কর্মহীনতার দিন এ সবদিন ই ছুটির দিন।
বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশাকরি ভালো আছেন।
আজকাল বিশেষ করে এই lockdown এ বসে বসে মনে হচ্ছে সবদিন এখন ছুটির দিন হয়ে গেছে। আলাদা করে ছুটির গুরুত্ব এখন আর অনুভব হয় না।
মনে পড়ে ছোটো থেকেই শনিবার এবং বিশেষ করে রবিবারের অপেক্ষা করতাম সারাটা সপ্তাহ ধরে, কারণটা অবশ্যই ছুটির।
কত কিছু প্ল্যান করা থাকতো, কি কি করতে হবে তার।
আবার যখন চাকরি জীবনে প্রবেশ করলাম তখন মনে হতো রবিবার আসলে একটা দিন রাস্তায় বেরোতে হবে না, ডেইলি প্যাসেঞ্জারি করবার হাত থেকে মুক্তি।
রবিবার রাত থেকেই মনটা খারাপ লাগতো পরের দিন এর কথা ভেবে।
কিন্তু আজ পরিস্থিতি এমন একটা জায়গাতে দাঁড় করিয়েছে যে চাইলেও রাস্তায় বেরোনো যাবে না, চাইলেও আজ আর ডেইলি প্যাসেঞ্জারি করাটা সুরক্ষিত নয়।
তখন বাইরে একদিন বেরোতে হবে না ভেবে খুশি হতাম আর আজ বেরোনোর সুযোগ নেই বলে মন খারাপ নিয়ে ঘরে বসে আছি।
কি অদ্ভুত তাই না? মানুষ আসলে কি পেলে খুশি আর কি না পেলে দুঃখী সেটা আজ ও বোধগম্মের বাইরে।
মনুষ্য জাতি আসলে স্বাধীনচেতা মনোভাবসম্পন্য তাই ইচ্ছের বহিরাগত কোনো কাজ কেই মেনে নেওয়ার অভ্যেস টা নেই।
তাই গতানুগতিক জীবন নিয়েও নালিশ আবার তার বাইরে গিয়ে জীবন কাটাতেও আপত্তি। সংস্কৃত ভাষায় বলে:-
"স্ত্রীরায়শ্চরিত্রম দেবা না জানন্তি কুতো মনুষ্যা।" যার বাংলা অর্থ স্ত্রী দের চরিত্র বোঝার ক্ষমতা সয়ং ভগবান এর নেই।
কিন্তু আজ আমার মনে হয় "মনুষ্য চরিত্র দেবা না জানন্তি।" কেবল স্ত্রী বললে ভুল বলা হবে।
কোনো কিছুতেই আমরা আসলে সন্তুষ্ট হতে পারি না।
জানিনা কতদিন এই ভাবে ছুটি কাটাতে হবে। তবে আমরা তো মানিয়ে নিতে অভ্যস্থ কাজেই এটাও ঠিক সয়েই যাবে।
ভালো থাকবেন সবাই, আজ আসি।
নমস্কার।
asole lockdown amon vabe asse and jasse kno kisur jeno thik thak bujha jasse nah sob elomelo hoye gase .
আর এই গৃহবন্দী জীবন ভালো লাগছে না। সব মিলিয়ে দিন দিন সব কিছু সহ্যশক্তির বাহিরে চলে যাচ্ছে। ভালোই লিখেছেন।
@sonu98 সাদা রঙের ফুলটা খুব সুন্দর। ঠিকই বলেছেন lockdown এ ঘরে বসে বসে দিন তারিখ সবই ভুলে যাচ্ছি।
সবার এখন অবস্থা একই রকম, একঘেয়েমি। ভালো থাকবেন @sampabiswas। সাদা রঙের প্রতি আকর্ষণ আছে আপনার বুঝলাম