ফটোগ্রাফি | ফলমূল | মৌসুমি ফলের রাজধানী কাওরানবাজার | ১০% @btm-school

20220412_100439~2.jpg
ছবিঃ স্তুপ করে রাখা মজাদার বাঙ্গি।

ঢাকা শহরে যেকয়টা বড় পাইকারি বাজার রয়েছে তারমধ্য অন্যতম প্রধান হলো কাওরানবাজার। কাওরানবাজারে পাওয়া যায়না এমন কোন জিনিস নাই। মাছ-মাংস, শাক-সবজি, ফল-ফলাদি, মুদি মালামাল, কাপড়-চোপড়, ইলেক্ট্রনিক্স আইটেম, হার্ডওয়্যার আইটেমসহ এমন কোন মাল নাই যা আপনি সেখানে পাবেন না। আজ আমরা ছবির মাধ্যমে কাওরানবাজারের ফলের মার্কেট ঘুরে আসবো।

20220418_110702~2.jpg
ছবিঃ এটা এক ধরনের তরমুজ।

20220424_101320~2.jpg
ছবিঃ বিভিন্ন সাইজের বাঙ্গি।

কাওরানবাজারে বেশ অনেকগুলো বড় বড় ফলের আড়ত রয়েছে। সেখানে প্রতিনিয়ত সারা দেশ থেকে এমনকি বিদেশ থেকেও নানা ধরনের ফলমূল আসতে থাকে। আড়তগুলোতে সর্বদা মৌসুমি ফলের আধিক্য দেখা যায়। অর্থাৎ যেই সিজনে যেই ফল বেশি ফলে সেটা এখানে বেশি পরিমাণে দেখা যায়। যেমন গরম কালে তরমুজ, বাঙ্গী, আম, জাম, কাঁঠাল, লিচু, তাল, ডাব ইত্যাদি। শীতকালেও সেসময়ের যাবতীয় ফল-পাকুড় এখানে পাওয়া যায়। এসব আড়ত থেকে পাইকাররা কিনে নিয়ে পুরো ঢাকা শহরে পৌঁছে দেয়।

SmartSelect_20220910_123953_Photos.jpg
ছবিঃ মিষ্টি ও রসালো কালো তরমুজ।

20220418_163041~2.jpg
ছবিঃ রসালো পেঁপে।

20220413_103508~2.jpg
ছবিঃ লম্বা সাইজের বাঙ্গি।

20220412_100433_001~2.jpg
ছবিঃ বিক্রির জন্য রাখা ডাব।

20220412_100519~2.jpg
ছবিঃ রসালো সব আনারস।

20220519_152124~2.jpg
ছবিঃ গাছের কাঁচা তাল।

SmartSelect_20220910_124138_Photos.jpg
ছবিঃ সাজিয়ে রাখা সাধারণ তরমুজ।

20211014_172444~2.jpg
ছবিঃ খুবই মজাদার ফল কদবেল।

সারা দেশ থেকে সব ধরনের ফলমূল ঢাকায় আসে বলে সারাবছরই আমরা ঢাকায় বসে সব ধরনের ফল কিনতে পারি কিন্তু গ্রামে সেটা হয়না, সিজন শেষ হয়ে গেলে সেই ফল আর কোথাও পাওয়া যায়না।

আশাকরি পোস্টটি সবার ভালো লেগেছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাই জন্য শুভ কামনা।
অনেক ধন্যবাদ।

Sort:  

Getting juicy and fruity! 🍍🍉👏🧃

Many many thanks!

এইখানে আনারস আর বাঙ্গি ছাড়া সব পছন্দের ফল

আমার সব ফলই পছন্দের!

 2 years ago 

রাতে যখন অফিসে যেতাম তখন দেখতাম এই গুলো। কত যে নষ্ট হত পরে থাকত কিন্তু অনেক খেতে পারে না টাকার অভাবে।নষ্ট গুলো দেখে খারাপ লাগত

হুম, কাওরান বাজারে এখনো সেই চিত্রই বিদ্যমান।

 2 years ago 

হাঁ ভাইয়া নামকরা বাজার বলে কথা

😁😁👍

 2 years ago 

সকল ফলই উপকারী। আমাদের উচিত মৌসুমি ফলগুলো খাওয়া।

হ্যাঁ, সুযোগ এবং সাধ্য থাকলে সব বয়সী মানুষেরই এসব দেশী ফলমূল নিয়মিত খাওয়া উচিত।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96498.98
ETH 3442.26
SBD 1.54