সকল helpageindia বাংলা লেখকদের উদ্দেশ্যে।

in Helpage India4 years ago (edited)

IMG_20210404_235557.jpg

বন্ধুরা,
যদিও @helpageindia পোস্ট করে ব্যাপারটা mention করেছে তবুও যারা বিশেষত বাংলাতে লেখেন তাদের উদ্দেশ্যে জানতে চাই, আমাদের একজন লেখক @pulook বেশ কয়েকটি পোস্ট
এ অযথা downvotes পেয়েছে।

কাজেই যারা এখানে সততার সাথে পোস্ট করেছেন তারা এগিয়ে এসে প্রতিবাদ করুন এই অন্যায় এর বিরুদ্ধে।

কারণ এটা একটা পরিবার, আজ যেটা অন্যের সাথে হয়েছে কাল আপনার সাথেও হতে পারে।

তাই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানো আমাদের সকলের উচিত।

ক্ষমতার অপব্যবহার যারা করছে তাদের বোঝা উচিত অন্যায় করাটা যেমন অপরাধ ঠিক তেমনি অন্যায় সহ্য করা তার চাইতেও বেশী অপরাধ।

আমরা একটা পরিবার এবং এই পরিবারের কারোর বিরুদ্ধে যখন কেউ অন্যায় করবে সেটার জন্য রুখে দাড়ানো আমাদের কর্তব্য।

কাজেই, নিজেদের মতামত জানান।
@helpageindia তার পরিবারের প্রতিটি সদস্য কে নিয়ে নৈতিকতার সাথে কাজ করে চলেছে, তাই তার পাশে দাঁড়ানো টাও আমাদের কর্তব্য।

আমরা অন্যায় করবো না এবং কেউ আমাদের সাথে অন্যায় করলে সেটা কে সহ্য করা হবে না সেটাও বুঝিয়ে দিতে হবে।

আজ আমাদের একজন বন্ধুর সাথে যেটা হয়েছে সেটা কাল আপনাদের সাথে যাতে না হয় তার জন্য এগিয়ে আসুন।

কমিউনিটি তখন সফল হয় যখন একসাথে কাজ করা যায়।

তাই আপনারা এই অন্যায়ের প্রতিবাদ করুন।
ভবিষ্যতে কোনও বন্ধুর পরিশ্রম পণ্ড যাতে না হয় সেটা আমাদের সকলকে দেখতে হবে।

সেটা একজন কমিউনিটি member হিসেবে আমাদের দেখাটা দায়িত্ব।
নমস্কার।

Sort:  
 4 years ago 

Honestly, I am a writer myself. It is really very sad for a writer to have this kind of work. Whatever it is, I think a writer should not be like this in any way if he does not do wrong. @pulook hope everything should be clear. I am really impressed with your work because the role you are playing as an admin is really much appreciated for a users. However, in the future we will be by your side in exactly the same way.

 4 years ago 

@প্রথমেই ধন্যবাদ জানাই @sonu98 কে এগিয়ে এসে প্রতিবাদ জানানোর জন্য। যদিও @Helpageindia থেকেও step নেওয়া হয়েছে, তবুও family member হিসাবে আমাদেরও পাশে থাকা উচিৎ। আমিও প্রতিবাদ জানাচ্ছি এই অন্যায়ের বিরুদ্ধে,@pulook একজন দারুণ লেখক। জীবনের অনেক বিষয়ে আমরা তার থেকে জানতে পারি। তাই বিনা কারনে তার সাথে এই অন্যায়ের আমরা প্রতিবাদ করছি।আশাকরছি খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে।

 4 years ago 

We're just trying to grow the community well and we're trying to work well with everyone and try to be honest with everyone and try to collaborate with good writers. As far as I know that gentleman is a very good writer and his posts I have read in the community past. It's really sad. I think it's better not to have this kind of thing with a writer. Thanks admin for sincerely handle this issue.

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.041
BTC 93432.84
ETH 3299.80
USDT 1.00
SBD 8.34