একটু বৃষ্টির প্রতিক্ষায় দিন গুনছি।

in Helpage India4 years ago

IMG_20210519_233829.jpg

বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি সাবধানে ঘরে বসেই দিন কাটাচ্ছেন!
সত্যি বলতে বাইরে একটুও হওয়া বইছে না সাথে তাপমাত্রা প্রতিদিন বেড়েই চলেছে। আমি আজকাল প্রতিদিন বৃষ্টির প্রতিক্ষায় দিন গুনছি।
মাঝে একটু বৃষ্টি হয়ে পরিবেশটা কিয়দাংশ ঠাণ্ডা হয়েছিল।
কিন্তু সেই আবার যেকে সেই এত গরমে না কিছু খেতে ভালো লাগে না বিশেষ কোনো কাজ এ মনোনিবেশ করা যায়।
কোনো কোথাও আজকাল আর সহ্য হয় না। সবসময় যেনো হাপিয়ে উঠছি একটু কাজ করতে হলেই।
একটা অসহ্যকর পরিস্থিতিতে দিন কাটছে।

আগে সন্ধ্যে হলে বেরিয়ে পড়তাম নতুবা ছাদে উঠে খানিক হওয়া খেতাম, এখন বাইরে বেরোনোর উপায় নেই আর ফ্ল্যাট বাড়িতে ছাদে ওঠাটাই সুরক্ষিত নয়।
নানা জনের ওঠা নামা।

এমনিতেই একঘেঁয়ে হয়ে গেছে দৈনন্দিন রুটিন টা, তার উপরে এই গৃহবন্দি দশার সাথে তাপমাত্রার ঊর্ধ্বমুখী আচরণ যেনো একটা অসহ্য ঘেরাটোপ যার থেকে বেরোতে পারা যাবে কবে জানা নেই।

IMG_20210519_233709.jpg

এইভাবে চলতে থাকলে হয়তো মানসিক এবং শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়তে হবে।
কেমন একটা দিন আসল সত্যি বলতে জীবনে আমরা কেউ কিন্তু ভাবিনি এমন একটা পরিবেশ এর মধ্যে দিয়ে যেতে হবে।
এর পাশাপাশি জিনিসের মূল্য এইভাবে বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের পক্ষে ভালো খেয়ে থাকাটা দিন দিন স্বপ্ন হয়ে যাচ্ছে।
দৈনন্দিন সব জিনিসের মূল্যই আকাশছোঁয়া, তার উপরে কর্মহীনতা, সঙ্গে সঙ্গে গৃহ বন্দী জীবন, কোনো কিছুই আজ আর আমাদের পক্ষে যাচ্ছে না। সবকিছুই বিপক্ষে হয়ে গেছে।

সঞ্চয় আজ স্বপ্ন, রোজ খেতে পরতে পারাটাই এখন চ্যালেঞ্জ হয়ে গেছে।
একার পক্ষে এখন সংসার চালানোর বেশ কঠিন যদি সংসারে মানুষের সংখ্যা বেশি হয়।

মানবসমাজের আজ নিস্তার নেই কোনো দিক থেকেই।
অথচ বাঁচার লড়াইটা চালিয়ে যেতে হবে পরিণতির কথা না ভেবে।
কাজেই রোজকার লড়াই টা করে যাচ্ছি আর যে কতদিন করতে পারবো হয়তো করে যাবো।
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনি অপেক্ষায় থাকি দুফোঁটা বৃষ্টির।
নমস্কার।

IMG_20210508_170950.jpg

Cc:
@booming01
@booming02
@booming03
@booming04

Sort:  
 4 years ago 

@sonu98 আপনার মতই সকলে বৃষ্টির অপেক্ষায় আছি। আশাকরি খুব তাড়াতাড়ি আমাদের অপেক্ষার দিন শেষ হবে। ভালো থাকুন।

 4 years ago 

কি জানি মনে হচ্ছে বাস্তবে মরুতীর্থ হিংলাজ্ দেখছি @sampabiswas

 4 years ago 

একদিন সব ঠিক হয়ে যাবে ।আমরা আবার স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাতে পারবো ।এই অপেক্ষায় আছি ।ভালো লিখেছেন।

 4 years ago 

@shuvo35 এই মুহূর্তে স্বাচ্ছন্দ্য চাইছি না শুধু বৃতি চাইছি, স্বাচ্ছন্দ্য তো টাকা পয়সা দিয়ে পাওয়া যায়, কিন্তু বৃষ্টি নয়!😂

 4 years ago 

Amio sei owpekkhai ase vison gorom jibon akdom ses.

 4 years ago 

সবার পরিস্থিতি সমান, সাবধানে থেকো @hiramoni

 4 years ago 

Rain will come ..just wait

 4 years ago 

Yes still waiting, because except waiting can't do anything @lother68

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.25
JST 0.040
BTC 94492.16
ETH 3298.39
USDT 1.00
SBD 6.88