রাত্রে বাজারে আসলাম।
হ্যালো বন্ধুরা। সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরো একটি নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে রাত্রে বাজারে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করি ----- -----
আজ রোজ মঙ্গলবার। আজকে বিকালের আমার এক বড় ভাই আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পর তার সাথে বললাম। উত্তরে বড় ভাই বললো আজকে সন্ধ্যার বাজারে যেতে হবে। তুই কী সন্ধ্যার পর ফ্রি থাকবি। উত্তরে আমি বললাম ফ্রি তো থাকবো নে কিন্তু সন্ধ্যার পরে ফোন সময়। এরপর ভাই বললো প্রায় আটটার দিকে। আমি বললাম থাকবো নে। আমি আর জিঙ্গাসা করলাম না কী কারণে বাজারে যেতে হবে। এরপর আমি নিজেই সঠিক সময় জায়গা মতো হাজির হয়ে গেলাম। এরপর আমি ভাইকে জিঙ্গাসা করলাম গাড়িতে যাবেন নাকী পায়ে হেটেই বাজারে যাবেন। উত্তরে ভাই বললো পায়ে হেটেই বাজারে যাব।
কারণ হলো দুজন মাঝে মধ্যেই বাজারে যায় এভাবে। এরপর আমি ভাইকে জিঙ্গাসা করলাম। আমরা যে বাজারে যাচ্ছি কী কারণে বাজারে যাচ্ছি। উত্তরে ভাই বললো মূলত বাজারে আসা
হলো কিছু মাছ কিনবো এবং কিছু ভাজা পূরা জাতীয় খাবার খাব। এভাবে দুজনে কথা বলতে বলতে বাজারে চলে আসলাম
বাজারে আসার পর চলে মাছ এর দোকানে। এই সময় বাজারে আসার আরো একটা কারণ হলো এই সময় মাছ এর দামও কম পাওয়া যায়। এরপর মাছ কেনা শেষ করে চলে আসলাম চপ এর দোকানে। এখান যার যার পছন্দ চপ ইত্যাদি খাবার খেলাম। সম্পূর্ণ কাজ শেষ করে পুনরায় একই ভাবে বাড়ির উদ্দেশ্য রওনা। দুজন মিলে রাস্তা দিয়ে পায়ে হেটে বাড়িতে আসতে অনেক ভালো লাগছিল। কারণ দুজন মিলে গল্প করতেছিলাম এজন্য রাস্তা যে কখন পুরিয়ে তাও টের পেলাম না। আর আজকে আকাশ টা ছিল অনেক পরিস্কার। আকাশে কোন মেঘ ছিল না। গতকাল বিকাল থেকে আমাদের এলাকাই আর বৃষ্টি হয়নি। আজকের মতো এখানেই শেষ করলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরো একটি নতুন পোষ্ট নিয়ে।
ধন্যবাদ 😍💖😍💖
Upvoted! Thank you for supporting witness @jswit.