Betterlife // The Diarygame 01-02-2025 // A very nice day

in Italy7 days ago (edited)

Assalamu Alaikum Wa Rahmatullah

Hello Everyone. I am @alomgir121 from Bangladesh .

**Thumbnail image

IMG_20250205_213528.jpg

🔰The diary game 🔰
|
|-|আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে এবং শেষ সবাই সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাহিরে যাই। তারপরে গিয়ে আমার হাঁস, মুরগি, কবুতর ও কোয়েল পাখি গুলোকে খাবার খেতে দেই।

IMG_20250201_120206.jpg

IMG_20250201_120147.jpg

IMG_20250201_120139.jpg

এরপরে আমার ফার্মের মুরগি গুলো যে ডিম পেরেছে সেগুলো তুলে রাখি।

IMG_20250201_120110.jpg

তারপরে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নেই।এরপর সকালের নাস্তা করে,দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি।এরপর দোকানে গিয়ে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করি।সকাল থেকে আলহামদুলিল্লাহ ভালোই বেচাকেনার চাপ ছিলো।আমি বেচাকেনার এক ফাকে একটু যষ্টিমধু গরম পানির সাথে মিশিয়ে খাই।তারপরে আবার বেচাকেনা শুরু করি।তারপরে দুপুর হোয়ে আসলে,আমরা দুপুরের খাবার খেতে বসি।খাবার শেষে একটু বিশ্রাম করে নেই।তারপরে বেশ কিছু মাল বিক্রি করি।আজ আমার বড় ভাই, তার নতুন একটি শাখা উদ্বোধন করবেন, তাই আমাকে তার সাথে জেতে হবে।এজন্য আমি আব্বুকে ফোন কোরে দোকানে আসতে বলি।আব্বু আসলে আমি বেড়িয়ে পরি।এবং সেখানে গিয়ে মাগরিবের সালাত আদায় কোরে। তারপরে আমার ভাইয়ার দোকানে দোয়ার আয়োজন কোরেছিলো। সেখানে অংশগ্রহণ করি।

IMG_20250201_184423.jpg

দোয়া শেষে আমি সবাইকে মিষ্টি বিতরন করি ।

G0IqdIiQNvbFHfNYkLvJRxLpO0V.jpg

তারপরে আমি ও ভাইয়া নাস্তা করার জন্য একটা দোকানে যাই।এবং দুজন ছোলা ভুনা,বেগুনির চপ,ও আলুর চপ খাই।খাবার গুলো অনেক সুস্বাদু ছিলো,যদিও সাস্থ ঝুকি রোয়েছে।

IMG_20250201_190854.jpg

তারপরে আমরা আবার দোকানে যাই।এবং কিছু কাজ ছিলো যেমন দোকানের মাল গুছানো, ও চেয়ার টেবিল কোন পাশে বসাবো ইত্যাদি বিসয় গুলো সেরে, তারপরে দোকান বন্ধো কোরে বাড়িতে চোলে যাই।তকরপরে হাতমুখ ধুয়ে ফ্রেশ হোয়ে রাতের খাবার খেয়ে কিছুখোন গল্পো কোরে শুয়ে পড়ি।প্রিয় বন্ধুরা আজকে ব্লগ টি এই পর্যন্ত ছিলো। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন কোন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Sort:  

Your post has been upvoted. Share with us posts related to economic activity and transactions related to our lives. Acquire business activities and new business ideas. Add prosperity by sharing business activities on the Steemit platform.

1738777036000281001797552943998.pngWeekly contest ; Share Your Economic Diary.10 steem prize

Subscribe Steem4Entrepreneurs community

thank you so much

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96090.08
ETH 2633.47
USDT 1.00
SBD 0.43