Help4Help নিয়ে কিছু কথা
নতুন অনেকেই স্টিমটে কাজ করতে আসে। কিন্তু তাদের ধারণা থাকে না কিভাবে এখানে কাজ করতে হয়। আবার নতুন হওয়াতে আপভোটও তেমন পাই না। তাই আমরা সকল নতুন পুরাতন সবাইকে সাহায্য করার লক্ষ্যে এই কমিউনিটির যাত্রা শুরু করেছি। আমাদের নিজেদের একটি বিশেষ আইডি থাকবে যেখানে সব পোস্ট ১০℅ করে বেনিফিসায়ারি সেই আইডিকে দিতে হবে। প্রতিদিন ভাল পোস্ট নির্বাচন করে সেই পোস্ট গুলোতে সেই আইডি থেকে আপভোট দেওয়া হবে।
নিয়মঃ
১. কপি পোস্ট দেওয়া যাবে না।
২. একি পোস্ট বার বার দেওয়া যাবে না।
৩. কপি রাইট ফ্রি ছবি ব্যবহার করতে হবে।
৪. @carepoint70 কে ১০% বেনিফিসিয়ারি দিতে হবে।
৫. নিজের একটি পরিচিতমূলক পোস্ট দিতে হবে।