পরিস্থিতি যেমন ই হোক হেরে গেলে চলবে না।

in Helpage India3 years ago

IMG-20210404-WA0025.jpg

বন্ধুরা,
অনেকেই হয়তো ভাবছেন কথাটা তো জানা এবং বলাটাও সহজ, কিন্তু নিজের জীবনে কথাটিকে ফলপ্রসূ করাটা ততটাই কঠিন।
একদম সঠিক কথা বলেছেন। পরিস্হিতির সাথে লড়াইটা মোটেও সহজ নয়।

কিন্তু আমি যদি জানতে চাই ৩ টে সহজ পরিস্থিতির কথা বলুন যেটা খুব সহজে জীবনে করা যায়, তাহলেও কিন্তু আপনাকে ভাবতে হবে।
কেনো বলুন তো? কারণ জীবনের বেশ কিছু পরিস্থিতিকে আমরা কিয়দাংশ সেচ্ছায় কঠিন করে রেখেছি।

এটাও বিশ্বাস হলো না তো? কিন্তু এটাই বাস্তব।
জীবন কখনোই সহজ নয় সবসময় ই কঠিন। কিন্তু শর্ত হলো সেই কঠিন পরিস্থিতিকে সহজ বুদ্ধি , ধৈর্য্য এবং সময় দিয়ে সমাধান করা।

IMG-20210404-WA0021.jpg

আমাদের মধ্যে এই বিষয়গুলোর অভাব এর ফলস্বরূপ আমরা সামনে যে পথ টা সহজ সেটাকেই বেছে নি এবং তার পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই সমধুর হয় না।

সামান্য কষ্টকে এড়িয়ে চলতে গিয়ে আরো বড়ো সমস্যার সম্মুখীন হয়ে পড়ি।
স্কুল জীবনের কথা বলি আমি তখন ক্লাস 9 এর ফাইনাল পরীক্ষা দিচ্ছি।

পরীক্ষার হলে একটি মেয়ে হটাৎ করে উঠে দাড়িয়ে ক্লাস এ উপস্থিত শিক্ষিকাকে জানালো, সে কিছু লিখতে পারছি না কারন তার পাশে বসা মেয়েটি টুকলি করছে।

IMG_20210511_191726.jpg

যে মেয়েটি সম্পর্কে অভিযোগ করা হয়েছিল সে ক্লাস এ বরাবর তৃতীয় স্থান অধিকারী ছাত্রী ছিল।
স্বভাবতই আমরা সকলেই অবাক হয়ে গেছিলাম এমন একটি পরিস্থিতি দেখে।

তাকে পরীক্ষা থেকে উঠিয়ে স্কুল এর গার্ড দিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।
বাড়ি যাবার পথে মেয়েটি পুকুরে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।।

আশাকরি এখন আমার শীর্ষক এর যথার্থতা বুঝতে পারছেন।

ভুল করাটা আমাদের জীবনের একটি অঙ্গ, ঠিক তেমনি কঠিন পরিস্থিতির মোকাবিলা করাটাও। তার মানে কিন্তু হেরে যাওয়া বা সহজ রাস্তা বেছে নেওয়া নয়।
আজ এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।

Sort:  
 3 years ago 

@sonu98 একদমই সত্যি কথা লিখেছেন। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য মানসিক জোর ভীষণ ভাবে প্রয়োজন। অনেকে সেখানেই হেরে যাই।

 3 years ago 

kuboi bastobik akta bisoy niye likhesen. Dhonnobad aponake.

 3 years ago 

Sob maniye newyar namoi jibon. Sundor explanation koresen. Dhonnobad aponake.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56523.53
ETH 2982.54
USDT 1.00
SBD 2.15