পরিবার নিয়ে লালবাগ কেল্লায় একদিন, পুরান ঢাকায়। ১০% @btm-school

in বাংলায় তারার মেলা2 years ago

একবার গ্রাম থেকে আমি সহ, আমার বড় দাদা, বৌদি এবং ভাতিজা ঢাকায় দেবুদার বাসায় বেড়াতে আসি। তো আমার সেই ভাতিজার লালবাগ কেল্লা দেখার ইচ্ছে, সে বই এ নাকি পড়ছে। তো একদিন দেবুদাদা সহ আমরা সবাই মিলে বেড়িয়ে গেলাম, লালবাগ কেল্লা দেখার উদ্দেশ্যে। স্বাভাবিকভাবে যে কেউ যদি এর নামকরণের কারণ চিন্তা করে তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগে থাকার কারণেই এর নাম লালবাগ কেল্লা রাখা হয়েছে। ধারণাটি মোটেও ভুল নয়, আসলেই এর নামকরণ করা হয়েছে এলাকার উপর ভিত্তি করে। তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, তাতে এলাকার কোন প্রভাব ছিলনা। একদম শুরুর দিকে এই কেল্লার নাম ছিল “কেল্লা আওরঙ্গবাদ”।

তো যাই হোক,
রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই কেল্লা। সেখানে আবার হাজির বিরিয়ানি খুব জনপ্রিয়। পুরান ঢাকা অনেক ইতিহাসের সাক্ষী আর নিদর্শনও বটে। যেমন আহসান মঞ্জিল নিয়ে এর আগের পোস্টে আপনারা জেনেছেন। তো লালবাগ কেল্লা ঢাকাবাসীর অন্যতম একটি পর্যটনস্থল। নানান কারণেই এটি গুরুত্ব বহন করে। বিশেষ করে এই রাজধানী ঢাকার গোড়াপত্তন, এবং তারই চলমান ধারায় নানান ঘটনার সাক্ষী হয়ে এখনো ঢাকার কেন্দ্রস্থলে বীরদর্পে দাঁড়িয়ে ইতিহাসের জানান দিচ্ছে এই লালবাগ কেল্লা। তাই আমারাও সবাই মিলে ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম।

FB_IMG_1662566708413.jpg

লালবাগ কেল্লায় সবচাইতে আকর্ষণীয় এবং দর্শনীয় যে জিনিসটি আছে তা হল সুবেদার শায়েস্তা খানের বাসভবন ও দরবার হল।

IMG_20220907_220635.jpg

সোজা একটু ভেতরেই শায়েস্তা খানের প্রিয় কন্যা পরীবিবির সমাধি রয়েছে। তার স্মৃতি ধরে রাখাতেই জন্য শায়েস্তা খান একটি সমাধি সৌধ তৈরী করেছিলেন।
তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানেও মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহার হয়।
লালবাগ কেল্লায় যেতে হলে, গুলিস্তান গোলাপ শাহ্ এর মাজার থেকে টেম্পুযোগে যাওয়া যাবে লালবাগ কেল্লায়। ইসলামবাগ ও কিল্লার মোড়গামী দু’ধরনের টেম্পু দিয়ে দিন রাত সব সময় যাওয়া যায় লালবাগ কেল্লায়। এছাড়াও নিউমার্কট দিয়েও যাওয়া যাবে, আমরা অবশ্য নিউমার্কেট হয়ে গিয়েছিলাম। তারপর ঢাকেশ্বরী মন্দির দেখে থেকে ৫ মিনিট পায়ে হেঁটে চলে গেলাম লালবাগ কেল্লায়।
কেল্লার মূল ফটকের বাইরে দু’পাশে দু’টি কাউন্টার আছে। ৫ বছর বয়সের নীচে বাচ্চাদের জন্য কোন টিকেট লাগবেনা। এছাড়া সবার জন্য প্রযোজ্য। আমাদের সবারই টিকেট লেগেছিল।

সব মিলিয়ে দিনটা ভালোই কেটেছিল। এর আগেও আমি লালবাগ কেল্লায় গিয়েছিলাম, আমার এক বন্ধুর সাথে। এই ছবিটি তখন তুলেছিলাম।

FB_IMG_1662566718682.jpg

মোট দুবার গিয়েছি সেখানে। সেখানে অনেক বিদেশীরাও আসে, তাদের জন্য টিকেট মূল্য একটু বেশি।

কেমন লাগলো অব্যশই জানাবেন। ভালো থাকবেন এবং সুস্থ্য থাকবেন।

Sort:  

ভালো হয়েছে পোস্ট'টা, প্রাচীন ঢাকার অনেক তথ্যই জানলাম আমরা। তবে টিকেটের দামটা উল্লেখ করলে ভালো হতো।

বুঝতে পেরেছি অনেক দিন আগে গিয়েছিলেন বলে টিকেটের দামটা ভুলে গেছেন, কি ঠিক বলেছি না? 😁

 2 years ago 

হ্যাঁ, ঠিকই বলেছেন। দাম টা সঠিক মনে ছিলো না।

আমি এখনো যাই নি আমিও একদিন যাব লালবাগ কেল্লায় ।
পরিবার নিয়ে ঘুরার মজাই আলাদা আপনার পোস্টটি সুন্দর হয়েছে।

 2 years ago 

এত বছর ঢাকা ছিলাম কখন যাওয়া হল না

 2 years ago 

সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, সুযোগ করে অবশ্যই দেখে আসবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56618.92
ETH 2337.15
USDT 1.00
SBD 2.40