গাঁয়ের ছেলে

in Helpage India4 years ago (edited)

IMG-20210226-WA0039.jpg

তাল গাছে ঘেরা ওই পুকুরের পাড়;
সবুজের সমারোহ তারই চারিধার।

ধানিজমি চারপাশ, আলপথ সরু;
তারই মাঝে ওই দেখা যায়, চড়ে বেড়াচ্ছে গরু।

আরো কতো বৈচিত্র্য আছে গাঁয়ের মাঝে;
রাখালের বাঁশি আজও শোনা যায় সাঁঝে।

IMG-20210226-WA0016.jpg

ওই যে মাঠটি দূরে দেখা যায় ফাঁকে;
মোর ঘর আছে ঠিক তার দক্ষিণ বাঁকে।

রাত হলেই ঝিঁ ঝিঁ ডাকে, জোনাকির আলো;
নির্মল বাতাসের মাঝে, এই আছি বেশ ভালো।

নেই কোনো কালো ধোঁয়া, নেই রেষারেষি;
অর্থের চাইতে আজও এখানে, মনুষ্যত্বের দাম বেশি।

অলি, গলি, রাজপথ নাইবা রইলো হেথা;
তমসা নামলে ফিরি ঘরে,যে থাকি যেথা।

যদিও, নেই কোনো রাজকীয় পরিকাঠামো;
তবুও ,আমার আলপথ রাজপথ সম।

নেই কোনো দলাদলি, নেই মেকি হাসি;
তাই আমি গাঁয়ের ছেলে, মোর গাঁকেই ভালোবাসি।

IMG-20210226-WA0040.jpg

FB_IMG_1537773905366.jpg

 কবি- অঙ্কিত।

( Poetry written by-Ankit)
With Love.

Sort:  
 4 years ago 

As beautiful as the picture is, the writing is beautifully arranged.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.036
BTC 100563.84
ETH 3104.93
SBD 4.74