সদুপদেশ দেবার মানুষের আজ অভাব, কাজেই যদি সেটা কেউ দেয় তাহলে সেটাকে গ্রহণ করাটাই বিচক্ষণতা।

in Helpage India3 years ago

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xrjFRieDsgmVfStUfyu6AAZsKntZS9Q9RWw9pHAHBcNRP2gNoRmH7A8DEtkwZYrJmmHf6WEcWYbs3N9YrAVvmsdEiGVGA.jpeg

বন্ধুরা,
কেমন আছেন সবাই? কলকাতাবাসী এখন ইয়াস্ মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে।
বিপদ গত বছর থেকে যে শুরু হয়েছে, শেষ হবার নামই নিচ্ছে না।
একের পর এক বিপদ এসেই চলেছে। প্রতিদিন মানুষ বিভিন্ন লড়াই লড়ছে, কখনো জীবিকা বাঁচিয়ে রাখতে গিয়ে, আবার কখনো নিজেকে মহামারী থেকে রক্ষার জন্য।
জানা কথা গুলো কেন বলছি নিশ্চই ভাবছেন?
কারণ, সদুপদেশ দেবার মানুষের আজ অভাব, কাজেই যদি সেটা কেউ দেয় তাহলে সেটাকে গ্রহণ করাটাই বিচক্ষণতা।

বুঝতে পারছেন না নিশ্চই! কি বলতে চাইছি?
আমাদের জীবনে আমরা যে কেবল গত বছর থেকেই সমস্যার সম্মুখীন হয়েছি সেটা কিন্তু নয়।
বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমরা নানান সমস্যায় পড়েছি।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9Wk1gdaUxeJRw8WpL1LcJeNuKu5H2Dh9Dm3e2MvtEcnsEzpND9paUiPzc1mGy73vHSXaWx8GFAzcX2mR1ABGyxbH5dp.jpeg

আর ঠিক সেই সময় যে বা যারা আমাদের পাশে থেকে আমাদের সৎ পরামর্শ দিয়েছেন, বা বিপদ থেকে উদ্ধার করেছেন তারাই তো প্রকৃত বন্ধু তাই না?
কিন্তু এখানে একটা সমস্যাও আছে, যাকে বিপদ থেকে উদ্ধার করা হলো, দেখা গেলো বিপদ পার হয়ে যাবার সাথে সাথে তার ব্যবহারের পরিবর্তন।

উদ্ধারকর্তা কে বেমালুম ভুলে তো গেলই, পাশাপাশি ভাবটা এমন যেন সাহায্য না করলেও চলত, ওটা এমন কোনো বড়ো ব্যাপার ছিল না।

আসলে আমরা মানুষরা আর কিছু রপ্ত করতে না পারি, বেইমানি করতে সিদ্ধহস্ত।
সেই জন্যই বোধ হয় আজ এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ।

কারণ বাস্তব তো এটাই যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে।

মানুষ যতো উপরেই উঠে যাক না কেন, খারাপ সময় এবং বিপদ এ পাশে থাকা মানুষকে কখনো ভুলতে হয় না।

সময় ঘুরছে প্রতিনিয়ত কাজেই আজ আমি যেটা অন্যের সাথে করবো, কাল সেটাই আমার সাথে ঘটবে সেটাই স্বাভাবিক।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9TD7CngBsDaHoTcwvsTKK3hj29PZSsUiBwqnm5uFBi2gLTKr9yVTTg8JatihGHa448Y6Vsqy7Pth4JYq3EBukWpkzDc.jpeg

আমি আজ কৃতজ্ঞতা জানতে চাই তাদের যাদের জন্য আজ আমি অন্ন, বস্ত্র এবং বাসস্থান নিজের ক্ষমতায় জোগাড় করতে পারছি।
শুধু তাই কেনো, এই পরিপেক্ষিতে আমি কৃতজ্ঞতা জহির করতে চাই আরও একটি মানুষের প্রতি যিনি বিনা স্বার্থে আমার পাশে দাঁড়িয়েছিলেন সেই সময় যখন আমি জীবনের সবচাইতে কঠিন সময় এবং মুহুর্ত দিয়ে যাচ্ছিলাম।

