বাংলায় তারার মেলা গল্প

in বাংলায় তারার মেলা2 years ago (edited)

বাংলাদেশ নদী মাতৃক দেশ। নদী মাতা যার, সেই নদী মাতৃক। নদী ইংরেজিতে (River) নদী যে অঞ্চলে উৎপত্তি লাভ করে তাকে নদীর উৎস এবং যে স্থানে সমুদ্রে বা হ্রদে মিলিত হয় সেই স্থানকে মোহনা বলে, আমারা সবাই জানি। নদীর চলার পথে কখনও কখনও ছোট ছোট অন্যান্য নদী বা জলধারা এসে মিলিত হয়ে প্রবাহ দান করে- এগুলো উপনদী নামে পরিচিত, যেমন আত্রাই যমুনার উপনদী। একটি নদী এবং এর উপনদীসমূহ একত্রে একটি নদীপ্রণালী বা নদীব্যবস্থা গঠন করে। ভূ-পৃষ্ঠ কখনও পুরোপুরি সমতল নয়। ফলে বর্ষণসৃষ্ট জলধারা ঢালুতম পথে ভূ-পৃষ্ঠের একাধিক ঢাল পরিচ্ছেদনের ফলে সৃষ্ট অবতল-নিচু অংশে প্রবাহিত হওয়ার প্রবণতা প্রদর্শন করে। নদী গঠনের জন্য প্রয়োজন পর্যাপ্ত আয়তন ও গতিবেগসম্পন্ন একাধিক প্রবাহের মিলিত ধারা যা অন্তঃস্থ ভূমি ও শিলাকে ক্ষয় করে খাতের সৃষ্টি করে এগিয়ে যেতে পারে। এটা একটা নদীর ছবি, এই রকম অসংখ্যা নদীর একটি উৎস আধার থাকে যা নদীকে নিয়মিত প্রবাহ যোগান দেয়।

Sort:  

আমাদের ছোটবেলায় গ্রাম-বাংলার যেই চিত্র দেখতে দেখতে আমরা বড় হয়েছি, ঠিক সেই ছবিই ফুটিয়ে তুলেছেন আপনার এই কবিতার মাধ্যমে, খুবই সুন্দর হয়েছে। লেখাটি পড়ে এক মুহুর্তের জন্য ছেলেবেলার স্মৃতিতে ফিরে গিয়েছিলাম।

খুব সুন্দর হয়েছে ভাইয়া

 2 years ago 

আসলেই আমাদের অতীতের সাথে মিলে গেছে ভাইয়া।

 2 years ago 

আমার কাছে আপনার কবিতাগুলো অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 94750.26
ETH 3276.79
USDT 1.00
SBD 3.15