প্রতিদিন বাঁচার লড়াই - হয় করোনা নয়তো কর্মহিনতা।

in Helpage India3 years ago (edited)

IMG_20210514_181629.jpg

বন্ধুরা,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন। গতকাল জানিয়েছিলাম কলকাতায় পুনরায় লকডাউন ঘোষিত হয়েছে।

মহামারীর কারণে অফিস কাছারি বন্ধ, কাজেই কিছু মানুষ হয়তো ঘরে বসে কাজ করবেন, কিন্তু বহু মানুষ এমন ও আছেন যাদের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
আমার দুঃশ্চিন্তা তাদের জন্য।

আগের বার আমার বেশ মনে আছে, বাড়ির ছোট ছেলেমেয়েরা নিজেদের পড়াশোনার খরচ যোগাতে বাড়ির সামনে সবজি বিক্রি করতে বসেছিল।

অনেক ক্লাব, ঘরে ফেরা মজদুরদের জন্য খাবারের বন্দোবস্ত করেছিলো।
অনেক পাড়ায় আবার জিনিস পত্রের হোম ডেলিভারির ব্যবস্থাও করেছিলো অনেক ক্লাব থেকে।

এইবার পরিস্থিতি যে ভয়ংকর মাত্রা নিচ্ছে, জানিনা কোথায় গিয়ে শেষ হবে।
মানুষ করোনার সঙ্গে লড়বে বা পেটের সাথে সেটা ত আগামী পরিস্থিতি বলে দেবে।

সত্যি বলতে প্রতিদিন অসুস্থ মানুষ এর সংখ্যা এবং খবর দেখতে দেখতে কোথাও যেনো মানসিক ভাবে নিজেও অসুস্থ বোধ করছি।

এই মহামারী দুর হলেও মানসিক ভাবে আমাদের সুস্থ হতে আরো বেশ কিছু সময় লাগবে। কারণ অনেকেই বাতিকগ্রস্থ হয়ে পড়ছেন আতঙ্কে।

পাশাপাশি আর্থিক দুশ্চিন্তা, সব মিলিয়ে একটা ভয়াবহতা তাড়া করে বেড়াচ্ছে প্রতিটি মানুষকে।
কথায় বলে রাজার গোলা ও, বসে খেলে ফুরিয়ে যায়।

তাহলে মধ্যবিত্তের পরিস্থিতি কি হতে পারে সেটা কিয়দাংশ আন্দাজ করা যেতেই পারে।

এর মধ্যেও অবাক লাগে যখন কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের বিভিন্ন দ্রব্য করোনা সুরক্ষার নাম এ প্রচার করে।

আরে বাবা, কোনো দ্রব্য যদি করোনা থেকে দূরে রাখতে সক্ষম হতো তাহলে কি এত মানুষ অসুস্থ হতো!

কাজেই নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এখন মানুষকে দৈনন্দিন দিনগুলোকে সাবধানে পার করতে হবে, এটাই এখন সবচাইতে বড়ো চ্যালেঞ্জ।

যেকোনো সাবান এবং অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যাবহার ই যথেষ্ট।

তার জন্য কোনো হাতি ঘোড়া কোম্পানি কে অনুসরণ না করলেও চলবে।

আমি আগেও জানিয়েছি এবং এখনও আমার এটাই মনে হয় আমাদের আতঙ্কিত হবার চাইতে সচেতন হবার প্রয়োজন অধিক প্রয়োজন।

IMG_20210516_220603.jpg

সাবধানে থাকবেন, আজ আরো একটি অনুরোধ করবো, যদি নিজের ঘরে খাবার বেচে যায়, তাহলে সেটা ডাস্টবিন এ না ফেলে দিয়ে পথে ঘাটের কিছু মানুষ বা নিদেন পক্ষে পশুদের কে দিয়ে দেবে।

যদি আপনার সামর্থের মধ্যে থাকে কিছু প্রয়োজনীয় মানুষকে অবশ্যই নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

আজ এখানেই শেষ করছি সবাই সাবধানে থাকবেন।

Sort:  
 3 years ago 

sadharon manus er jnno amontai hoye gase akhn obstha. jaihok valo likhesen.

 3 years ago 

ধন্যবাদ আপনার মতামত এর জন্য @shuvo35

 3 years ago 

@sonu98 দিন দিন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সকলেই সেই চিন্তায় রয়েছি আজকাল।

 3 years ago 

সেটাই দুশ্চিন্তার বিষয় যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে @sampabiswas

 3 years ago 

Ki j hobe kisui bujha jasse nah. Sadharon manus er obstha vison kothin o kosto kor hoye giyese.

 3 years ago 

Sathik katha bolechen @hiramoni

 3 years ago 

very practical thoughts.. have faith on human race ..take care

 3 years ago 

We all are going through the most tough challenges @lother68 . You too take care of yourself and stay safe.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56587.45
ETH 2991.05
USDT 1.00
SBD 2.15