বাঙালি রাইটার দের আহ্বান জানাতে আজ আমার এই লেখা।
বন্ধুরা,
আপনাদের অসাধারণ লেখা পড়তে পেরে খুব ভালো লাগে আমার।
আজ আমি সকল বাংলা লেখক দের উদ্দেশ্যে লেখাটা লিখছি।
যারা এখানে বাঙালি লেখক আছেন, তাদেরকে অনুরোধ আপনাদের যদি কোনো বন্ধু বা পরিবারের কোনো মানুষ থাকে যিনি, লিখতে আগ্রহী, তাকে আমাদের এই পরিবার এ আমন্ত্রণ জানান।
শুধু একটাই অনুরোধ, আমরা বিগত প্রায় ২ মাস ধরে একনিষ্ঠতার সাথে কাজ করে চলেছি। কাজেই আমি তাদের চাই না যারা আর্থপিপাশু, কেবল অর্থই দিন শেষে যাদের একমাত্র ধ্যান জ্ঞান।
আমি আমন্ত্রণ করতে চাই যারা প্রকৃত জ্ঞান বিতরণ এ আগ্রহী।
যারা নিজেদের জীবনে সমস্ত অভিজ্ঞতা, জ্ঞান অন্যকে শেখাতে বা ভাগ করতে চায় আমি এমন মানুষদের এই কমিউনিটি তে চাইছি।
কেবলমাত্র SBD দাম ঊর্ধ্বমুখী বলে অন্য নাম দিয়ে একাউন্ট খুলে নিয়ে রোজগার করবার মানসিকতা রাখার মত মানুষদের এখানে চাইছি না।
কাজেই আমি দায়িত্ব নিতে বলছি @sampabiswas কে, যদি তার কোনো পরিচিত থাকে যে নিজের জ্ঞান এখানে ভাগ করতে ইচ্ছুক তাকে এখানে আনতে পারেন।
ভালো কাজ করছে সবাই সেটা দেখে ভালো লাগছে, ধন্যবাদ @royalmacro সাথে থাকার জন্য এবং প্রকৃত প্রতিভা যুক্ত সদস্য দের সমর্থন করবার জন্য।
আমার বোন এর মুখে অনেক প্রশংসা শুনেছি, আশাকরি, একদিন চাক্ষুষ আলাপ হবে।
আজ শেষ করলাম, ভালো থাকবেন সবাই।
@sonu98 ধন্যবাদ আপনাকে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য, আমি অবশ্যই চেষ্টা করব।
i also agree with you cause this are really good our community.
asolei amader valo valo writer dorkar tahole community ta r o valo hobe.