Achievement -1 স্টিমিট প্ল্যাটফর্মে আমার পরিচয়।steemCreated with Sketch.

in Newcomers' Communitylast year (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

স্টিমিট প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে আপনারা সবাই ভালো আছেন।সুস্থ আছেন। আমি ও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

IMG_20231109_160516_685.jpg

আজকে আমি আপনাদের সাথে আমার পরিচয় শেয়ার করবো।

আমার পরিচয় :

নাম : ইসরাত জাহান
থানা:কলারোয়া
জেলা:সাতক্ষীরা
বিভাগ :খুলনা
রাজধানী: ঢাকা
জাতীয়তা:বাংলাদেশী
আমার পরিচয় :
আমরা তিন ভাই বোন, আমি একমাত্র মেয়ে,, সবার আদরের আমি পরিবারে২য় সন্তান বড় ভাই বিবাহিত,, ছোট ভাই পড়লেখা করে দুইভাই আর মা বাবা কে নিয়ে আমাদের একটি সুখী পরিবার।

IMG_20231109_161815_176.jpg

আমাদের গ্রাম :
আমাদের গ্রামের নাম গোয়ালচাতর। ছোট একটি গ্রাম। গ্রামের দিয়ে ছোট একটি নদী বয়ে গেছে। আমাদের গ্রামের মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ রয়েছে আর ও অনেক কিছু, আমার জন্ম স্থান ছোট বেলা থেকে এখানেই বড় হয়েছি প্রাথমিক শিক্ষা গোয়ালচাতর স্কুল থেকে শেষ করেছি।

IMG_20231110_121945_765.jpg

আমার শিক্ষা জীবন : আমি কলেজে লেখা পড়া করি, আলহামদুলিল্লাহ অনার্স ২য় বর্ষে ছাত্রী। দুই বছর পর অনার্স শেষ করে (মাস্টার্স সমাপনী) শেষ হবে ইনশাআল্লাহ।

আমার পছন্দ : আমি ছোট বেলা থেকে লেখা পড়া খেলাধুলা এবং ফটোগ্রাফি করতে পছন্দ করি। শুধু তাই নয় রান্না বান্না করতে পছন্দ করি। মায়ের হাতের রান্না আমার সবচেয়ে বেশি পছন্দ। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। তাই তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ভ্রমণ করেছি।

আমার ইচ্ছে : আসলে প্রত্যেকটা মানুষের অনেক ইচ্ছে থাকে। কিন্তু পথ চলতে চলতে কিছু ইচ্ছে পূরণ হয় আর কিছু ইচ্ছে বাকি থেকে যায়,, আমি পড়ালেখার পাশাপাশি অনলাইনে ভালো কিছু করতে চাই,, তাই আমি নির্ভর যোগ্য প্লাটফর্ম কেই বেছে নিয়েছি। আমি বুকভরা আশা রাখি। ভবিষ্যতে এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ।

স্টিমিট প্লাটফর্মে আমার আশার মাধ্যম : আমি এই প্লাটফর্মে এসেছি আমার ভাইয়ের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে আমার ভাইয়ের ইউজার নাম @baizid123 আমার ভাই এই প্লাটফর্ম দীর্ঘদিন ধরে কাজ করছে। আমি আমার ভাইয়ের থেকে এই প্লাটফর্ম সম্পর্কে ভালোভাবে জানতে পারি এই দুর্দান্ত প্লাটফর্ম কাজের প্রতি খুব বেশি উৎসাহিত হয়।তাই উনি আমাকে এই প্লাটফর্মে আসার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করেছে।

আমি এই প্লাটফর্মে নতুন। কিভাবে কাজ করতে হয় অবশ্যই আমাকে পরামর্শ দেবেন। এই প্লাটফর্মের সকল নিয়মকানুন মেনে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভুল ত্রুটি হয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমার পরিচয় মূলক কথা এখানে শেষ হয়ে গেলো ,,, আশা করি সবার ভালো লাগবে।
সবাই সুস্থ থাকবেন,, সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ।

আমার ফেসবুক প্রোফাইল লিংক

Sort:  

