ফটোগ্রাফি | ফলমূল | মৌসুমি ফলের রাজধানী কাওরানবাজার | ১০% @btm-school
ছবিঃ স্তুপ করে রাখা মজাদার বাঙ্গি।
ঢাকা শহরে যেকয়টা বড় পাইকারি বাজার রয়েছে তারমধ্য অন্যতম প্রধান হলো কাওরানবাজার। কাওরানবাজারে পাওয়া যায়না এমন কোন জিনিস নাই। মাছ-মাংস, শাক-সবজি, ফল-ফলাদি, মুদি মালামাল, কাপড়-চোপড়, ইলেক্ট্রনিক্স আইটেম, হার্ডওয়্যার আইটেমসহ এমন কোন মাল নাই যা আপনি সেখানে পাবেন না। আজ আমরা ছবির মাধ্যমে কাওরানবাজারের ফলের মার্কেট ঘুরে আসবো।
ছবিঃ এটা এক ধরনের তরমুজ।
ছবিঃ বিভিন্ন সাইজের বাঙ্গি।
কাওরানবাজারে বেশ অনেকগুলো বড় বড় ফলের আড়ত রয়েছে। সেখানে প্রতিনিয়ত সারা দেশ থেকে এমনকি বিদেশ থেকেও নানা ধরনের ফলমূল আসতে থাকে। আড়তগুলোতে সর্বদা মৌসুমি ফলের আধিক্য দেখা যায়। অর্থাৎ যেই সিজনে যেই ফল বেশি ফলে সেটা এখানে বেশি পরিমাণে দেখা যায়। যেমন গরম কালে তরমুজ, বাঙ্গী, আম, জাম, কাঁঠাল, লিচু, তাল, ডাব ইত্যাদি। শীতকালেও সেসময়ের যাবতীয় ফল-পাকুড় এখানে পাওয়া যায়। এসব আড়ত থেকে পাইকাররা কিনে নিয়ে পুরো ঢাকা শহরে পৌঁছে দেয়।
ছবিঃ মিষ্টি ও রসালো কালো তরমুজ।
ছবিঃ রসালো পেঁপে।
ছবিঃ লম্বা সাইজের বাঙ্গি।
ছবিঃ বিক্রির জন্য রাখা ডাব।
ছবিঃ রসালো সব আনারস।
ছবিঃ গাছের কাঁচা তাল।
ছবিঃ সাজিয়ে রাখা সাধারণ তরমুজ।
ছবিঃ খুবই মজাদার ফল কদবেল।
সারা দেশ থেকে সব ধরনের ফলমূল ঢাকায় আসে বলে সারাবছরই আমরা ঢাকায় বসে সব ধরনের ফল কিনতে পারি কিন্তু গ্রামে সেটা হয়না, সিজন শেষ হয়ে গেলে সেই ফল আর কোথাও পাওয়া যায়না।
আশাকরি পোস্টটি সবার ভালো লেগেছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাই জন্য শুভ কামনা।
অনেক ধন্যবাদ।
Getting juicy and fruity! 🍍🍉👏🧃
Many many thanks!
এইখানে আনারস আর বাঙ্গি ছাড়া সব পছন্দের ফল
আমার সব ফলই পছন্দের!
রাতে যখন অফিসে যেতাম তখন দেখতাম এই গুলো। কত যে নষ্ট হত পরে থাকত কিন্তু অনেক খেতে পারে না টাকার অভাবে।নষ্ট গুলো দেখে খারাপ লাগত
হুম, কাওরান বাজারে এখনো সেই চিত্রই বিদ্যমান।
হাঁ ভাইয়া নামকরা বাজার বলে কথা
😁😁👍
সকল ফলই উপকারী। আমাদের উচিত মৌসুমি ফলগুলো খাওয়া।
হ্যাঁ, সুযোগ এবং সাধ্য থাকলে সব বয়সী মানুষেরই এসব দেশী ফলমূল নিয়মিত খাওয়া উচিত।