Achievement 1: My first introduction post || My User name is @haney0
আসসালামু আলাইকুম আমি উম্মে হানি। আমি এই প্ল্যাটফর্মে নতুন আপনাদের সাথে কাজ করতে এসেছি।
পরিচয় : আমার পুরো নাম উম্মে হানি স্বর্ণালী ।ডাকনাম বিথী। বাসা উথুরা, ভালুকা, ময়মনসিংহ।বাবা একজন পুলিশ এবং মা হাউস ওয়াইফ। ছোট একটা ভাই আছে বর্তমানে এইচএসসি স্টুডেন্ট।
বৈবাহিক অবস্থা : আমি বিবাহিত এবং পেশা হাউস-ওয়াই। ছয় বছরের বিবাহিত জীবনের বর্তমানে আমার একটা ১৬ মাসের মেয়ে বাবু আছে। আমার স্বামী একজন শিক্ষক।
শিক্ষা জীবন : যেহেতু বাবা পুলিশে জব করত সেহেতু আমার শিক্ষা জীবন একটু ভিন্ন রকমের। ময়মনসিং মুক্তাগাছা থেকে আমার শুরু হয়। সেখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভে ওঠার পরে তিন মাস পরে আমার আব্বুর রাঙ্গামাটি বার বুনিয়া ট্রান্সফার হয়ে যায় এবং আমাদের থাকার অসুবিধা জন্য আমার দাদু বাড়িতে চলে আসি।
সেখানকার স্কুলে তিন মাস ক্লাস করার পরে আবার আমার আব্বুর সাথে রাঙ্গামাটি চলে আসি এবং ফাইনালি আমি ক্লাস ফাইভ এর পিএসসি পরীক্ষায় সেখানে অ্যাটেন্ড করি। ক্লাস সিক্সে ওঠার ছয় মাস পরে আমরা আব্বুর ট্রান্সফার হয়ে যায় সাভার আশুলিয়া। আবু সেখানে চলে যায় কিন্তু আমরা দাদু বাড়িতে চলে আসি।
দাদুবাড়ি স্কুলে ক্লাস সিক্স এর ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আবার আব্বু সাভার বাসা নিয়ে আমাদের চলে যায়।সাভারে আশুলিয়া ক্লাস সেভেন এইট কমপ্লিট করে আবার দাদু বাড়িতে চলে আসি ।
সেখানে ক্লাস নাইন এবং টেন শেষ করে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ। পরবর্তীতে আব্বুর পোস্টিং ঢাকা উত্তরায় থাকায় সেখানে মোল্লাতে প্রধান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দুই বছর পড়ার পরে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আল্লাহর অশেষ রহমতে সফলতা অর্জন করি।
মাওনা পিয়ালী কলেজ ইউনিভার্সিটি থেকে ইসলামিক ইতিহাস সংস্কৃতি বিভাগ থেকে আমি অনার্স কমপ্লিট করি।
পছন্দ অপছন্দ : শাড়ি পড়তে অনেক পছন্দ করি শাড়ি আমার অনেক ভালো লাগে। তেমন ভালোভাবে সাজতে পারি না তারপরও সাজতে ভালো লাগে। ঘুম আমার অনেক পছন্দ। এছাড়া আম্মুর হাতে খাবার আমার অনেক পছন্দ।ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগে। ঘুরতে অনেক ভালো লাগে ফ্রেন্ডের সাথে। আমার মেয়েকে নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। সারাদিন মেয়ের সাথে অনেক মজা করি
এছাড়া হাজবেন্ডের সাথে তেমন ঘোড়া হয় না কারণ উনি অনেক ব্যস্ত মানুষ । মোটামুটি রান্না করতেও অনেক ভালো লাগে
মেকআপ করতে একদমই পছন্দ করি না। অফিস কল গুলোতে অনেক বিরক্ত হই। কেউ ঘুমের সময় এসে ডাক দিলে অনেক বিরক্ত হই। কেউ আমার সামনে এসে অন্যের দোষ বললে ওই লোকের উপর বিরক্ত হই এটা আমার একদমই পছন্দ না।
ভবিষ্যৎ পরিকল্পনা : ভালো একটা জব করার ইচ্ছা আছে। সবারই ইচ্ছা থাকে একটা সরকারি চাকরির আমারও ঠিক তাই। অনেকবার সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেছি কিন্তু এখন পর্যন্ত সফলতা অর্জন করতে পারিনি। কিন্তু এখনো সময় যেহেতু আছে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রাইভেট অনেক জব হয়েছে কিন্তু সরকারি চাকরির আশায় সেগুলো সবই বাদ দিয়েছি।
ইস্টিমিট সাথে পরিচয় : আমার নুনাস (মানে আমার হাসবেন্ডের বড় বোন) এর ছেলে জাহিদুল ইসলাম ওরফে রাকিব এই প্লাটফর্মে বেশ কয়েকদিন যাবত কাজ করছে।তার কাছ থেকে উৎসাহ পেয়ে আমি এই প্লাটফর্মের কাজ করার সিদ্ধান্ত নেই। প্রথমে না করলেও বেস কয়েকদিন জোর করার পরে আব্বাজান আমাকে সাহায্য করার জন্য রাজি হয়(ও সরি বলতে ভুলে গেছিলাম রাকিবকে আমি আব্বাজান বলে সম্মোধন করি)।
আমি যার মাধ্যমে এ প্লাটফর্মে জানতে পেরেছি তার ইউজারনেম @jahidul21
My facebook accounts
https://www.facebook.com/profile.php?id=100073992488905
@tipu curate
;) Holisss...
