কান্দে হিয়া বন্দী মনে
শ্রদ্ধেয় হূমায়ন আহমেদ তাঁর লেখা -' তিথির নীল তোয়ালে' গল্প/উপন্যাস এ লিখেছেন -
'মানুষ খাদ্যের অভাবে কষ্ট পায়না,
মানুষ কষ্ট পায় ভালোবাসার অভাবে'
বাক্য দুটির দিকে অনেকক্ষণ তাকাই থাকি - থাকিই তো থাকি - পলক পড়ে না ! পলক না পড়ার কারণ টা একটু অস্বস্তিকর।অস্বস্তির কারণ ও বলা ভালো - হূমায়ন আহমেদ। অস্বস্তির মূল কারণ টা বলি - হূমায়ন আহমেদ এর মতো বিখ্যাত লেখকের এই বাক্য দুটি মানতে আমার মোটেই মন সায় দিচ্ছিল না। কি করবো, আমার আবার বোকা মন ! আর এই বেকুব মনটা বড়ই অবাধ্য -অদ্ভূত। আমি ই তার মালিক, বেটা বেকুব মন কিনা আমার ই শাসন,বারন কোন কিছুই পাত্তা দেই না !বার বার বলি - ওরে বেকুব, মানতে তোর অসুবিধা কোথায় ? উনি বিখ্যাত জ্ঞানী মানুষ - ভেবে চিনতেই তো লিখেছেন,এমনি এমনি তো আর লিখবেন না !
না,নচ্চার বেকুব মন আমার নিজের অবস্থানে ঠিকই অনড় থেকে বিড়বিড় করে বরং ছন্দ মেশানো স্বরে বলে উঠে -
"দিন কয়েক তারে রাখো না খাইয়ে,
শুধু ভাত নুন দাও -
পড়িবে হামলাইয়ে।
ভালোবাসা তার লুকাইবে লাজে,
খুজিঁবে জানালা যাইতে পলাইয়ে।"
বোকা মনের আস্পর্দা দেখে আমি হতবাক ! শুধু লজ্জিত, দুঃখিত অপরাধীর মতো মিনমিন করে ভাবছি -
আমাকে ক্ষমা করবেন তো -
প্রিয় হূমায়ন আহমেদ ?
Please Follow Community Guidelines.