বাংলায় তারার মেলা

in বাংলায় তারার মেলা2 years ago (edited)

যেমন: গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী নামক হিমবাহ এবং ব্রহ্মপুত্র নদের উৎস মানস সরোবর। বাংলাদেশের নদীমালা এর গর্ব। এখানে প্রায় ৭০০টি নদী-উপনদী সমন্বয়ে বিশ্বের অন্যতম বৃহৎ নদীব্যবস্থা গড়ে ওঠেছে। বাংলাদেশের নদ-নদীর মোট দৈর্ঘ্য প্রায় ২৪,১৪০ কি.মি.। এসব নদীতে মাছ ধরা দেখতেও অনেক ভালো লাগে, এবং বাংলাদেশে অনেক মানুষ ছোট ছোট পাহাড়ি ছড়া, আঁকাবাঁকা মৌসুমি খাড়ি, কর্দমপূর্ণ খালবিল, যথার্থ দৃষ্টিনন্দন নদ-নদী ও এদের উপনদী এবং শাখানদী সমন্বয়ে বাংলাদেশের বিশাল নদীব্যবস্থা গড়ে উঠেছে এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কিছু কিছু স্থানে যেমন, পটুয়াখালী, বরিশাল এবং সুন্দরবন অঞ্চলে নদীনালা এতো বেশি যে সে অঞ্চলে প্রকৃতই নদীজালিকার সৃষ্টি হয়েছে, সেখানে জেলেও অনেক বেশি। বাংলাদেশের নদীনালাগুলো স্বাভাবিকভাবেই দেশের সর্বত্র সমভাবে বণ্টিত নয়। দেশের উত্তরভাগের উত্তর-পশ্চিম দিক থেকে ক্রমান্বয়ে দক্ষিণভাগের দক্ষিণ-পূর্ব অঞ্চলে নদ-নদীর সংখ্যা এবং আকার দুইই বৃদ্ধি পেতে থাকে।

নদীব্যবস্থার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের নদীমালাকে চারটি প্রধান নদীব্যবস্থা বা নদী প্রণালীতে বিভক্ত করা যেতে পারে: ১) ব্রহ্মপুত্র-যমুনা নদী প্রণালী ২) গঙ্গা-পদ্মা নদী প্রণালী ৩) সুরমা-মেঘনা নদী প্রণালী এবং ৪) চট্টগ্রাম অঞ্চলের নদ-নদীসমূহ। বাংলাদেশের নদীমালার মধ্যে দৈর্ঘ্যের দিক থেকে ব্রহ্মপুত্র নদ বিশ্বের ২২তম (২,৮৫০ কি.মি.) এবং গঙ্গা নদী ৩০তম (২,৫১০ কি.মি.) স্থানের অধিকারী। ব্যাক্তিগত ভাবে নদী আমি খুবই পছন্দ করি। তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন সবাই।

Sort:  
 2 years ago 

অসাধারণ লিখেছেন ভাই 💝💝

 2 years ago 

ধন্যবাদ ভাই জান

 2 years ago 

এক কোথায় অসাধারণ।
"মুখে তে মধুর মিষ্টি বুলি" এই ৪ লাইন একদম সেরা সেরা মামা।
এত ভালো হয়েছে কবিতাটি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।

 2 years ago 

"মুখে তে মধুর মিষ্টি বুলি" এই ৪ লাইন আমারও খুব ভালো লাগে ভাগনে। আসলে কবিতাটি আমাকেই মুগ্ধ করে রাখে সারাক্ষণ।

সমাজের একেবারে বাস্তব চিত্র তুলে ধরেছেন আপনার সুন্দর এই কবিতার মাধ্যমে। আমাদের চারিপাশে এমন কপট চরিত্রের মানুষের সংখ্যাই বেশি।

আমরা সবাই এমন দ্বিমুখী চরিত্রের মানুষের ছোবল থেকে বেঁচে থাকি সেই কামনা করি।

 2 years ago 

জ্বি ভাই আসলে এটা আমার চরম অভিজ্ঞতা থেকেই পেয়েছি। সমাজের কোথাও কারো সাথে মেশার কোনো অবকাশ নেই। শুধু ঠকি আর ঠকি। আল্লাহ আমাদের এসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।

আমিন।

মুখে তে মধুর মিষ্টি বুলি
অন্তরে আছে বিষ
বুকের মাঝে টেনে নিয়ে যেন কাঁদায় অহর্নিশ ...... এই ৪টি লাইন দারুন হয়েছে সমাজের চিরন্তন সত্য এবং বাস্তব চিত্র তুলে ধরেছেন।

 2 years ago 

মুখে তে মধুর মিষ্টি বুলি
অন্তরে আছে বিষ
এই লাইন গুলো আমার কাছেও খুবই প্রিয়। আসলে এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকেই লেখা।

অসাধারণ কবিতা লিখেন আপনি ভাই, আমাদের এমন কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

তৌফিক ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

ভাইজান আপনাকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য

সত্যি মনোমুগ্ধকর একটি কবিতা, রুচিসম্মত লেখনী।

 2 years ago 

ধন্যবাদ মুক্তি ভাই। আপনারা আমাদের কমিউনিটির প্রাণ। আপনারা এগিয়ে গেলেই কেবল আমরা সবাই লাভবান হবো। আপনাদের ধারালো লেখনী দিয়েই ভরিয়ে তুলুন আমাদের তারার মেলা।

কবিতা পড়ে সত্যিই খুব মজা পেলাম ভাইজান,, আরো লিখবেন আমাদের জন্য।

 2 years ago 

ভাই প্রতিটি কবিতা অনেক শ্রুতিমধুর হয়। মাশাল্লাহ। এগিয়ে যান।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58559.96
ETH 3156.41
USDT 1.00
SBD 2.44