কিংবা দূধে ভাতে !
দু'চোখ ভরা স্বপ্ন যেন তোমায় আগলে রাখে।
আমার কাছে স্বপ্ন যে গো
বেঁচে থাকার আশ !
ও-ই স্বপ্ন তোমায় ও দিলাম
যদিও তোমার চোখ জুড়ে দেখি -
অবিশ্বাস আর হতাশ ।
নিছক কেবল বেঁচে থাকা
এটা কি আর বাঁচা !
বাঁচার মতো বাঁচতে হলে
বুকে জড়াও আশা।
হতাশ তুমি, হতাশ আমি
বলো -
এটা কি আর জীবন ?
স্বপ্ন আশা ভালোবাসায় সাজাও রঙ্গিন ভূবন।
আমার কাছে জীবন সে তো
পরম প্রিয় স্বপন,
কারো কাটে ঘুমের ঘোরে
কাটে কারো জেগে,
মন্দ ভালো বিচার করে কিংবা আবেগে।
জীবন তোমার যেমন ইচ্ছে যাপন করতে পারো
হেলা ফেলা করে যে জন -
কান্না সারা জীবন ।
আচমকা কে বলে যেন - এবার শুধায় তোমায় ?
জীবন নিয়ে কেমন হিসেব,
করো তোমার বেলায় ?
চাঁদের আলো বাঁধ ভেঙেছে -
প্রণয় যেথায় চাঁদ সূর্যে।
চোখে আমার জ্যোছনার ঝিলিক
সুখের আশা নয়কো অলীক
শোন বলি প্রিয় -
বাঁচতে হয় আনন্দে,
বাঁচতে হয় স্বপ্নে,
বাঁচতে হয় আশায় -
মমতায় মোড়ানো ভালোবাসায় ।