অভিশাপ ( পর্ব-০৭)। বাংলায় তারার মেলা। ১০%@btm-school

maleficent-6234296_1920.jpg
source

ক্যাসেলে ফিরে গিয়ে অরোরা তার বাবাকে জানায় সে প্রিন্সেস অরোরা। কিন্তু স্টিফেন এটি শুনে পিক্সেস দের উপর খুব রেগে যায়। কারন তারা অভিশাপ পূরণ হওয়ার মুহূর্তে অরোরাকে ক্যাসেলে পাঠিয়ে দিয়েছে। আর অরোরাকে তার বাবা একটি কক্ষে আটকে রাখে।
কিন্তু স্টিফেন যাই করুক অভিশাপ কে তো আর আটকাতে পারবে না। অরোরার ১৬ তম জন্মদিনে অরোরা নিজেই সেখানে চলে যায় যেখানে চরকা রাখা ছিলো। তার মধ্যে একটি ধারালো সুচ লাগানো ছিলো। অরোরা নিজেই সেই সুচে হাত দেয় এবং অজ্ঞেয়ান হয়ে নিজেই গভীর নিদ্রায় চলে যায়। এসব দেখে স্টিফেন খুব চিন্তিত হয়ে পড়েন। তার শত চেষ্টাতেও সে কিছু করতে পারলোনা।

এইদিকে ম্যালিফিসেন্ট বুঝতে পারে যে তার অভিশাপ পুরন হয়েছে। তাই সে খুব চিন্তিত হয়ে পরলো। তখনি জঙ্গলে প্রিন্স ফিলিপ জঙ্গলে অরোরাকে খুজতে আসে। তখন ম্যালিফিসেন্ট ভাবে হয়ত প্রিন্স ফিলিপ ট্রু লাভ কিস দিলে অরোরা আবার জেগে উঠবে। তাই সে তাকে অজ্ঞেয়ান করে ক্যাসেলে পৌছায়।
স্টিফেন পিক্সেস দের উপর অনেক রাগ দেখাতে থাকে । তখন পিক্সেস বলে হয়ত ট্রু লাভ কিস পেলে অরোরা আবার জেগে উঠবে। স্টিফেন বলে ট্রু লাভ কিস বলে কিছু হয় না। এই বলে সে সেখান থেকে চলে যায়।

ম্যালিফিসেন্ট ফিলিপকে অরোরার কাছে পাঠায়। পিক্সেসরা তাকে বলে ট্রু লাভ কিস দিয়ে অরোরাকে জাগাতে। কিন্তু তার পরও অরোরা জেগে উঠে না। ম্যালিফিসেন্ট বুজতে পারে যে ফিলিপ তার ট্রু লাভ না। ম্যালিফিসেন্ট অরোরার দিকে তাকিয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে আমি তোমাকে কখনো ভুলবো না। তোমার কথা আমার রোজ মনে পরবে। তুমি আমার হৃদয় জুড়ে আছো। আমি তোমাকে সারাজীবনের জন্য হারিয়ে ফেললাম । এই বলে ম্যালিফিসেন্ট অরোরার কপালে একটি কিস দেয়। ঠিক তখনই অরোরা জেগে উঠে এবং তাকে পিছন থেকে গড মাদার বলে ডাকে। ম্যালিফিসেন্ট অরোরাকে সত্যিকারে ভালোবাসতো তাই ম্যালিফিসেন্টের ট্রু লাভ কিস এ অরোরা জেগে উঠে। অরোরা ম্যালিফিসেন্টের সাথে মর্সে ফিরে যেতে চায়। কিন্তু তারা যখন ক্যাসেল থেকে যেতে থাকে তখন স্টিফেনের সৈনিকরা ম্যালিফিসেন্টের ওপর জাল ফেলে দেয়। জালটি লোহার তৈরি ছিলো তাই ম্যালিফিসেন্ট কোনভাবেই জাল থেকে বের হতে পারছিলোনা। তাই সে ডিয়েবেলকে বিশাল ড্রাগন বানিয়ে দেয়। ডিয়েবেল নিজের মুখ থেকে আগুন বের করে সব কিছু পুড়িয়ে দিতে থাকে। সে ম্যালিফিসেন্টকে জালের বাইরে বের করে দেয় কিন্তু সৈনিকরা তাকে লোহার সিকল দিয়ে চারপাশ থেকে ঘিরে ধরে। আর ড্রাগনকেও সিকল দিয়ে আটকে নেয়।

স্টিফেন সেখানে আসে ম্যালিফিসেন্টকে মারার জন্য। অন্যদিকে অরোরা ক্যাসেলের একটি রুমে যায় যেখানে ম্যালিফিসেন্টের ডানা রাখা ছিলো। আর সেই ডানা বক্স থেকে বের হতে নড়াচড়া শুরু করে। যেন ডানা গুলো বুজতে পারছিলো তার মালিক তার অনেক কাছেই আছে। অরোরা সেই ডানা গুলোকে মুক্তো করে দেয়। আর সেই ডানা ম্যালিফিসেন্টের পিঠে লেগে যায়। ফলে ম্যালিফিসেন্ট আবারো উরতে শুরু করে। ম্যালিফিসেন্ট স্টিফেনকে নিয়ে ক্যাসেলের উপরে নিয়ে যায়। কিন্তু ম্যালিফিসেন্ট স্টিফেনকে মারতে গিয়েও মারতে পারেনা। আর সে চলে যাচ্ছিলো তখন স্টিফেন পিছন থেকে তাকে অ্যাটাক করে। আর তারা পড়ে যেতে থাকে। স্টিফেন ম্যালিফিসেন্টের ডানা ধরে রেখেছিলো। কিন্তু যখনি ম্যালিফিসেন্ট তার ডানা দুটো খুলে দেয় তখনি স্টিফেন নিচে পরে যায় এবং সে সেখানেই মারা যায়।
পরের দিন সকালে ম্যালিফিসেন্ট মর্স রাজ্যর দেওয়াল তুলে দেয় আর অরোরা ম্যালিফিসেন্টের সাথে থাকার জন্য মর্সে চলে আসে। মর্সে আবার ফুল ফুটতে শুরু করে এবং আবারো চারপাশ সবুজ হয়ে উঠে। এরপর ম্যালিফিসেন্ট অরোরাকে মর্স রাজ্যর রানী ঘোষণা করে এবং সকল ক্রিয়েচারও অনেক খুশি হয়। তারপর সবাই শান্তিতে সেখানে জীবন কাটাতে থাকে।
(অন্তিম পর্ব)

Sort:  

সেকি! শেষ হয়ে গেল?

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58752.84
ETH 3153.55
USDT 1.00
SBD 2.44