আকাশ DTH কেনো কিনবেন??

in CoPi3 years ago

আকাশ DTH বাংলাদেশের প্রথম ডাইরেক্ট টু হোম বা DTH যা সাধারণ ডিশ লাইনের পরিবর্তে অর্থাৎ ডিশ লাইনের ঝামেলা থেকে মুক্তি দিতে বেক্সিমকো কোম্পানি আমাদের জন্য নিয়ে এসেছে।আপনি এখান থেকে টিভি দেখার নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।জির জির মুক্ত টিভি দেখার দিনকে বিদায় জানাতে চলে আসলো আকাশ ডিটিএইচ।

কিভাবে পেতে পারেনঃ
আপনি খুব সহজেই আপনার বাড়িতে এই ডিটিএইচের সংযোগ স্থাপন করতে পারবেন। আপনি সরাসরি আকাশ ডিটিএইচ এর ওয়েব সাইট থেকে অর্ডার করতে পারবেন। তাছাড়া আপনি আপনার নিকটস্থ ডিলারের কাছ থেকে সহজেই আকাশ ডিটিএইচ এর গ্রাহক হতে পারবেন।
আকাশ ডিটিএইচ এর ওয়েব সাইটঃ www.akashdth.com
ওয়েব সাইট থেকে অর্ডার করতেঃ আকাশ ডিটিএইচ কিনুন
download.png
কেমন দাম হতে পারেঃ
শুরুতে আকাশ DTH এর দাম ছিল ৬৪৯৯ টাকা ফুল সেটাপ সাথে ১ মাসের ফ্রী সাবস্ক্রিপশন।
পরে আরো বিভিন্ন প্যাকেজ নিয়ে এসেছে।প্যাকেজ গুলো আকাশ ডিটিএইচ এর ওয়েব সাইটে পেয়ে যাবেন।তবে সম্প্রতি আকাশ দাম কমিয়ে ৫৪৯৯ টাকা করেছে ফুল সেটাপ সাথে ৭দিনের ফ্রী সাবস্ক্রিপশন।
কমদামে কিনতে চাইলে বিভিন্ন অনলাইন শপ গুলোর দিকে নজর রাখতে পারেন অনেক সময় বিভিন্ন ধরনের অফার পেতে পারেন।
এছাড়া আপনারা চাইলে শুধু সেটটপ বক্স ও নিতে পারেন যার দাম বর্তমানে ৩৭৯৯ টাকা
আপনারা চাইলে মাসিক কিস্তির মাধ্যমেও আকাশ নিতে পারেন।
শুধু সেট টপ বক্স প্রয়োজন হবে তাদের যাদের আগে রিয়েল ভিউ ব্যবহারকারী ছিলেন তাদের কারন আগের রিয়েলভিউ এর ডিস এন্টানা এলএনবি দিয়ে আকাশের নতুন সেট টপ বক্স দিয়েই কাকেশন করতে পারবেন।
মাসিক বিল কেমনঃ
আকাশ ডিটিএইচের এখন মাসিক বিল ৩৯৯ টাকা পরবর্তীতে হয়তো আরো বিভিন্ন ধরনের প্যাকেজ আনার কারনে হয়তো মাসিক বিল কমতে পারে।
যদিও মাসিক বিল বেশি তবুও বলবো আপনি টাকা অনুযায়ী ভালো সার্ভিস পাবেন।

এখন আকাশ লাইটের মাধ্যমে আপনারা অনেক কম মূল্য টিভি দেখতে পারবেন
আকাশ-ডিটিএইচ-DTH-মূল্য-v.jpg
আকাশ ও রিয়েল ভিউঃ

আকাশের আগের সেট টপ বক্সের নাম ছিলো রিয়েল ভিউ ।পরে এটা বন্ধ হয়ে যায় তারপর বেক্সিমকো কোম্পানি আবার নিয়ে আসে রিয়েল ভিউ এর মতোই নাম পাল্টে আকাশ ডিটিএইট।
রিয়েল ভিউ এর মাসিক চার্জ ছিলো ৩০০ টাকা আর আকাশের মাসিক চার্জ ৩৯৯ টাকা।
রিয়েলভিউ এর সেট টপ বক্স ছিলো একেবারের নিম্নমানের কিন্তু আকাশের সেট টপ বক্স সুন্দর সেট টপ বক্স।রিয়েল ভিউ এর সেট টপ বক্স প্রায়ই হাং করতো কিন্তু আকাশের সেট টপ বক্স কোনো সময় হ্যাং করেনা ।
রিয়েল ভিউতে টিভি দেখার সময় হালকা বৃষ্টিপাতেও মাঝে মাঝে সিগনাল সমস্যা হতো কিন্তু আকাশে কোনো সিগনাল সমস্যার সম্মক্ষিন হতে হয় না।
রিয়েল ভিউ এ অনেক সময় টিভি দেখলে সেট টপ বক্স গরম হয়ে যেতো কিন্তু আকাশে তেমন কোনো সমস্যা হয়না বললেই চলে।
রিয়েল ভিউ ছিলো বিদেশি স্যাটেলাইটের সংযোগ কিন্তু আকাশ হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট দ্বারা পরিচালিত।
ছোট বাচ্ছাদের জন্যঃ
ছোট বাচ্ছাদের জন্য রয়েছে আকর্ষনীয় কিছু চ্যানেল আর আপনার বাচ্ছার সেফটির জন্য আপনি পাবেন চাইল্ড লক মেনু যা দিয়ে আপনার বাচ্ছাকে অনাকাঙ্খিত চ্যানেল থেকে আসক্ত কমাতে পারবেন। ছাইলে আপনি কিছু চ্যানেলে আপনি লক পাচওয়াড দিয়ে রাখতে পারবেন।
অটো রেকর্ডিংঃ
আপনার পছন্দের টিভি প্রোগ্রাম আপনি চাইলে আপনি রেকর্ড করে রাখতে পারবেন।তাছাড়া আপনি যদি মেনে করেন যখন অনুষ্ঠান হবে তখন একা একাই রেকোর্ড হয়ে থাকবে পরে আপনি দেখবেন তাও করতে পারবেন শুধু আপনি আপনার চ্যানেলটি সিলেক্ট করে টাইম দিয়ে রাখেবেন তাতেই হবে।
পেমেন্ট কিভাবে করবেনঃ
আপনি খুব সহজেই আকাশে পেমেন্ট করতে পারবেন এখন বাংলাদেশের প্রতিটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং মেনুয়ালি যোগ করা হয়েছে আকাশ ডিটিএইচ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95787.87
ETH 2804.41
SBD 0.67