কপি করা পোস্টের রিপোর্ট ( সেপ্টেম্বর- ১ম সপ্তাহ)

in Help4Help3 years ago

png_20220831_165346_0000.png

কপি করা লেখা বা অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেওয়া যেকোন একটি কমিউনিটির পরিবেশকে দূষিত করে। স্টিমটে কপি পোস্ট কোনভাবে গ্রহনযোগ্য নয়। আমাদের কমিউনিটিকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করতে হলে কমিউনিটির সকল মেম্বারের এক হয়ে নিয়ম মেনে কাজ করতে হবে । যেহেতু আমাদের পরিবার এখন ছোট আর সবাই নতুন। তাই এখন থেকেই আমাদের সব কিছু নিয়মের ভিতর থেকে কাজ শুরু করতে হবে। তাহলে ভষিস্যতে যারা আমাদের সাথে কাজ শুরু করবে তারাও নিয়ম মেনে পোস্ট করবে।

এখন থেকে প্রতি সপ্তাহে রিপোর্ট আকারে কপি পোস্টের রিপোর্ট প্রদান করা হবে। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংককপির শতকরাউৎস

ধন্যবাদ সবাইকে এই সপ্তাহে কারো কোন কপি পোস্ট পাওয়া যায়নি। এভাবে ভাল ভাল লেখার মাধ্যমে কমিউনিটিকে আর বেশি সামনে এগিয়ে নিয়ে যাবেন এটায় সবার কাছে চাওয়া।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ মান্যবর এডমিন সাহেব,আপনার শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82465.25
ETH 1900.14
USDT 1.00
SBD 0.78