The Diary Game | 11- July- 2024 : With nature

আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি @alomgir121 আজ আপনাদের মাঝে। নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।

আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠি।কারন আজকে বাদাম নিয়ে হাটে জেতে হবে তাই।তো সকালে ঘুমথেকে উঠে, আমার পোশা হাস মুরগি গুলোকে খেতে দিলাম।
IMG_20240711_142431.jpg

IMG_20240711_142341.jpgসকালে খাবার দেয়ার সময় তোলা ছবি।

তার পরে ফ্রেশ হোয়ে বাদাম বিক্রির জন্যে, বেরিয়ে পড়লাম হাটের উদ্দেশ্যে।আমাদের এখানে সপ্তাহে দুইদিন হাট বসে।রবি বার ও বৃহস্পতিবার। তাই আমরা বৃহস্পতিবারের হাটে যোগ দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম।হাটে যাওয়ার সময় আমাদের বাড়ির পাশে মরিচ ক্ষেত ছিল, তো সেটাকে একটু পর্যবেক্ষণ করে গেলাম।
IMG_20240711_143252.jpgজমি পর্যবেক্ষণ করার সময় তোলা ছবি।

তারপরে চলে গেলাম বাদাম হাটে।হাট আমাদের বাড়ি থেকে প্রায় দের কিলোমিটার দূরে। তো হাটে এসে রিতিমতো অবাক হোয়ে গেলাম। কারন সাভাবিক দিনের তুলোনায় আজকে, অনেক মানুষ হাটে এসেছে। তাই হাট াজকে পুরোপুরি জমজমাট।
IMG_20240711_074647.jpg

IMG_20240711_073811.jpg এইগুলা হাটে এসে তোলা ছবি।

যাইহোক আমরা আমাদের বাদাম হাটে নিয়ে আশার পরে। বেশ কিছু ব্যাপারি কে দেখালাম। তো তারা দেখে দাম বললেন। কিন্তুু আজকে হাটে বাদাম বেশি উঠায় ব্যাপারিরা কম দাম বলছিলো।তাই একটু অপেক্ষা কোরে একজন ব্যাপারীর কাছে বিক্রি কোরে দিলাম।এই দিক দিয়ে কখোন যে সকাল ৯ টা বেজে গেছে তা খেয়াল করিনি।কারন আমার দোকান সকাল ৮ টার মোধ্যে খুলতে হবে।তাই তাড়াহুড়া কোরে দোকান খুলি।দোকান খুলতে না খুলতেই কাস্টমার এসে হাজির।তো সব কাস্টমাদের কাছে মাল বিক্রি কোরে। নাস্তা করতে জাই।আজকে অনেক লেট কোরে নাস্তা করি।কারন অনেক সকালে ঘুমথেকে উেঠে হাটে গিয়েছিলাম তাই।যাইহোক নাস্তা সেরে এক কাপ চা খেয়ে নিলাম।তারপরে আবার বেচাকেনা শুরু করলাম।আজকে সকালে আবার বৃষ্টি সুরু হয়।তো দোকানে বোসে বৃস্টি ভেজা সকাল টাকে। উপভোগ করলাম।
IMG_20240702_164348.jpgএটা বৃষ্টির সময় তোলা ছবি।

তো বেশ কিছুক্ষণ বৃষ্টি হোয়ে থেমে যায়।তার পরে আবার বেচাকেনা শুরু করি।এরপরে দুপুরে খাবারের সময় দুপুরের খাবার খেয়ে নেই।তারপরে আবো বেশ কিছু মাল বিক্রি করি।যেমন:
IMG_20240603_134413.jpg

IMG_20240603_131135.jpg

IMG_20240603_131125.jpg

IMG_20240603_131034.jpg

IMG_20240603_130956.jpg

IMG_20240603_130938.jpg ইত্যাদি এই সমস্ত মাল বিক্রয় করি।তারপরে সন্ধা হোয়ে যায়।প্রতিদিন আমি সকালে এবং সন্ধায় দোকান ঝাড়পুছ করি।তারপরে সারা দিনের বেচা কেনার হিসাব কসতে বসি।কতো টাকার মাল বিক্রি হোলো বা কতো টাকার মাল কেনা হোলো, এসব কিছুই আমি প্তি দিনের টা প্রতি দিন হিসেব করে রাখি।তো হিসেব করা হোয়ে গেলে। দোকান বন্ধো কোরে বাড়িতে চোলে আসি।
বন্ধুরা আজকের ব্লগ এই পজন্তোই।আপনাদের কাছে ব্লগ টি ভালো লাগলে। অবশ্যই কমেন্ট কোরে জানাবেন।
শেষপর্যন্ত থাকার জন্যে সংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।
লেখোক @alomgi121

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95787.87
ETH 2804.41
SBD 0.67