You are viewing a single comment's thread from:
RE: বৈচিত্র্যময় এই পৃথিবীতে সবচাইতে বৈচিত্র্যময় দর্শনীয় বিষয় হলো মানুষ।
@sonu98 গল্পটা শেয়ার করে ভালো করলেন,প্রয়োজনে এমন বুদ্ধি আমারও কাজে লাগতে পারে।কারণ মানুষ চেনায় আমি বড্ড কাঁচা। আর সত্যিই অনেকে জানে না ঘরে বসেও কাজ হয়, তবে এই lockdown এর কারণে অনেকে work from home কথাটার সাথে পরিচিত হয়েছে।
করোনার আগের ঘটনা এটা, তাছাড়া করোনা তেও ঘরে বসে কাজ তারাই করে যারা বেশির ভাগ IT sector এ কাজ করেন,এখনও অনেকের কাছেই ওয়ার্ক ফ্রম হোম অজানা। তারপর যদি কেউ ৩৬৫দিন ঘরে কাটায়।@sampabiswas
@sonu98 আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। আমি শুধু বলতে চাইছি করোনার সময়েই বেশী মানুষ জানে work from home বলেও কিছু হয়। তবে এখনও অনেকেই জানেনা এটাও ঠিক। ভালো থাকবেন।
এখন সবসময় চোখ, কান খোলা রেখে কাজ করা উচিত, ভয় চেনা শত্রুকে নিয়ে নয়, সচেতন থাকতে হয় বন্ধু নামের শত্রুদের জন্য @sampabiswas