Review for Sonali Paribahan(Madaripur to Dhaka)

in CoPi3 years ago
ঈদ যাত্রা সবার জন্য আনন্দদায়ক যদি সেটা নির্বিঘ্ন, নিরাপদ এবং স্বস্তিদায়ক হয়। কিন্তু আমাদের দেশে ঈদ যাত্রা কখনই নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক হয় না কিন্ত নিরাপদ বলা চলে। যাই হোক আজ অনেকদিন পর খাগদি থেকে ঢাকার উদ্দেশ্য সোলালী পরিবহনে উঠলাম। এই রাস্তায় খুব একটা যাতায়াত করা হয় না, তাই এই রুটের যে পরিবহণগুলি আছে, এগুলির সম্পর্কে অতটা পরিষ্কার ধারনা নাই। সোনালি পরিবহন ঢাকা- মাদারীপুর রুটের অনেক পুরনো একটি যাত্রী পরিবহন। এই রুটে তিনটা পরিবহন নিয়মিত মাদারীপুর থেকে ঢাক যাতায়াত করে।সোনালি পরিবহণ তাদের মধ্যে একটি। এটি ৪২ সিটের একটি গাড়ি। সিটগুলি মোটামুটি বড়,দুইসাইটেই ডাবল সিট। আরামসে দুইজন বসা যায়। গাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন আছে, সিটগুলি ও মোটামুটি পরিষ্কার। ড্রাইভার ও অভিজ্ঞ মনে হলো। কারণ তাই গাড়ি চালানোয় একটা ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা ছিল। কখনো বেশী স্পীড বা কখনো কম স্পীড এই রকম ছিল না। নির্ধারিত স্টপেজ ছাড়া কোথাও গাড়ি থামায় নি। গাড়ির স্টাফদের ব্যবহার ও মোটামুটি ভালই ছিল।

IMG_20220715_161621_255.jpg

Overall Rating
★ ★ ★ ★ (3.75/5)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
Service: ★★★★ (4/5)
Quality of car: ★★★ (3.5/5)

সবকিছু ঠিক থাকলেও এই পরিবহনে নির্ধারিত করা থাকলে ও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
অতিরিক্ত যাত্রী অথবা দাঁড়িয়ে যাত্রী নেওয়া হয় যা একটি সুন্দর যাত্রার অপমৃত ঘটায়।

IMG_20220715_170901_761.jpg

সর্বোপরি বলা যায় যে সোনালি পরিবহন মোটামুটি মানের একটি যাত্রী পরিবহন। নির্বিঘ্নে যাত্রী সেবার জন্য এই পরিবহনের সার্ভিস সেবা আরো উন্নত করা উচিত।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 91248.01
ETH 2481.77
USDT 1.00
SBD 0.68