কোনো কিছু শেখার জন্য নিষ্ঠা, একাগ্রতা, ধৈর্য এবং অধ্যাবসায় এর প্রয়োজন।

in Helpage India4 years ago (edited)

IMG-20210521-WA0015.jpg

বন্ধুরা,
আশাকরি সবাই ভালো আছেন? আজ শীর্ষক টি নির্বাচনের যথেষ্ট কারণ আছে।

কিছু কিছু মানুষের আচরণ জীবনের দীর্ঘ সময় ধরে দেখে, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই, এই শীর্ষক নির্বাচন করবার অন্যতম কারণ।

আমি এই মানুষগুলোকে কয়েকটি ভাগে ভাগ করেছি।
যেমন, প্রথম শ্রেণীর মানুষ গুলি সারাজীবন কেবল না পাওয়ার হিসেব করে করেই কাটিয়ে দিতে অভ্যস্থ।

কি পেয়েছে জীবনে তার ধারে কাছেও না গিয়ে শুধু সারাজীবন দুঃখেই এই ভেবে কাটান যে, অন্যের কি আছে আর নিজের কি নেই।

আবার আর এক্ শ্রেণীর মানুষ আছেন যারা সুযোগ সন্ধানী, যখন পাওয়ার সম্ভবনা আছে তখন আশে পাশে বেশ বিচরণ করতে দেখা যায়।

যতক্ষণ পাওয়া যাবে ততক্ষণ তাদের দর্শন, কিন্তু যদি ঘুণাক্ষরেও টের পেয়ে যায় যে পাওয়ার সম্ভবনা প্রায় শূন্য তখন তারা ডুমুরের ফুল হয়ে যায়।

আবার তাদের দেখা পাওয়া যায় যখন তারা বোঝে নিজের উপস্থিতিতে নিজের লাভ আছে।

IMG-20210518-WA0009.jpg

আরেক ধরনের শ্রেণী ও আছেন যারা নিজেদের কষ্টের এবং লড়াই এর কথা শুনিয়ে কাজের সুযোগ পেতে আগ্রহী;

অবাক ব্যাপার হলো সেই সুযোগ দেবার পর তাদের আসল চেহারা টা বুঝতে পারা যায়।
সবটাই বসে বসে পেলে ভালো হয়।

না পরিশ্রম করার ইচ্ছে , না শেখার আগ্রহ , না নিষ্ঠা, না অধ্যাবসায় । শুধু বুঝতে না পারার ভান করে অন্যের সাহায্যে অর্থ উপার্জনের চেষ্টা।

কিন্তু মিথ্যে দিয়ে জীবনে বেশিদূর এগোনো যায় না, যে বার বার সুযোগ দিচ্ছে তাকে বোকা ভাবার কোনো কারণ নেই।

সে তার সহ্য এবং ধৈর্য কে কাজে লাগিয়ে রত্নাকর কে বাল্মীকি তৈরির চেষ্টায় সামিল করেছে নিজেকে।

অবশেষে বলতে চাই, সুযোগ আসলে তাকে সততার সাথে কাজে লাগিয়ে, নিজের নিষ্ঠা, সততা, পরশ্রম দিয়ে জয় করবার চেষ্টা করুন।

সেটা না করে ভাগ্যের দোষ দিয়ে, কপাল চাপ্রে, অন্যের তাবেদারী করে বা চোখের জল ফেলে কাজ হাসিল করলে সেটা সল্প স্থায়ী হয়।

শেখার কোনো নির্দিষ্ট বয়স বা সময় নেই। কাজেই আমি শ্রদ্ধা করি তাদের যারা নিজেদের একাগ্রতা , নিষ্ঠা , সততা এবং অধ্যবসায় এর সাথে কাজ করাতে বিশ্বাসী।

IMG_20210514_220258.jpg

আশাকরি এই কমিউনিটি তে , নিষ্ঠার সঙ্গে কাজ করবার মত মানুষের ভীড় টাই চোখে পড়বে।
নইলে ফলাফলের দায়িত্ব যার যার নিজের।

নমস্কার।

Sort:  
 4 years ago 

@sonu98 একদমই সত্যি কথা লিখেছেন। তবে আমার বিশ্বাস এই community তে যাঁরা আছেন সবাই নিশ্চয় তাদের নিজেদের কাজের ক্ষেত্রে নিষ্ঠা,একাগ্রতা দেখাবেন। ভালো থাকবেন।শুভরাত্রি।

 4 years ago 

I am also hoping the same @sampabiswas

 4 years ago 

আপনি ঠিক কথা বলেছেন।কাজটাকে কাজের মত নেওয়া উচিত।তাকে অবহেলা করা উচিত নয়।

 4 years ago 

আপনার প্রতিটি গল্প ভীষণ অনুপ্রেরণা মূলক। আমার ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

Dhonyobad @shuvo35

 4 years ago 

I try to read your content whenever I have time and there is a lot to learn from them that is very real life centered. Thank you.

 4 years ago 

Thank you @hiramoni for going through my content

 4 years ago 

Very true and nicely written

 4 years ago 

Thank you for your lovely comment @lother68

 4 years ago (edited)

Universal truth . I learned a lot more from reading your writing. Thanks a lot @sonu98 friend.

 4 years ago 

Great to know that my writing helping someone @simaroy

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.039
BTC 94308.59
ETH 3252.61
USDT 1.00
SBD 3.13