বাংলায় তারার মেলা

in বাংলায় তারার মেলা2 years ago (edited)

বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহযোগীতায় রাজধানী ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে (কেআইবি কমপ্লেক্সের পাশে এবং ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের অপোজিটে) গত কয়েকবছর ধরে জাতীয় সবজি মেলা ও প্রদর্শনীর আয়োজন হয়ে আসছে।

IMG_20180115_123411.jpg

IMG_20180115_123911.jpg

মেলাটি সাধারণত শীতের শেষে তথা জানুয়ারী মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হয়ে থাকে। মেলায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারী-বেসরকারী নানা সংস্থা অংশ নিয়ে থাকেন। তাদের স্টলে বিভিন্ন কৃষি পণ্য ও সবজির প্রদর্শনী থাকে।

IMG_20180115_123523.jpg

IMG_20180115_123213.jpg

সেখানে বিভিন্ন ধরণের সবজির চারা, গাছ ও পরিপক্ক সবজির দেখা মেলে। বিভিন্ন রং-বেরংয়ের শাক-সবজি দিয়ে সাজানো থাকে পুরো চত্বর। সবজি দিয়ে বানানো একটা উচু টাওয়ার থাকে যেখানে বিভিন্ন সবজি স্থান পায়। এই মেলায় প্রচুর ভিড় জমে নানা বয়সী মানুষের। বিশেষ করে ইয়াং জেনারেশন ও শিশুদের সমাগম চোখে পড়ে।

IMG_20180115_123657.jpg

IMG_20180115_124434.jpg

এ প্রজন্মের শিশুরা অনেকেই এসব দেশী শাক-সবজি সম্পর্কে তেমন কিছুই জানেনা। কোন সবজি কিভাবে জন্মে, কোন সবজির গাছ দেখতে কেমন, এমনকি কোন সবজি কেমন সেসব বিষয়ে হাতে-কলমে মেলায় এসে জানতে পারে।

IMG_20180115_124804.jpg

চলবে... বাকি অংশ আগামী পর্বে জানতে পারবেন।
সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
সবাইকে অনেক ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

খুব সুন্দর লিখেছেন মামা।
কবিতাটি বাস্তবের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে।

 2 years ago 

অসাধারণ লিখেছেন ভাইজান

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ। তবে এখন থেকে কমেন্টস এ একটু বেশি করে লিখবেন। কোন লাইন বা কোন কথাটা আপনার বেশি ভাল লেগেছে একটু উল্লেখ করবেন। আবারও ধন্যবাদ।

খুবই চমৎকার হয়েছে কবিতাটি!
আসলে আপনার হাতে যাদু আছে ভাই।
আপনি যেটাই লিখেন সেটাই সুন্দর হয়।
এমন আরও সুন্দর সুন্দর লেখার অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

"এমন আরও সুন্দর সুন্দর লেখার অপেক্ষায় থাকলাম"দোয়া করেন আল্লাহ যেন আমার নেক হায়াত দেন আর আমি যেন আপনাদের মনের আশা পূরণ করতে পারি।

ইনশাআল্লাহ ভাইজান।

এই জন্য লালন বলেছেন- জাতের বড়াই করো নাকো , জাতে কি হয় জাতের মাঝে পাবে নাকো মানুষের পরিচয়।
ভাইয়া আপনার কবিতা বরাবরই বাস্তবধর্মী এবং অসাধারন।

 2 years ago 

কি বলব এত সুন্দর ভাবে লিখেছেন প্রতিটি লাইন। মনে লেগে গেছে খু্ব। ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58559.96
ETH 3156.41
USDT 1.00
SBD 2.44