Welcome to Steemit
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 1/7) Get profit votes with @tipU :)
হ্যালো @haney0, স্টিমিটে আপনাকে স্বাগতম
আপনি যার মাধমে এই প্লাটফর্ম সম্পর্কে জানতে পেরেছেন , উনাকে এই পোস্ট এ আপনার আমন্ত্রণ গ্রহণ করা উচিত।
আমি @ripon0630 এবং আমি এই প্লাটফর্মে আপনার যাত্রা শুরু করতে সাহায্য করার জন্য ইচ্ছুক । আপনি আমাকে নতুনদের ডিসকর্ড চ্যানেলে খুঁজে পেতে পারেন - সেজন্য এখানে ভিজিট করুন
আপনার অ্যাচিভমেন্ট ১-এ ভেরিফিকেশন পেতে এক মাস সময় লাগবে, আশা করছি এই সময়ে আপনি কমিউনিটিগুলোতে নিয়মিত পোস্ট এবং কমেন্ট করবেন । আপনার পছন্দের উপর ভিত্তি করে, আমি আপনাকে বিভিন্ন কমিউনিটিতে যোগদান এবং সক্রিয় হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি ৷ আপনি সকল কমিউনিটি গুলোর লিন্ক এখানে দেখতে পাবেন । আমি আবারো আপনাকে লিখনির প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি যে বিষয়ে আপনি সবচেয়ে বেশি আগ্রহী আর কমিউনিটিগুলো যে ধরনের বিষয়বস্তু পছন্দ করে ।
এই সময়ের মধ্যে, আপনি অন্যান্য স্টিমিয়ানদের পোস্ট পড়া এবং মন্তব্য করার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন বলে আশা করছি । এটি ভেরিফিকেশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা এই প্লাটফর্মে আপনার ভিত্তি মজবুত করবে।
এখানে একটি সম্পূর্ণ গাইড রয়েছে যা স্টিমিটে আপনার যাত্রার সময় আপনাকে গাইড করবে: 👉👉👉🆕স্টিমিট এ নতুন? এখান থেকে শুরু করুন ! সেইসাথে 📜 নতুনদের গাইডলাইন সম্পর্কে আরও বিশদ আলোচনা যা সম্পূর্ণ ঐচ্ছিক৷
আপনার যদি কোন প্রশ্ন থাকে বা কোন কিছুর জন্য সাহায্যের প্রয়োজন হয়, জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। আমরা সবাই এখানে একে অপরকে সহযোগিতা করতে এবং স্টিমিটকে একটি দুর্দান্ত কমিউনিটি তৈরি করতে এসেছি!
ধন্যবাদ
আপনাকে এই প্লাটফর্মে স্বাগতম জানাচ্ছি। আপনার সৃজনশীলতা ও কঠোর পরিশ্রম দিয়ে এই প্লাটফর্মকে অনেক দূর নিয়ে যাবেন এই আশায় করি। আপনার জন্য শুভকামনা রইল
Remember to always share your post on Twitter using these 3 main tags #steem #steemit $steem
Hello there! 👋🏼
So excellent you've joined Steemit.
There's a new travel community that is active now through this link:
https://steemit.com/trending/hive-188972
Suscribe and feel free to share your travel adventures there moreover of tips, food, nature and more.🚌
~ Join the Discord server + Telegram group and have a happy day.👍🏼
Steemit স্বাগতম!
এই পোস্টটি @philhughes এর মাধ্যমে টিম 7 দ্বারা আপভোট/সমর্থিত হয়েছে। আমাদের দল সম্প্রদায়ে যোগ করে এমন সামগ্রী সমর্থন করে৷
Hi,
"Welcome to the Green Earth community! Let's improve the Earth together, protect natural resources and work for a sustainable future. You're welcome to join!"
Here is our community link @hive-175406
Important Note
This is a great opportunity for all new user to subscribe to the community and post your post in this community and get great rewards.
There is a great contest going on in this community and you can participate and win prizes
Contest Link Here