কঠিন রাস্তা সবসময় একটি সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়।

in Helpage India4 years ago

IMG-20210516-WA0025.jpg

বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।
উপরিউক্ত কথাগুলি কম বেশি সকলের জানা, কিন্তু তবুও মনে হলো, আজ আপনাদের কাছে এই বিষয় নিয়ে একবার নিজের মতামত পোষণ করি।

জীবনের অনেক খানি পথ পেরিয়ে এসে কথাগুলির যথার্থতা আজ উপলব্ধি করতে পারি।
না হারালে যেমন পাওয়ার আনন্দ কে সঠিক ভাবে উপভোগ করা যায় না।

ঠিক তেমনি কঠিন রাস্তার প্রতিকূলতার মধ্যে দিয়ে গেলেই সফলতার মুখ দেখতে পাওয়া যায় এবং তার সঠিক গুরুত্ব অনুধাবন করা যায়।

এটা এখন যতটা সহজে বলছি, প্রতিকূলতার দিনগুলো কিন্তু ততটা সহজ ছিল না। শুধু আমার বলে নয়, কারোর হয়তো থাকে না।

কিন্তু এখানে পার্থক্য একটি জায়গাতে, সেটা হলে হাল ছেড়ে দেবার এবং হাল ধরে রাখার।
ধৈর্য্য, নিষ্ঠা, একাগ্রতা ধরে সবাই রাখতে পারে না।

IMG-20210516-WA0030.jpg

হটাৎ করে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে অনেক সময় সেটা আমাদের জন্য হিতকর হয় না।

একটি সুন্দর গন্তব্যের আশা আমরা সকলেই করি, অনেক বড়ো বড়ো মানুষ এর উদাহরন আছে, যারা আজ ও সফলতার শীর্ষে বসে আছেন।

তারাও কিন্তু রক্ত মাংসে গড়া মানুষ। তাহলে কেনো তারা পারছে এবং অনেক মানুষ সেখানে পৌছতে পারছেন না!

তার অন্যতম দুটি কারণ হলো, ধৈর্য এবং সহ্য।

ধৈর্য্য ধরে কোনো কিছু নিয়ে লেগে না থাকলে, কখনোই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।
আবার প্রতিকূলতার মার সহ্য করতে না পারলেও সেখানে পৌঁছনো সম্ভব নয়।

IMG-20210411-WA0035.jpg

এভারেস্ট বিজয়ী হয়েছেন যারা, তারা কিন্তু প্রকৃতির তাদের দিকে ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ কে যেমন সহ্য করেছেন, তেমনি নিজেদের লক্ষ্য কে জয় করবার জন্য ধৈর্য ধরে সব বাধাকে পেরিয়ে এগিয়ে গেছেন।

যদি সেটা তাঁরা না করে প্রতিকূলতার কাছে হার স্বীকার করে নিতেন তাহলে কি বিজয়ী হতে পারতেন?
নিশ্চই নয়।

ঠিক তেমনি সহজে হাল ছেড়ে দিলেও নিজের লক্ষ্যে পৌঁছনো কখনোই সম্ভব হয় না।
প্রতিকূলতাকে মেনে নিয়ে তাকে পায়ে দলে যারা এগিয়ে গেছেন, তারাই আজ সফলতার শীর্ষে বসে আছেন।

IMG-20210524-WA0078.jpg

কাজেই আমার মনে হয়, কোনো লক্ষ্যস্থির করবার আগে, নিজেকে প্রস্তুত করা দরকার; মানসিকভাবে যে, সেখানে পৌছতে যতো বাধাই আসুক না কেন হার মানা চলবে না।

তবেই লক্ষ্য পথে যাত্রা শুরু করা উচিত।
সবরকম বাঁধা পেরোবার মনোবল সঞ্চয় করে, যাত্রা শুরু করলে লক্ষ্যস্থলে পৌঁছনো সম্ভব।

বেশির ভাগ ক্ষেত্রেই মানুষ হাল ছেড়ে দেয় এবং পরিনতিস্বরুপ তারা একটি আবদ্ধ গণ্ডিতেই ঘোরা ফেরা করে কোনোদিন গন্তব্যের পৌঁছতেই পারেন না, এবং সত্যি বলতে এমন মানুষের সংখ্যাই বেশী।

এটা ছিল আমার উপলব্ধি, আপনাদের ভিন্ন মতামত থাকতেই পারে।
আজ এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই।

Sort:  
 4 years ago 

setting goal is important.. to achieve the goal ,process is more important... well thought writing

 4 years ago 

Thank you for understand my thoughts. Stay safe and blessed @lother68

 4 years ago 

@sonu98 খুব সুন্দর ভাবে আপনি আপনার মতামত পোষণ করেছেন।আমিও আপনার সাথে একমত।কঠিন রাস্তা পার করে গেলে গন্তব্যে পৌঁছে যেমন আনন্দ হয়, তেমনি ওই কঠিন সময় পেরোনোর সময় কাছের মানুষদেরও চেনা যায়। ভালো থাকবেন।

 4 years ago 

অনেক ধন্যবাদ @sampabiswas সহমত পোষণ করবার জন্য, ভালো থাকবেন।

 4 years ago 

সঠিক কথা বলেছেন, সহমত পোষণ করি @sonu98

 4 years ago 

ধন্যবাদ আপনাকে সহমত পোষণ করবার জন্য @pulook

 4 years ago 

Really amazing post.

 4 years ago 

Thank you for your lovely comment @simaroy

 4 years ago 

ধৈর্য্য থাকলে একদিন লক্ষ্যে পৌঁছানো যায়।
তার জন্য নিজেকে পরিশ্রম করা উচিৎ।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.25
JST 0.040
BTC 93937.09
ETH 3283.56
USDT 1.00
SBD 6.64