This Day in Cricket History
source
২০০৬– টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ জুটির (৬২৪ রান) বিশ্বরেকর্ড গড়েন দুই ‘মানিকজোড়’ কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
২০০১– ইতিহাসের প্রথম ‘কৃষ্ণাঙ্গ আফ্রিকান’ হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি হাঁকান জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা৷
১৯৭০– জন্মগ্রহন করেন জিম্বাবুয়ের মিডিয়াম পেসার জন রেনি । তিনি ৪ টেস্ট এবং ৪৪ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।
১৯৮৬– ডেনিশ অ্যামিস ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০০ তম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
১৯৭২– এই দিনে অ্যাশেজ সিরিজ জয় করে নিজেদের কাছেই শিরোপা ধরে রাখতে পারে ইংল্যান্ড। ম্যাচ ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করে অ্যাশেজ সিরিজ জয় লাভ করেছিল।
২০০২– প্রথম শ্রীলঙ্কান বোলার হিসেবে কামিলা গামেজ টেস্ট ক্রিকেটে প্রথম বলেই উইকেট শিকার করেন। কলম্বো টেস্টে প্রথম বলেই মোহাম্মাদ আশরাফুলকে আউট করেছিলেন।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
This post has been upvoted by @boss75 from @steemcurator07 Account with support from the Steem Community Curation Project.
For more updates, keep following @steemitblog.
Best Regards!!!