পরিবারের সাপ্তাহিক বাজার করলাম।

in World Steemit Lovers11 days ago

হ‍্যালো বন্ধুরা। সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সবাই ভালো আছেন ? আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরো একটি নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে পরিবারের সাপ্তাহিক বাজার করার বিষয় নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করি ---- ---- ---

inbound730753829529515173.jpg

আজ রোজ শনিবার। আজকে আমাদের কুমারখালীতে সাপ্তাহিক হাটের দিন। এজন্য আজকে আম্মু সকালেই আমাকে
আগ‍েই বলে দিয়েছে আজকে বাজার করে নিয়ে আসবি। এরপর আমি আম্মুকে বললাম এত সকালে তো ভালো করে বাজার লাগে না। মুটামুটি ভাবে বাজার লাগে দুপুর এর পরে। আমাদের এই কুমারখালীর শনিবারের হাট অনেক জাকজমক ভাবে লেগে থাকে। এই দিনে অনেক পাশের গ্রাম মানুষ জন এসে এখানে বাজার বসিয়ে থাকে। বাজার সম্পর্কে আরো একটু গভীর আলোচনা করা যাক। সেটা হলো বাজার কী? বাজার বলতে একটা নির্দিষ্ট স্হানকে বোঝানো হয় যেখানে ক্রেতা বিক্রেতা নির্দিষ্ট অর্থের বিনিময়ে পণ্য ক্রয় বিক্রয় করে থাকে।

inbound7130766734743705132.jpg

এরপর আমি দুপুরের দিকে আম্মুর কাছ থেকে টাকা নিয়ে আমাদের মোড় থেকে অটো ভ‍্যান এ করে বাজারে চলে আসলাম। আসার পর প্রথমেই কাঁচা বাজার করলাম। কাঁচা বাজার সময় আমার চোখে আবার একটা জিনিস ধরা পড়লো।
সেটা হলো দেখলাম এক দোকান দার দোকানের ভিতরই ঘুম এসে গেছে। আমার মতে কারণ হলো এমনিতে দুপুরের সময় আর হলো কেমল মাত্র বাজার বসানো শুরু হলো। এজন্য আমি আজকে এই দৃশ্য টাই ক‍্যামেরা বন্ধি করলাম। এখনও পুরাপুরি ভাবে বাজার লাগা শুরু হয়নি। আমি আজকে একটু লাগেই বাজারে চলে আয়ছি। ওখান থেকে প্রয়োজনীয় কাঁচা বাজার করে চলে আসলাম মুদিখানার বাজার করতে। ওখান থেকেও প্রয়োজনীয় বাজার করে পুনরায় একই ভাবে বাড়িতে চলে আসলাম। আজকের মতো এখানেই শেষ করলাম।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরো একটি নতুন পোষ্ট নিয়ে।

ধন্যবাদ *******

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60191.28
ETH 3302.01
USDT 1.00
SBD 2.36