"Logitech H340 USB" হেডফোন সম্পর্কে Review:

in CoPi3 years ago (edited)

Logitech H340 USB computer Headphone:

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের কাছে কম্পিউটার এর প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ । কম্পিউটারের ইনপুট অংশগুলি আমরা দেখতে না পারলে ও আউটপুট যে কয়টি অংশ আছে তা আমরা সকলেই দেখতে সব সময় পাই । যেমনঃ ১. ডিসপ্লে বা মনিটর ২. কি বোর্ড ৩. মাউস এছাড়া আমরা আমাদের কম্পিউটারের সার্ভিসগুলো প্রোপারলি পাওয়ার জন্য অতিরিক্ত কিছু জিনিস ব্যবহার করি, জিনিসগুলো হচ্ছে- ১. কম্পিউটার হেডফোন ২. পেনড্রাইভ ৩.স্পীকার ৪. সিডি ডিস্ক ৫. মাউস প্যাড ইত্যাদি এইগুলা কম্পিউটারের জন্য অত্যাবশ্যকীয় নয়, কিন্ত আমাদের বাড়তি সুবিধার জন্য আমরা ব্যবহার করে থাকি।

image source

এই অতিরিক্ত ব্যবহিত জিনিসগুলির মধ্যে অন্যতম একটি হলো- কম্পিউটার হেডফোন, আমরা অনেকেই অনেক ধরনের হেডফোন ব্যবহার করে থাকি। আমি আমার কম্পিউটারে শুরু থেকেই Logitech H340 ইউ এস বি হেডফোনটি ব্যবহার করছি।
এই হেডফোনটি ব্যবহারের সুবিধা হচ্ছে-
১. এটির মাধ্যমে কম্পিউটার থেকে যে শব্দ আমাদের কানে আসে সেটা স্পষ্ট এবং কোন রকম বাধা ছাড়াই আসে।
২. এটির ক্যাবল লম্বা হওয়ায় আমরা নিদিষ্ট স্থান ছাড়া ও দুরুত্বে কাজ করা যায়।
এর মূল বৈশিষ্ট্য:
১. মডেল: Logitech H340
২. তারের দৈর্ঘ্য: ৫.৯০ ফুট
৩. ফ্রিকোয়েন্সি: 20Hz - 20kHz
৪. দামঃ ৩৫০০/-
৫.স্থানঃ বাংলাদেশের যে কোন ভালো কম্পিটারের দোকানে পাওয়া যায়।


image source

ইহার বর্ণনাঃ
১. Logitech H340 Stereo ইউ এস বি মাইক্রোফোন সহ হেডসেট
২. স্টেরিও শব্দ
৩. ইন্টারনেট কলের জন্য আদর্শ
৪. ঘূর্ণায়মান, সামঞ্জস্যযোগ্য বুম
৫. Mac® বা PC এর জন্য ইউএসবি সংযোগ
৬. সামঞ্জস্যযোগ্য, লাইটওয়েট হেডব্যান্ড
৭. শব্দ-ছাড়া মাইক্রোফোন মাইক্রোফোন
৮. ২ বছরের ওয়ারেন্টি

image source

উল্লেখিত হেডফোনটি ব্যবহার করে আমার মনে হচ্ছে বাজারের অন্যান্য হেডফোনের তুলনায় এটি ব্যবহার অনেক সুবিধা এবং আরামদায়ক।

আমার রেটিংঃ

সার্ভিস : (৪/৫)
সাউন্ড : (৪/৫)
দাম : (৩/৫)
সর্বোপরি আমার বিশ্লেষণমূলক মতামত: (৪/৫)
Sort:  

My Rating Also: ★ ★ ★ ★ (4/5)

 3 years ago 

nice post

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 95670.34
ETH 2679.38
SBD 0.69