হাইভ নিয়ে যত প্রশ্ন

in BDCommunity5 years ago

image.png

হাইভ কি?

হাইভ হচ্ছে স্টিম ব্লকচেনের মত সেইম ব্লকচেইন যেখানে স্টিমে যা যা করা যেত সব ই করা যাবে। মূলত স্টিম ব্লকচেইনের কোডের মূল বিষয় বস্তু ঠিক রেখে, ছোট খাট কিছু চেইঞ্জ এর মাধ্যমে এই ব্লকচেইন বানানো হয়েছে।

কেন হাইভ?

সবার মনেই একটা প্রশ্ন জাগতে পারে যে স্টিম ব্লকচেইন থাকতে হাইভ ক্যানো। এই প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যদি আপনি স্টিমের রিসেন্ট চেঞ্জ গুলো সম্পর্কে না জানেন। রিসেন্টলি স্টিমিটের মালিক(নেড) স্টিমিট কে জাস্টিন সানের কাছে বিক্রি করে দেয়। এতে সে নেডের আওতাধীন অনেক বড় অংকের স্টিম পাওয়ার আছে এমন একাউন্টের মালিকানা পেয়ে যায়। কিন্তু ওই স্টিম গুলা মাইন করা স্টিম(স্টিমে প্রথম দিকে মাইন করা যেত)। তো যখন এগুলা নেডের কাছে ছিল তখন স্টিম কমিউনিটি ওতো টা চিন্তিত ছিল না কিন্তু জাস্টিন এর কাছে যাওয়ার পর সবাই চিন্তায় পরে যায় কারণ সে ট্রন এর ফাউন্ডার এবং সবাই চিন্তিত ছিল সে স্টিম কে ট্রন এর সাথে একত্র করে ফেলে কিনা(স্টিম কমিউনিটি ট্রনকে একেবারেই দেখতে পারে না)। এছাড়াও সে স্টিম গভার্নিং সিস্টেমে বিভিন্ন হেরফের করে। এই হেরফেরের কারণে স্টিম কমিউনিটি চিন্তা করল যে যেহেতু সে গভার্নিং সিস্টেমে হেরফের করছে সো আমরা আর স্টিমে থাকব না। কারণ স্টিম ব্লকচেইনে তার অনেক স্টিম পাওয়ার আছে যা দিয়ে সহজেই সে স্টিম ব্লকচেনের সব নিয়ন্ত্রণ করতে পারবে যা ডিসেন্ট্রালাইজ কমিউনিটি কখনোই চায় না, তারা চায় কমিউনিটি দ্বারা নির্বাচিত লোকজন ব্লকচেইন নিয়ন্ত্রণ করুক। যেহেতু তার অনেক বেশী পাওয়াত থাকার কারণে এই গভার্নিং সিস্টেমে সমস্যা হচ্ছিল, স্টিমের ৯০% মানুষ চিন্তা করল তারা আর স্টিম ব্লকচেইনে থাকবে না, তারা নতুন একটা সেইম রকমের ব্লকচেইন বানাবে যেখানে স্টিম ব্লকচেইনের আগের সব তথ্য,( কাকে কি ট্রান্সফার করছেন, কখন করছেন সব ডাটা) সব একাউন্ট থাকবে। সবাইকে তাদের স্টিম ব্লকচেইনে থাকা ব্যালেন্স এর সমপরিমাণ টোকেন ওই ব্লকচেইনে ও দেয়া হবে। কিন্তু জাস্টিন এর একাউন্ট এবং তাকে যারা সাপোর্ট করছে তাদের দেয়া হবে না।
এবং সবাই স্টিম ছেড়ে হাইভ এ চলে আসবে, তাহলে স্টিম নিজে থেকেই শেষ হয়ে যাবে, না থাকবে ইউজার না থাকবে ব্লকচেইন।

হাইভ এর সাথে স্টিমের কি পার্থক্য আছে?

হাইভের সাথে স্টিমের মৌলিক কোন পার্থক্য নেই, যে পার্থক্য সে গুলা হল শুধু মাত্র নামের, যেমন-

স্টিম টোকেন এর বদলে এখানে থাকবে হাইভ টোকেন, স্টিম পাওয়ারের পরিবর্তে হাইভপাওয়ার এবং এসবিডি এর পরিবর্তে এইচবিডি, এরকম ছোট খাট কিছু চেইঞ্জ ।

এসএমটি এর কি হবে?

আমরা জানতাম যে স্টিমে এসএমটি আসবে, তাহলে এখন কি হবে? স্টিমিট এ যারা চাকরী করত তারা সবাই চাকরী ছেড়ে দিছি এবং হাইভ এ জয়েন করছে, যেহেতু তাদের এখন কোন ডেভেলপার নেই তাই স্টিমে এসএমটি এর সম্ভাবনা নেই বরং যেহেতু হাইভে সব ডেভেলপার সো এসএমটি হাইভে আসবে।

টোকেন কিভাবে পাব এবং কিভাবে লগিন করব হাইভে?

যাদের স্টিমে একাউন্ট ছিল এবং হাইভ ব্লকচেইন স্টার্ট হওয়ার আগে যাদের ব্যালেন্সে স্টিম এবং এসবিডি ছিল তারা সমপরিমাণ হাইভ পেয়ে যাবেন এবং লগিন করার জন্য আপনি আপনার স্টিমের সেই কি(পাসওয়ার্ড) ব্যবহার করবেন।

হাইভের সাথে স্টিমের ট্রান্সজেকশনের কোন সম্পর্ক আছে?

না স্টিমের সাথে হাইভের কোন সম্পর্ক নেই এখন। আপনার আগের স্টিমে করা পোস্ট বা যে কোন ডাটা আপনি হাইভেও দেখতে পাবেন, কিন্তু হাইভ লঞ্চ হওয়ার পর আপনি যদি হাইভে পোস্ট বা ট্রান্সজেকশন করেন সেটা আপনি স্টিমে দেখতে পারবেন না এবং স্টিমের টা হাইভে দেখতে পারবেন না কারণ দুইটা আলাদা ব্লকচেইন এবং এর ডাটাবেজ আলাদা।

স্টিম মন্সটারস এবং স্টিম ইঞ্জিন এর কি হবে?

এগুলা আপাতত স্টিম ব্লকচেইনেই আছে, কিন্তু এদের মালিকরা হাইভ সাপোর্ট করে, তারা হাইভ একটু স্ট্যাবল হলে ধীরে ধীরে হাইভে মুভ করবে, কিন্তু আপাতত তারা স্টিম ব্লকচেইনে তাদের কাজ করবে, ভবিষ্যৎ আপডেটের জন্য তাদের ডিস্কর্ড সার্ভার জয়েন করতে পারেন।

আমি এখানে হাইভ রিলেটেড মোটামুটি কিছু কমন প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি, এই পোস্ট আমি হাইভ এবং স্টিম দুই যায়গায় করব যাতে যারা এখনো হাইভ সম্পর্কে জানে না তারাও জানতে পারে

যদি আরও কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, ধন্যবাদ

Sort:  

You post has been manually curated by BDvoter Team! To know more about us please visit our website or join our Discord.

Are you a Splinterlands player? If Yes, then checkout MonsterMarket.io. Get instant 3% cashback on every card purchase, and 2% cashback on every booster pack purchase on MonsterMarket.io. MonsterMarket has the highest revenue sharing in the space - 60% for cards and 40% for packs, no minimum spending is required. Join MonsterMarket Discord.

BDvoter Team

Hi @sourovafrin!
You explained it very well and answered those basic questions. Thank you for sharing this!

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23