কাল থেকে এখানে আবার lockdown শুরু।

in Helpage India3 years ago (edited)

IMG-20210511-WA0006.jpg

বন্ধুরা,
কেমন আছেন সবাই, আমি অন্য বিষয় কথা শুরু করবার আগে জানাতে চাই, যারা এখানে পোস্ট করছেন, নিয়মিত প্রত্যেকে নিয়ম করে একজন আর একজনকে পোস্ট এ ভোট, কমেন্ট এবং রিস্টিম টা নিয়মিত করবেন।

নিজেদের পরিবারকে সমৃদ্ধশালী করতে হলে যৌথ উদ্যোগের প্রয়োজন।
অনেকেই ভালো কাজ করছেন সেটা দেখেও ভালো লাগে।

যাইহোক আমাদের কলকাতা তে কাল থেকে পুনরায় লোকডাউন ঘোষিত হয়েছে। একদিক এ বিষয়টি সমর্থনযোগ্য তবে অনেক দিন - আনা, দিন -খাওয়া মানুষের জন্য আবার একটা কঠিন পরিস্হিতি যোগ হলো করনার সাথে।

আগের পরিস্থিতির থেকেও চরম খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে এইবার। এবং খারাপ লাগলেও কিয়দাংশ তার জন্য দাই কিছু আমাদের মত মানুষ।

আমি এর আগের বার বহু মানুষকে দেখেছি, লকডাউনের সময় এবং লকডাউন কিছুটা শিথিল হবার পর ও অনেকেই মাস্কবিহিন হয়ে রাস্তা ঘাট এ আড্ডা দিচ্ছে, বাজার করছে।

IMG-20210413-WA0016.jpg

এমন ও কিছুজনকে দেখেছি যারা নাম করতে মাস্ক সঙ্গে রেখেছেন কিন্তু সেটা পরিধানের জন্য নয়, থুতনির শোভা বাড়ানোর জন্য।

তার সাথে ভোটের বন্দোবস্ত মিলে সোনায় সোহাগা হয়ে করোনা এখন জেকে বসেছে আমাদের জীবনে।

রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগ্রার প্রাণ যায়।
এতো অতীত থেকেই চলে আসছে, আজ ও তার ব্যতিক্রম হলো না।

আজকাল প্রতিদিন এই দুঃশ্চিন্তায় ঘুমোতে যাচ্ছি, সকাল হলেই না জানি আবার কোন খারাপ খবর শুনতে হবে।

সবচাইতে বড় কথা আগে গলায় ব্যথা হলে, এত দুঃশ্চিন্তায় ভুগতাম না, ঠান্ডার ঘাড়ে দোষ চাপিয়ে গরম জল দিয়ে গার্গল করে নিশ্চিন্তে ঘুমোতে যেতাম।

আজকাল তো গলা ব্যথা হলে রীতিমতো ঘুম উড়ে যাচ্ছে এই ভয় তে, পাছে করোনা এসে জুটলো কিনা।

কি যে বিপদ এসে হাজির হলো আর কবে নিস্তার পাওয়া যাবে সবটাই অনিশ্চিত।
যাক ভালো থাকবেন সবাই, অযথা বাইরে বেরোবেন না।

IMG-20210305-WA0018.jpg

নমস্কার।

Sort:  
 3 years ago 

@sonu98 ঠিক বলেছেন দিন রাত ভয়ে ভয়ে কাটছে, না জানি কখন করোনা এসে থানা বসাবে।

 3 years ago 

উলুখাগড়ার জীবন আজ ভীষণ কঠিন হয়ে গেছে। জীবনের সব থেকে চরম ও কঠিন ও কঠোর সময় এখন সাধারণ মানুষ অতিবাহিত করছে। ভালো লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ @hiramoni , এটা চির সত্য যে উলুখাগড়ারা সমসময় শিকার এবং রাজারা শিকারি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60968.19
ETH 2367.91
USDT 1.00
SBD 2.56