বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা। ১০% @btm-school

in বাংলায় তারার মেলা2 years ago

সবাই কেমন আছেন?
আজকে রাজধানী ঢাকার রায়ের বাজারের বধ্যভূমি নিয়ে গল্প বলবো। দেশকে মেধা শূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী বিজয়ের ঠিক দুই দিন আগে ১৪ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ, চিকিৎসক, সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীসহ এই রকম আরো অনেক বড় বড় কর্মকর্তাকে ডেকে নিয়ে গিয়ে রায়ের বাজারে গুলি করে গনহত্যা চালায়। আর এভাবেই রায়ের বাজার,"বধ্যভূমি" হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে পরিচিতি লাভ করে। আমি একদিন ঘুরতে ঘুরতে চলে গেলাম সেখানে, ইতিহাস জানার আগ্রহ নিয়ে।
বধ্যভূমি স্মৃতিসৌধ ঢাকার রায়ের বাজার ইটখোলায় নির্মিত। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তি লগ্নে পাকিস্তান সেনাবাহিনী তাদের সহযোগীদের সহায়তায় দেশের যে-সকল শ্রেষ্ঠ বুদ্ধিজীবী এবং অন্যান্যদের হত্যা করেছিল তাঁদের শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এটি নির্মাণ করা হয়। যে স্থানটিতে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছিল সেখানেই এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। বধ্যভূমি স্মৃতিসৌধ, রায়েরবাজার, ঢাকা ১৯৯৩ সালে বাংলাদেশ সরকার এ নৃশংস হত্যাকান্ড সংঘটিত হওয়ার স্থানে স্মৃতিসৌধটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ইনস্টিটিউট অব আর্কিটেকটস্ যৌথভাবে স্মৃতিসৌধের নকশা প্রণয়নের জন্য জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আহবান করে। ২২টি নকশার মধ্যে স্থপতি ফরিদউদ্দীন আহমেদ ও স্থপতি জামি-আল-শফি প্রণীত নকশাটি নির্বাচিত হয়। গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব লাভ করে। এ কাজ ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত তিন বছর সময়ে সম্পন্ন হয়।
সমগ্র স্থানটি ৩.৫১ একর আয়তনবিশিষ্ট। এটি ১৫.২৪ মিটার বর্গাকার একটি গ্রিড দ্বারা বিভক্ত হয়েছে। মূল বেদিটি রাস্তা থেকে ২.৪৪ মিটার উঁচু। স্মৃতিসৌধের প্রধান অংশটি ১৭.৬৮ মিটার উঁচু, ০.৯১ মিটার পুরু ও ১১৫.৮২ মিটার দীর্ঘ একটি ইটের তৈরি বাঁকানো দেয়াল। এটি রায়ের বাজারের আদি ইটখোলার প্রতীক, যেখানে বুদ্ধিজীবীদের মৃতদেহগুলি পড়েছিল। দেয়ালটির দুদিক ভাঙা। এ ভগ্ন দেয়াল ঘটনার দুঃখ ও শোকের গভীরতা নির্দেশ করছে। দেয়ালের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে একটি ৬.১০ মিটার বর্গায়তনের জানালা আছে। এ জানালা দিয়ে পেছনের আকাশ দেখা যায়। জানালাটি দেয়ালের বিশালতাকে কমিয়ে আনে। জানালাটা এমন ভাবে স্থাপিত যে বিশাল এই জানালা দিয়ে সূর্য অস্তও দেখা যায়। সেই জানালা সহ এই ছবিটি তোলা।

FB_IMG_1662310232283.jpg

বাঁকা দেয়ালের সম্মুখভাগে একটি স্থির জলাধার আছে। জলাধারের ভেতর থেকে কালো গ্র্যানাইট পাথরের একটি স্তম্ভ উঠে এসেছে। এটি শোকের প্রতীক। স্মৃতিসৌধের প্রধান প্রবেশপথ চত্বরের দক্ষিণ-পূর্ব কোণে। এ পথে প্রবেশ করলে দর্শনার্থী একটি বটগাছের মুখোমুখি হন। এই বটগাছ নিকটবর্তী শরীর-শিক্ষা কলেজ প্রাঙ্গণস্থ আদি বটগাছের প্রতীকরূপ। আদি বটগাছের নিচে শহীদ বুদ্ধিজীবীদের ধরে এনে প্রথমে শারীরিকভাবে নির্যাতন করে পরে ইটখোলায় নিয়ে হত্যা করা হতো। চিরসবুজ বটগাছটি ছাড়া অন্য যেসব গাছ সৌধের চত্বরে লাগানো হয়েছে, সেগুলির পাতা নির্দিষ্ট সময়ে ঝরে যায়। এ গাছগুলি ডিসেম্বরে মাসে পত্রহীন অবস্থায় থাকে। এ দৃশ্য বার্ষিক অনুষ্ঠানের সময় শোকানুভূতিকে আরও আবেগময় করে তোলে। একবার ১৪ ডিসেম্বরেই গিয়েছিলাম, সম্ভবত ২০১৭ সালে।
রায়ের বাজারের বধ্যভূমি স্মৃতিসৌধ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা অব্দি সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। তবে এখন রাতের বেলায় প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। আর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দেখতে কোন টিকেট লাগে না। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যেতে হলে প্রথেমে ঢাকার মোহাম্মদপুরে চলে আসুন, মোহাম্মদপুর থেকে রিকশা নিয়ে রায়ের বাজারে গেলেই এই স্মৃতিসৌধ দেখা যাবে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারবেন বাস সার্ভিস নিয়ে, বাসে করে মোহাম্মদপুর তারপর রিকশা করে রায়ের বাজার।
প্রতি বছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে বাংলাদেশ, আর এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। হয়তো বুদ্ধিজীবী দিবস না থাকলে আমরা বাংলাদেশকে আরও একধাপ আগে দেখতে পারতাম, এটা আমাদের ইতিহাসের এক কালো অধ্যায় বলে আমি মনে করি।
সৌধচত্বরে একটি ছোট জাদুঘর, অফিস কক্ষসহ একটি পাঠাগার এবং একটি কবরস্থান নির্মাণের ভবিষ্যৎ পরিকল্পনা আছে।
কেমন লাগলো অব্যশই জানাবেন। ভালো থাকবেন এবং সুস্থ্য থাকবেন।

Sort:  

অনিক, লেখাটি ভালো হয়েছে, ছবিও ঠিক আছে।
কিন্তু আবারও লেখা এক ঢালাওভাবে হয়ে গেছে। লেখার মাঝখানে গ্যাপ না থাকলে পড়তে গিয়ে চোখ আরাম পায়না। আমি বারবার আপনাকে বলেছি প্রতি প্যারায় একটা করে ইন্টার দিতে।

আপনি আমার লেখাগুলো একটু ফলো করবেন।

 2 years ago 

ধন্যবাদ। সামনে আর হবে না। প্যারা করেছি কিন্তু আরেকটু গ্যাপ রাখতে হতো।

অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম

 2 years ago 

অনেক সুন্দর ভাবে আপনি আপনার লেখাটা উপস্থাপন করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 56922.13
ETH 2347.73
USDT 1.00
SBD 2.43