কেন সমাজে এতিম ছেলে ও মেয়েরা অবহেলিত পর্ব ১ । ১০% @btm-school এর জন্যে [19-09-2022]
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন ।
আপনারা সকলেই জানেন যে আমাদের এমন একটা মানুষ ছিলো , যে সৃষ্টি না হলে এই পৃথিবীর কোন কিছু সৃষ্টি হতো না। যিনি সৃষ্টি না হলে আজ আমরা মানব জাতি সৃষ্টি হতাম না।
তিনি হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের প্রিয় নবী এতিম ছিলেন। তিনি জানেন যে এতিমের কত কষ্ট। তিনি জানেন এতিম হলে মা বাবার ভালোবাসা না পাওয়ার কত কষ্ট। যারা এতিম তারা জানে মা-বাবার ভালোবাসা না পেলে কতটা কষ্ট হয়। কতটা মনের ভিতর কাঁদে। আমাদের সমাজে প্রতিটা এতিম অবহেলিত থাকে। আমাদের সমাজে অনেক এতিম আছে, তাদের দেখার কোন মানুষ নাই । আমাদের সমাজে অনেক এতিম আছে তাদের মুখে তিনবেলা খাবার উঠে না। আমাদের সমাজে অনেক এতিম আছে বছরের ভালো দিনগুলোতে ভালো ভালো জামা কাপড় পোশাষ পরিধান করতে পারেনা। এমনকি যে এতিম গুলা আছে, তাদের চাচা আছে , দাদা আছে , ফুফা আছে , মামা আছে , নানা আছে তার পরেও তাদের সব কিছু ঘাটতি থাকে কেন? তারা কি বুঝে না তাদের খুঁটি দুইটা নাই। তারা কি বুঝে না তাদের কি কি প্রয়োজন?
যার মা-বাবা নাই তারাই জানে মা বাবা হারানো কত কষ্ট। সমাজে অনেকে আছে এমন কথা বলে, যার বাবা নেই তার মাথার উপরে কিছু নাই, তাহলে বোঝেন যার মা-বাবা নেই তার মাথার উপরে হোক বাঁ পায়ের নিচে হোক কোন কিছু থাকার কথা।
আমরা কি পারিনা আমাদের সমাজে যারা এতিম আছে তাদের পাশে দাঁড়াতে ।তাদের বুকের ভিতর জমিয়ে রাখা কথাগুলো শুনতে। আমরা কি পারিনা তাদের কি কি ঘাটতি আছে সম্পূর্ণ পূরণ না করতে পারলেও কিছুটা পূরণ করার। আমরা কি পারিনা তাদের মা-বাবার ঘাটতি কিছুটা পূরণ করতে?
একটি হাদীসে এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এতিমের মাথায় হাত দিয়ে আদর করে দেবে, ওই ব্যক্তি একটি এতিমের মাথায় হাত বুলিয়ে আদর করার সময় হাতের নিচে যতগুলা মাথার চুল পড়েছে তার থেকে অধিক সওয়াব তার আমলনামায় লিখে দেবেন সুবহানাল্লাহ ।
তাহলে জাস্ট একটা এতিমের মাথায় হাত দিয়ে আদর করে দেওয়া হলে এতটা সওয়াব হচ্ছে । তাহলে তাদের পাশে দাঁড়ালে, তাদের কষ্টগুলো শুনলে , তাদের অভাব গুলো দূর করলে কতটা সওয়াব হবে ভেবে দেখুন , সুবাহানাল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে এতিম অসহায় দের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন আমিন।
17 সেপ্টেম্বর 2022 আমরা দুই ফ্রেন্ড এবং আমার প্রিয় সংগঠন মানবতার বিকাশ সোসাইটি এর পক্ষ থেকে এতিম দুইটা এতিম ছেলের ভালো দুইটা পোশাক তাদের পাঞ্জাবি বানানোর ব্যবস্থা করে দেই । তাদেরকে নিয়ে তাদের পছন্দ রংয়ের পাঞ্জাবির পিস কিনে একটি টেইলার্সে পাঞ্জাবি বানানোর জন্য অর্ডার দিয়ে আসি । ২০ সেপ্টেম্বর 2022 রোজ সোমবার পাঞ্জাবি নিয়ে আসার কথা আছে ইনশাল্লাহ পাঞ্জাবি দুইটা এনে ওই দুইটা এতিম ছেলের গায়ে পড়িয়ে দেব। ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আরেকটা কথা এমন কাজ করতে যারা আগ্রহী এবং এমন কাজ করতে চান ইনশাল্লাহ আমাদের পাশে এসে দাঁড়াবেন । সামনে কয়েকটি উদ্যোগ নিয়েছি উদ্যোগগুলো পরিপূর্ণ করবো ইনশাআল্লাহ তার জন্য আমাদের কিছু আর্থিক সহযোগিতা লাগবে। আমার পোস্ট যে যে পড়বেন তাদের ভিতর কেউ যদি আমাদের সাথে থাকতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে।
খুবই ভালো এবং অনুকরণীয় দৃষ্টান্ত।
ধন্যবাদ ভাইজান পাশে থাকবেন আশা করি
এবং আমার ভেরিফাই ট্যাগের বিষয় টা একটু দেখবেন আশাকরি
অবশ্যই দেখবো, ধন্যবাদ।
সুন্দর একটি পোস্ট
ধন্যবাদ আপু