হাসি খুশি এবং আমাদের জীবন। Entertainment for life
আনন্দ এবং আমাদের জীবন
আমাদের জীবনের জন্য আনন্দ এবং হাসিখুশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সকলেই জানি জীবনের আরেক নাম দুঃখ এবং কষ্ট।কিন্তু দুঃখ এবং কষ্ট যতই থাক দুঃখ এবং কষ্টের মাস থেকে আমাদের অবশ্যই সুখ খুঁজে বের করে নিতে হবে।
সুখ বড় পরশপাথর।তাই সুখের দেখা মিলাতে হলে আমাদের জীবনে অনেক পরিশ্রম এবং কঠোর কষ্টের মাধ্যমে সেটি অর্জিত করতে হয়। কষ্ট ছাড়া সুখের দেখা মেলে না।
সুতরাং জীবনে যদি সুখ পেতে চাও এবং হাসিখুশি থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্রথমে কষ্ট এবং কঠোর পরিশ্রমই হতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া তুমি কখনোই জীবনে সুখ।
ছবি সংগ্রহ
বন্ধুরা আমি একটু রসিক মনের মানুষ। সব সময় হাসি খুশি এবং আনন্দে খুব বেশি পছন্দ করি। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতে আমি খুব বেশি ভালোবাসি। কেননা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।তাই আমি তাদের সাথে খেলাধুলা করে তাদের মন ফ্রেশ করার চিন্তা করি এবং নিজেকেও বাচ্চাদের মত করতে ভালোবাসি
নিচের চিত্রগুলো লক্ষ্য করো। এগুলো হচ্ছে আমার ছোট ছোট ছেলে মেয়ে গুলো। যারা আমাকে খুব বেশি ভালোবাসে এবং আমিও তাদেরকে অনেক ভালোবাসি। কেমন আছো ছোট ছেলে মেয়ে গুলো হল নিষ্পাপ। তাই পৃথিবীতে সব থেকে আগে তাদেরকে ভালোবাসা উচিত এবং তাদের খেয়াল রাখা উচিত।
আমাদের জীবনের জন্য হাসি খুশি থাকাটাই অনেক গুরুত্বপূর্ণ। কেননা হাসিখুশি থাকলে মন এবং শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। তাই আমাদের পর্যাপ্ত পরিমাণে হাসা উচিত।কেননা আমরা যখন হাসে তখন আমাদের শরীরের নার্ভাস গুলো খুব ভালোমতো সিস্টেমেটিক অনুযায়ী কাজ করে এবং সে ক্ষেত্রে আমাদের মন ভালো থাকে। অতঃপর মন ভাল থাকে মানেই শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটে।সুতরাং যতটা সম্ভব আমাদের সব সময় প্রতিষ্ঠিত পরিমাণে হাসা উচিত এবং সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করা উচিত। যেটা আমাদের শরীরের পক্ষে অতীব ভালো একটি কাজ
কিছু উপদেশ
তো বন্ধুরা সব সময় হাসি খুশি থাকো সুস্থ এবং সুন্দর থাকার চেষ্টা করো। জীবন মানেই কষ্ট যেখানে অবধারিত থাকবেই। কষ্ট পেলে কখনই হাল ছেড়ে দেওয়া যাবে না।কষ্টের সতী নিজেকে ভাসিয়ে দিলে জীবনের হাল ছেড়ে তুমি হয়ে যাবে একজন দিশেহারা পথিক।সুতরাং সব সময় কষ্ট কে মোকাবেলা করার চেষ্টা করতে হবে।