This Day in Cricket History

in Cric-World 🏏3 years ago


image.png
source

মাইলফলক

  • ১৯২০ সালের ২৫ আগস্ট। ২৮ তম জন্মদিনের ৪ দিন পরেই সারের ব্যাটসম্যান পার্সি ফেন্ডার নদার্ন্টসের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র ৩৫ মিনিটে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
  • ১৯০৯ সালের ২৫ আগস্ট। ব্রিস্টলে গ্লস্টারশায়ারের বনাম মিডলসেক্সের খেলায় ফ্রাঙ্ক টারান্ট ৬৭ রানে ১৩ উইকেট শিকার করে এক দিনের মধ্যেই ম্যাচের পরিসমাপ্তি টেনে দিয়েছিলেন।
  • ১৯২৪ সালের এই দিনে ব্রিস্টলে গ্লস্টারশায়ারের হয়ে মিডলসেক্সের বিপক্ষে ম্যাচে দুইটি হ্যাটট্রিক করেন চার্লি পার্কার।

জয়

  • ২০১৯ সালের ২৫ আগস্ট। কলম্বোতে শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে পরাজিত করে নিউজিল্যান্ড।
  • ১৯৬৩ সালের এই দিনে ওভালে ফ্রাঙ্ক ওয়ারেলের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটের জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিকেটারের জন্ম

  • ১৯৮১ সালের এই দিনে জন্মগ্রহন করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার টিনো বেস্ট।
  • ১৯৭৭ সালের এই দিনে জম্নগ্রহন করেন লিয়াম বোথাম।

ইহলোক ত্যাগ

  • ১৯৯৭ সালের এই দিনে মৃত্যু বরণ করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জন গড্ডার্ড।
Sort:  

This post has been upvoted by @boss75 from @steemcurator07 Account with support from the Steem Community Curation Project.

For more updates, keep following @steemitblog.

Best Regards!!!

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63702.19
ETH 2490.35
USDT 1.00
SBD 2.67