A Better life with steem🖤 The Diary Game🖤 Diary on 28/02/2021🖤 Ordinary Day ❣️ 100% Power upsteemCreated with Sketch.

in STEEM FOR TRADITION3 years ago (edited)

♈আসসালামু আলাইকুম♈

আমি @sobujj68 🇧🇩বাংলাদেশ থেকে।

আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি।

  • Today 01/03/2021: Monday

আমার সকাল বেলা

আমি সকাল ৫:৪০ এ ঘুম থেকে উঠি। উঠার পর দাঁত বাশ করি এবং হাত মুখ ধুয়ে ওজু করে ফজরের নামাজ পড়ি। নামাজের পর আমাদের সামা কল থেকে ফ্রেশ পানি পান করি। খালি পেতে পানি পান করা সাস্থের জন্য ভালো। তারপর আমি ব্যায়াম করার জন্য রাস্তার দিকে হাটতে থাকি। রাস্তায় হাতে হাটতে হাটতে সবুজ ধান এর জমি দেখলাম।

0.jpg

সবুজ ধান , তার ওপরে শিশির বিন্দু এবং চারদিকে কুয়াশা যেন অন্য রকম এক প্রকৃতি। সবুজ ধান ক্ষেতের ছবি তুললাম।

2.jpg

তারপর বাড়িতে আসি। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে সকালের নাস্তা খাই। আজ সকালের নাস্তায় ছিল ভাত, সবজি , টমেটোর ভর্তা এবং বেগুন ভর্তা। খাবার পর প্রায় ২ ঘন্টা পড়ালেখা করি। তারপর বাহিরে এসে দেখলাম আমাদের একটি ছোট আম গাছে আমাদের মুকুল এসেছে। দেখে অনেক ভালো লাগলো। এর আগে এই গাছে আমের মুকুল ধরেনি।

1.jpg

আমার দুপুর বেলা

আমি দুপুর ১:১০ এ গোসল করতে যাই। গোসল শেষে ঘরে এসে ভালো জামা পরে মসজিদে যাই নামাজ পড়ার জন্য। জোহরের নামাজ পড়ার পর বাড়িতে এসে প্রায় ৩০ মিনিট শুয়ে থাকি। ওই সময় আমি মোবাইল এর সব নোটিফিকেশন চেক করলাম। দুপুরের খাবার সময় হয়ে আসায় খাবার খেতে যাই। আজ খাবারের মেন্যুতে ছিল ভাত, ষোল মাছ এর ভুনা, টমেটো দিয়ে ছোট মাছের ভুনা তরকারি এবং ডাল। খাবার অনেক ভালো লেগেছে তাই পেট ভরে খাইলাম। খাবারের পর বিছানায় গেলাম একটু রেস্ট নেয়ার জন্য। প্রায় ১ ঘন্টা রেস্ট নিলাম। উঠে প্রস্তুত হলাম বাজারে যাবো।

আমার বিকেল বেলা

বিকেল ৪:২০ এ বাজারে গেলাম। বাজারে গিয়ে সেনেটারি দোকানে গেলাম কিছু ক্রয় করতে। আমাদের কলের ট্যাব নষ্ট হয়ে গেছে ২ টা। দোকানে গিয়ে পছন্দ করে ট্যাব ক্রয় করলাম। ২ তা ট্যাব ক্রয় করতে প্রায় ৩০০ বাংলাদেশী টাকা লেগেছে।

তারপর গেলাম ফলের দোকানে। দোকানে অনেক ধরণের ফল রয়েছে। কমলা ক্রয় করলাম ১ কেজি। বাংলাদেশী টাকায় ১২০ টাকা লেগেছে। তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আসরের নামাজ পড়লাম।

5.jpg

তারপর রাস্তার দিকে হাটতে বের হলাম। হাতে হাটতে হাটতে প্রায় মাগরিবের সময় হয়ে এসেছে। দূরে অনেক সুন্দর সূর্যাস্ত দেখা যাচ্ছে। গাছের ফাঁকে দিয়ে ছবি তুললাম। বাড়িতে চলে আসলাম। হাত মুখ ধুয়ে ওজু করে ঘরে গেলাম।

6.jpg

আমার রাতের বেলা

মাগরিবের নামাজ পড়লাম। তারপর প্রায় ২ ঘন্টা পড়ালেখা করলাম। সামনে অনার্স ভর্তি পরীক্ষা। তাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। সবাই দুআ করবেন যাতে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হতে পারি। রাত প্রায় ৯ তা বাজতে চলেছে তখন এশার নামাজ পড়লাম। তারপর রাতের খাবার খেলাম প্রায় ১০:১৫ তে। বেশি রাত জাগবো না, তাই রাত ১০:৪০ এর মধ্যেই বিছানায় শুয়ে পড়েছিলাম। আশা করি আমার ডায়েরি পড়ে সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন এই কামনা করি।

আল্লাহ আপনাদের মঙ্গল করুক।

আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।



Thanks
@sobujj68

#bangladesh



With best regards and respected Cc:- @steemcurator01

Sort:  

The last photography was good. The last picture looks much better.
#onepercent
#bangladesh


20210211_110107-01.jpeg

Thank you for sharing in AROUND THE WORLD ! Your post has been selected for today as part of the Steemit Communities support Program.
I appreciate a lot your engagement with this community.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66436.09
ETH 3439.46
USDT 1.00
SBD 2.65