Betterlife /The Diary game /16/01/2025.Enjoyed a beautiful day.

in Traveling Steem26 days ago

The Dairy Game

I am @kuhinoor From Bangladesh.

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ফলপ্রসূ ডায়েরি।

20250116_105151.jpg

প্রতিদিনের মতো আমি সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই। আজকে বাসায় কাজের চাপ একটু বেশি, তাই নাস্তা খেতে অনেক সময় লেগে যায়। তারপর সকালবেলা নাস্তা খাই। আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হই।
আজকে স্কুলে যেতে আমার খুব দেরি হয়ে গেছে। বাসায় নয়টা ৪৫ মিনিট সময় ওভার করে ফেলেছি। তারপর প্রধান শিক্ষককে কল দিয়ে অনুমতি নেওয়া হয়। অটো ড্রাইভারকে কল দেয়া হয় বাড়ির সামনে এসে থামলে আমি স্কুলে চলে যাই

বিদ্যালয়ে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং চা খাই।

20250116_121059.jpg

পরে বিদ্যালয় শিক্ষার্থীদের জাতীয় সংগীত শেখানোর কাজে অংশগ্রহণ করি। চতুর্থ এবং পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে জাতীয় সংগীত গান শেখানো হয়।

তারপরে বিদ্যালয় আজকে পরিদর্শনে আসেন এটিও স্যার। তারপর তাৎক্ষণিক মিটিং ডাকা হয়, আমরা সবাই মিটিংয়ে অংশগ্রহণ করি।

20250116_170315.jpg

স্কুল ছুটির সময় বাসায় ফেরার পথে ডিম এবং কাঁচা মরিচ ক্রয় করে নিয়ে আসলাম। আজকে ফুচকা তৈরি করা হবে। মাঝে মাঝে বাসায় ফুচকা তৈরি করা হয়। তাই সকাল বেলা ফুচকা তৈরি করার জন্য ডাল সকাল বেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম স্কুলে।

20250116_171330.jpg

বিদ্যালয় থেকে এসে ফ্রেশ হয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম । তারপর আমি বিকালবেলা নাস্তা করিটা যে ব্যস্ত হয়ে গেলাম। ফুচকা গুলো আমি সুন্দর করে গরম ফেলেছে কি নিলাম। ফুচকা তৈরি করার জন্য সব ধরনের উপকরণ প্রস্তুত করি। তাতে আমার সন্ধ্যা ৬:৩০ টা বেজে যায়।

তারপর তোমার সবার সাথে পরিবেশন। খুব মজা হয়েছে একটু থাকাটা ।
এমনি করে আমার সারাদিনের কার্যক্রমে সমাপ্ত ঘটলো।

20250116_174208.jpg

সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আল্লাহ হাফেজ।

Sort:  
 26 days ago 

Hello traveler! 👋🏼 @kuhinoor

Thanks for sharing your post in the TS Community. Here are the feedback and evaluation results:


AI/Plagiarism free☑️
Steemexclusive☑️
Club5050☑️
Free bots☑️
Voting CSI > 5☑️
Score9/10

~ Join the Discord server + Telegram group and have a happy day.👍🏼



Curated by @dove11

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.033
BTC 97695.63
ETH 2725.38
SBD 0.43