হ্যালো , স্টিমে আপনাকে স্বাগতম

আপনার তৃতীয় ছবিটি Bluetooth বা অন্য কোনো মাধ্যমে গ্রহণ করা হয়েছে । আমি আপনাকে জানাতে চাই যে এচিভমেন্ট-১ পাবলিকেশন অবশ্যই ইউনিক এবং অরিজিনাল হওয়া উচিত ।

আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল লকটড করা রয়েছে । ফেইসবুক প্রোফাইলটি আনলকড করে আপনার টাইম লাইনে এই পাবলিকেশনটির লিংক শেয়ার করুন ।

আপনার হয়ে গেলে এই কমেন্টের রিপ্লাই করুন যাতে আমি যাচাই করতে পারি । ধন্যবাদ

 last year 

স্যার আমি ঠিক করে নিয়েছি আপনি একটু চেক করে নিবেন। আমি তো জানতাম না,, তার জন্য একটু সমস্যা হয়েছিলো,ধন্যবাদ স্যার।

আপনার এই পোস্টটির লিংক আপনার ফেইসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং পোস্টটির স্ক্রিনশট এই কমেন্টে শেয়ার করুন । আপনার হয়ে গেলে এই কমেন্টের রিপ্লাই করুন যাতে আমরা সেটি যাচাই করতে পারি ।

 last year 

স্যার আামর ফেসবুক prolific এ লিংক শিয়ার করেছি।
Screenshot_20231110-170048.png

 last year (edited)

হ্যালো ,ধন্যবাদ আপডেটটি করার জন্য । তবে আমি আপনার টাইমলাইনে পোস্টটি দেখতে পাচ্ছি না । আপনার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা পোস্টটির লিন্ক এইখানে শেয়ার করুন যাতে আমি সেটি যাচাই করতে পারি । ধন্যবাদ আপনাকে

 last year 

হ্যালো, ধন্যবাদ আপডেটটি করার জন্য । কমিউনিটিতে আপনার অরিজিনাল কন্টেন্ট প্রতিনিয়ত পাবলিশ করুন যাতে আমরা আপনার সম্পর্কে ভালোভাবে জানতে পারি ।

 last year 

ধন্যবাদ স্যার,, আমি প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করবো।

TEAM 1

Congratulations! This comment has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @radjasalman



Loading...
 last year 

Your post should contain the steemexclusive tag. Because posts should be #steemexclusive. Steemexclusive means the post is only shared on steemit and not on any other platform.

 last year 

স্যার আমি জানতাম না,, ঠিক করে দিয়েছি,, আমি সব সময় খেয়াল রাখবো,,পরবর্তীতে ভুল যেন না হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।

 last year (edited)
@isratjahanpriya Steemit প্লাটফর্মে তোমাকে স্বাগতম।আমি বিশ্বাস করি তুমি এই প্লাটফর্মে সততার সাথে কাজ করে যাবে। এবং steemit এর সকল নিয়ম মেনে চলবে। এবং তোমার প্রতি আমার এই বিশ্বাস আছে বলে তোমাকে আমি এখানে নিয়ে এসেছি তাই অবশ্যই তুমি সব নিয়ম মেনে চলবে এবং সততার সাথে।

তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো এবং সুস্থ থাকবে।

 last year 

আমিও সততার সঙ্গে steemit প্লাটফর্মে কাজ করে যাবো। এবং নিয়ম মেনে কাজ কারার চেষ্টা করবো,, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ,, নিজের খেয়াল রাখবেন,, আপনার জন্য অনেক শুভকামনা রইল,

This post has been upvoted through Steemcurator09


Team Newcomer- Curation Guidelines For November 2023
Curated by - @𝗁𝖾𝗋𝗂𝖺𝖽𝗂

Note:

We invite all newcomers from 0 to 3 months of existence in steemit to use hashtags #newcomer and #country.

Greetings,

Welcome to the steemit platform.Thank you for completing the Achievement-1 task. Hope you feel comfortable and enjoyable sharing here. Please continue to the Achievement 2 task. Here I will send the guide:


Achievement 2 Task



rate 1

Feel free to contact me if you need any help:

Thank You
Ripon

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 94692.02
ETH 3236.92
USDT 1.00
SBD 3.29