#Club75 | Lebu Techno Steem Community Application for Support Program July-August 2022

in Lebu Techno Steem3 years ago (edited)

আসসালামুয়ালাইকুম,

সুপ্রিয় সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি আমার অন্তরের অন্তস্থল হতে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন।

আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুন্দর জীবন যাপন করছেন ।
আমিও আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় খুব ভালো আছি।

Picsart_22-07-03_00-43-26-628.jpg

গত ২৭ জুন , 2022 স্টিমিট টিম @booming সাপোর্ট প্রোগ্রাম আপডেট করার একটি নতুন উদ্যোগ নিয়েছেন । সেজন্য উনাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।

উক্ত পোস্ট সম্পর্কে বিস্তারিত জানার আগ্ৰহ থাকলে এখানে ক্লিক করুন

আমাদের কমিটির বোমিং সাপোর্টের জন্য পদে দরখাস্ত উপস্থাপন করছি ।
কারন বোমিং সাপোর্ট ছাড়া আমাদের কমিউনিটি চলতে পারে না । এটি অতীব জরুরী আমাদের জন্য।
যেহেতু অন্য কোন সাপোর্ট আমরা পাই না ।

আমাদের কমিউনিটি তৈরি করার এক বছর পার হয়ে গেছে । কমিউনিটি ইতিমধ্যে বন্ধ ছিল কোন কার্যক্রম চলে নি ।
আবার নতুন উদ্যমে এবার কার্যক্রম চালু করা হচ্ছে।
কারণ কয়েকজন স্টিমিয়ান বন্ধু নিজে থেকেই আমাকে সাড়া দিয়েছে এটা উদ্যোগ নেওয়ার ব্যাপারে। সেজন্য আমি নতুন করে চালু করেছি।

আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন @steemcurato05, @steemcurator06 এবং @steemcurator09 এজন্য আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উক্ত আবেদনে যা কিছু চেয়েছে তা পর্যায়ক্রমে আমরা নিচে আলোচনা করছি।

আমাদের সম্প্রদায়ের নাম এবং সম্প্রদায় অ্যাকাউন্টের নাম৷

আমাদের সম্প্রদায়ের নামLebu Techno Steem

আমাদের সম্প্রদায়ের অ্যাকাউন্টের নাম|@hive-191311
বর্তমান সদস্য সংখ্যা | ১৫ জন
সক্রিয় সদস্য রয়েছে | ০৬ জন

সদস্য সংখ্যা ও সক্রিয় সদস্যের সংখ্যা বাড়তেই চলেছে।

কমিউনিটর প্রশাসক এবং মডারেটরদের নামের তালিকা ।

তারা কখন স্টিমিটে যোগদান করেছিল ।
তাদের #ক্লাবের অবস্থা ।
তাদের নিজস্ব স্টিম পাওয়ারের বর্তমান পরিমাণ।
কমিউনিটিতে তাদের অবদান।

উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো-

কমিউনিটি অ্যাডমিন

@doctorstrips

স্টিমিটি যোগদান-ফেব্রুয়ারি, ২০২১।
তার #Club স্ট্যাটাস হল-#club75
মোট স্টিম পাওয়ার-1856 SP
স্টিম সম্প্রদায়কে অর্পণ-500 SP
09 জুলাই আরও অর্পণ করতে যাচ্ছি-500 SP.
দেশের নাম -বাংলাদেশ
কমিউনিটিতে তার অবদান-কমিউনিটির প্রশাসক প্রতিষ্ঠাতা এবং এডমিন । যিনি কমিউনিটি প্রতিষ্ঠা করেছে। উক্ত কমিউনিটির এ টু জেড দায়িত্ব পালন করেন যিনি।

কমিউনিটি মডারেটর

@lebutechnosteem

স্টিমিটি যোগদান-জুন,২০২১ ।
তার #Club স্ট্যাটাস-নেই
মোট স্টিম পাওয়ার-২৪
স্টিম সম্প্রদায়কে অর্পণ-নেই
দেশের নাম -বাংলাদেশ

কমিউনিটিতে তার অবদান-কমিউনিটির প্রশাসক মডারেটর । যিনি posts report পরীক্ষার সহ সাপ্তাহিক সেরা পোস্ট নির্ধারণ করেন।
নতুন সদস্য যাচাই বাছাই এবং টাইটেল প্রদান।

সম্প্রদায়ের লক্ষ্য ও উদ্দেশ্যের একটি সংক্ষিপ্ত বর্ণনা-

আমাদের কমিউনিটির মূল লক্ষ্য উদ্দেশ্য হলো- "যতই পড়িবে ততই শিখিবে। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত দক্ষতা মেধা ও অভিজ্ঞতার টিউটোরিয়াল ও শিক্ষা শেয়ারের মাধ্যমে একে অপরকে জানা"।
তাছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা সম্পর্কে বিশদভাবে জানা বা জ্ঞান রাখাই আমাদের উদ্দেশ্য।

আরো বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করুন

আমাদের কমিউনিটির সদস্যগণ
@steemcurator01 এবং @steemcurator02 থেকে সহায়তার পাওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছে অবিরাম।

চুরি ও অপব্যবহার

আমাদের সম্প্রদায়ের নীতিমালাতে লেখা আছে- চুরি করা নিষিদ্ধ। আমাদের সম্প্রদায়ের সকল সদস্য ফটো সহ তাদের উপস্থাপনা পোস্ট জমা দিয়েছেন। চুরির বিরুদ্ধে লড়াই করতে, আমরা বদ্ধপরিকর।

আমরা চুরি ও অপব্যবহার রোধে নিচের লিংকটি দ্বারা পরীক্ষা করে প্রতিটি পোস্টে রিপোর্ট করি।
https://www.duplichecker.com/

আমরা অংশগ্রহণকারীকে চুরির বিষয়ে প্রথমবারের জন্য সতর্ক করি ।
তাকে নিজে নিজেই সংশোধন করার আহ্বান জানাই। কারণ নতুন সদস্যদের নতুন এসে অনেক কিছু জানতে পারে না বুঝতে পারে না যার জন্য এই ভুলগুলো করে থাকে।

সতর্ক করে দেওয়ার পরেও যদি কেউ আবার দ্বিতীয়বার ভুল করে বসে তখন আমরা তাদের একাউন্ট মিউট করি এবং আমরা স্প্যাম ফ্ল্যাগ করি । রাতে করে তারা আর আমাদের সম্প্রদায়ে পোস্ট করতে পারবে না৷

আমরা আমাদের কমিউনিটি সবাই মিলে একসাথে কাজ করে যাবো এবং কমিউনিটির উন্নতি সাধিত করার সঙ্গে আমাদের সদস্যদের ক্লাবে জড়িত থাকার জন্য বারবার উৎসাহিত করা হচ্ছে।

লেবু টেকনো স্টিম কমিউনিটির কর্তৃপক্ষ ও সকল সদস্য প্রত্যাশা করছি যে,আমাদের কমিউনিটিটি বোমিং সাপোর্ট সদস্য হিসেবে নির্বাচিত করে পাশে থাকলে আমরা চিরকৃতজ্ঞ থাকব।

ধন্যবাদান্তে-

Admin,
Lebu Techno Steem Community

Sort:  

Thanks so much boss for your booming support application .We really hope that we will select booming support team.

 3 years ago 

That's right.
We will successful in it
Thanks 🙏👍

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103208.45
ETH 3292.46
SBD 6.25