অভিশাপ ( পর্ব- ০৩)। বাংলায় তারার মেলা। ১০%@btm-school

maleficent-4703120_1280.png
source

সেই জল খেয়ে ম্যালিফিসেন্ট অজ্ঞেন হয়ে পড়ে। এর ফয়দা তুলে স্টিফেন ম্যালিফিসেন্টকে মারতে উদ্যত হয়। কিন্তু সে তাকে মারতে পারে না। এরপর সে ম্যালিফিসেন্টের ডানার দিকে তাকিয়ে কিছু ভাবতে থাকে। ভাবনা শেষে সে একটি লোহার চেন বের করে।

রাত শেষে ভোরের আলো হতে ম্যালিফিসেন্টের ঘুম ভাঙ্গে এবং সে যন্ত্রণায় কাতরাতে থাকে। সে পিছনে হাত দিয়ে দেখে তার ডানা দুটো আর নেই। স্টিফেন তখনো সেখানে ছিলো সে ম্যালিফিসেন্টের আর্তনাদ শুনতে পাচ্ছিলো। আর্তনাদ শুনেও সে তার ডানা দুটো নিয়ে পালিয়ে যায়।

স্টিফিন ডানা দুটো নিয়ে রাজা হেনরির কাছে গেলো আর বলল এই ডানা ম্যালিফিসেন্টের। সে রাজাকে বলল সে ম্যালিফিসেন্টকে মেরে ফেলেছে। রাজা অনেক খুশি হয়ে যায় স্টিফিনের উপর।
এইদিকে ম্যালিফিসেন্ট আর সোজা হয়ে দাড়াতে পারেনা তার ডানা দুটো না থাকার কারনে। সে এখন পায়ে হাঁটতে বাধ্য। ম্যালিফিসেন্ট পরী হওয়ার পরেও তার ডানা নেই। এইদিকে স্টিফেন এর তাকে ধোঁকা দেওয়ার কথা ভেবে সে তার আপন দুঃখে চলতে থাকে।

একদিন ম্যালিফিসেন্ট একটি মানুষকে দেখতে পেলো একটি কাক শিকার করতে। তখন ম্যালিফিসেন্ট তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে কাকটিকে মানুষ বানিয়ে দিলো। এসব দেখে শিকার করতে আশা লোকটি পালিয়ে যায়। এবার কাকটি ম্যালিফিসেন্টকে নিজের নাম ডিয়েবেল বলে এবং ম্যালিফিসেন্ট যেহেতু তার জীবন বাঁচিয়েছে তাই সে তার চাকর হয়ে থাকতে চায়।

ম্যালিফিসেন্ট ডিয়েবেলকে স্টিফেনের খবর আনতে পাঠায়। ডিয়েবেল সব দেখে এসে তাকে জানায় যে স্টিফেন হেনরির মেয়ের সাথে বিয়ে করেছে এবং তাকে কিং ঘোষণা করা হয়েছে। ম্যালিফিসেন্ট এটি সহ্য করতে না পেরে মর্সকে অন্ধকার রাজত্বে পরিনত করে এবং সে মর্সে রাজ করা শুরু করে দেয়। কিছুদিন পর ডিয়াবেল তাকে খবর দেয় যে কিং স্টিফেনের ও কুইনের একটি বাচ্ছা হয়েছে। তাই সেখানে বিরাট উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে কিং স্টিফেন এবং কুইনকে দেখানো হয়। সেখানে তিনজন পিক্সেস আসে তাদের মেয়ে অরোরাকে ......

( চলবে.....)

Sort:  

চলতেই থাকুক!

হ্যাঁ চলতে থাকবে

 2 years ago 

ধন্যবাদ চমৎকার একটা গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অপেক্ষায় রইলাম।

আপনাকেও ধন্যবাদ

 2 years ago 

এমন একটা মুভি দেখেছি মনে হচ্ছে। কিন্তু আপনার থেকে গল্পটা শুনতে অসাধারণ লাগছে আপু

এইটা স্লীপিং বিউটি গল্প থেকে নেওয়া
মুভিও আছে ২০১৪ সালে রিলিজ হইছে

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103096.77
ETH 3266.31
SBD 6.22