"অংশগ্রহন করাটাই আসল কথা,ভালো ফল হলে অবশ্য তার আনন্দ অন্যরকম"
প্রিয়,
পাঠকগণ,
কেমন আছেন সবাই? আশাকরছি সকলেই সাবধানে আছেন।
জীবনের অনেক ক্ষেত্রেই হেরে যাওয়ার অভিজ্ঞতা আছে আমার। তবে খুব কম সংখ্যক জায়গা আছে যেখানে আমি জিতেছি। যখনই কোনো কিছুকে একে বারে নিজের বলে আঁকড়ে ধরেছি ঠিক কোনো না কোনো কারণে এটা প্রমাণ হয়েছে সেটা আমার নয়।
কাল যখন @sonu র পোস্টে দেখলাম @helpageindia animal photography contest এ আমি প্রথম হয়েছি।ভীষণ ভালো লাগলো।আসলে blockchain সম্পর্কে আমার অভিজ্ঞতা একদমই ছিলো না।@sduttaskitchen মানে, সুনীতাদির হাত ধরে যখন প্রথম পোস্ট করতে শুরু করলাম, বেশ ভালোই লাগলো।
নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা,মনের চিন্তা ভাবনা,ভালো লাগা - মন্দ লাগা সবটা শেয়ার করার এমন একটা জায়গা পেলাম,যেখানে নিজের জীবনের পাশাপাশি অন্যদের থেকেও অনেক কিছু শিখতে শুরু করলাম।
এই রকম একটা প্ল্যাটফর্ম এ প্রথমবার একটা contest এ অংশগ্রহণ করলাম।অংশগ্রহণ করার সময় একদমই ভাবিনি যে প্রথম হয়তে পারবো,বা একেবারে লাস্ট হবো।আমি শুধুমাত্র ভালোবেসে অংশগ্রহণই করেছিলাম।
যেহেতু এটা animal photography contest ছিলো তাই আমার জন্য খুব একটা কঠিন ছিল না বিষয়টা। আমি পিকলু কে নিয়ে লিখেছিলাম। তেমন কিছু লিখিনি,শুধু ওর daily activities গুলো ক্যামেরা বন্দি করেছিলাম,সেই বিষয়ে কিছু কিছু কথা লিখেছিলাম যেমনটা contest এর rule বলা হয়েছিলো।
আমার কাছে জেতাটা একটা স্বপ্নের মতোই ছিলো।প্রথম বার জেতায় অবশ্যই আমি ভীষণ খুশী। আমার পাশাপাশি @piudey এবং @jlufer ও খুব ভালো লিখেছেন। আর @royalmacro পোস্টটা ও খুব ভালো ছিলো।
অন্যদিকে @shuvo35 ও @hiramoni অংশগ্রহণ করেছিল। হয়তো এইবার তাড়া একটু পিছিয়ে পড়েছিল, তবে সামনের contest গুলোতে নিশ্চয় ভালো হবে।
সকলের জন্য শুভকামনা রইল। আর সবাইকে ধন্যবাদ আমার লেখাকে এই ভাবে সাপোর্ট করার জন্য।
ভালো থাকুন,সকলের দিনটা ভালো কাটুক।🙏
Ami aponar contest prothomei pore ami bissas kortam apni valo kisu deserve koren.
tumi sotti onk sundor likhe cile .jaihok congratulate.
Congratulations , well done