তাই আজ অনুরোধ করবো আপনাদের জীবনে কখনো কোনো একটি মুহূর্তের জন্য ও যদি কেউ বিন্দুমাত্র উপকার করে থাকে, সেটা শারিরীক ভাবে হোক, মানসিক ভাবে হোক কিংবা আর্থিক ভাবে, অবশ্যই তাঁর উপকারের মর্যাদা দেবার চেষ্টা করবেন।

আজ আসলাম, জ্ঞান ভাবলে জ্ঞান আবার অভিজ্ঞতা ভাবলে তাই, যেটাই মনে করুন না কেন আমার উদ্দেশ্য সৎ পরামর্শ দেবার চেষ্টা মাত্র।
নমস্কার।

Sort:  
 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন। আপনার কন্টেন্ট আমাকে সব সময় নতুন কিছু শিখাই। ধন্যবাদ এরকম শিক্ষণীয় একটা পোস্ট করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সহমত পোষণ করবার জন্য @simaroy

 3 years ago 

@sonu98 প্রথমেই অনেক ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। সত্যিই আমরা মানুষেরা বড্ড অকৃতজ্ঞ হই।ভালো সময় আমরা ভুলে যাই,যে খারাপ সময়ে কোন কোন মানুষগুলো আমাদের পাশে ছিল।তবে হ্যাঁ আপনার পোস্ট থেকে শেখার অনেক কিছু পেলাম,নিশ্চয় মনে রাখবো।ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকেও @sampabiswas আপনার মূল্যবান সময় দিয়ে আমার লেখা পরবার জন্য।

 3 years ago 

In fact, it is important to be human at the end of the day . and the issue of help-cooperation seems very normal to me. As much as I find peace in being able to do something for someone as a human being, I get more peace when I see a different face of a known person. Anyway well written.

 3 years ago 

I am poor in English so I like to request share your comments in Bengali please @shuvo35

 3 years ago 

প্রকৃতপক্ষে, দিনের শেষে মানুষ হওয়া গুরুত্বপূর্ণ। এবং সহায়তা-সহযোগিতার বিষয়টি আমার কাছে খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে। একজন মানুষ হিসাবে কারও জন্য কিছু করতে পেরে আমি যতটা শান্তি পাই, আমি যখন একজন পরিচিত ব্যক্তির ভিন্ন চেহারা দেখি তখন আমি আরও বেশি শান্তি পাই। যাইহোক ভাল লেখেছেন । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পরিবর্তন টা আসলে জরুরি যদি সেটা হিতকারীতার জন্য হয় @shuvo35

 3 years ago 

আপনার প্রত্যেকটা লেখায় আমি ভালো উপদেশ খুজে পাই। সেটাই নেওয়ার চেষ্টা করি।
আগেও সেটাই করবো।

 3 years ago 

অনেক ধন্যবাদ @piudey , জেনে ভালো লাগলো, শেখার কোনো শেষ নেই তাই সবার থেকেই কিছু না কিছু শেখা যেতেই পারে তাই না? তাছাড়া আমিও ত আপনার থেকে অনেক রকম রান্না শেখার চেষ্টা করি। ভালো থাকবেন।

 3 years ago 

মানুষ হওয়া জরুরি। প্রকৃত অর্থে মানুষ হলে সব কিছু অনুভব করা যায়। ভালো লিখেছেন।

 3 years ago 

সত্যি বলতে গঠনগত দিক থেকে সকলেই মানুষ কিন্তু সমস্যা হলো পৃথক দৃষ্টি ভঙ্গির এবং নিজের পাশাপাশি অন্যের সঠিক সদুপদেশ নেবার ক্ষমতার অভাব। @hiramoni

 3 years ago 

একদম সঠিক কথাই বলেছেন @sonu98 , কিন্তু বাঙালিরা আবার সোজা কথা সোজা ভাবে নিতে পারে না, সবাই নিজেকে অন্যের থেকে বিজ্ঞ ভাবে তো তাই ওই সদুপদেশ টি ফাও জ্ঞান ভাবে।

 3 years ago 

Mnusher dhormo holo manushke sahajyo kora ...seta adim abong akritrim

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60270.38
ETH 3307.79
USDT 1.00
SBD 2.40