Better Life with steemit. The Dairy game,10/07/2024.Small fish sticks.

in Steem For Bangladesh3 months ago (edited)
আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি একটি রান্নার রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। ছোট মাছের চচ্চড়ি কিভাবে রান্না করতে হয় তা এখন আমি শেয়ার করব।

IMG_20240710_181306.jpg
ছোট মাছ আমার অনেক পছন্দ। তাই বাড়ি থেকে আসার সময় মা আমাকে ছোট মাছ দিয়েছিল। প্রথমে আমি মাছ ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি।
IMG_20240710_181011.jpg
ছোট মাছ রান্না করার জন্য আমি সবজি নিয়েছি ঢেঁড়স, পটল ,আলু ও একটি পেঁয়াজ। তারপর আমি ঢেঁড়শ পটল আলু ও পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। সবজিগুলো কাটার আগে আমি সবজি গুলোকে ভালো ভাবে ধুয়ে নিয়েছি।
IMG_20240710_180825.jpg
এরপর একটি বাটিতে পরিমাণ মতো লবণ, দুই টেবিল চামচ মরিচের গুঁড়া, এক টেবিল চামচ হলুদের গুঁড়া ও দুই টেবিল চামচ জিরা ও রসুন বাটা নিয়েছি।
IMG_20240710_181158.jpg
রান্নার টেস্ট বাড়ানোর জন্য আমি পাঁচ মিনিটের মতো সব মসলা ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমি আলো গুলোকে পাঁচ মিনিট তেলে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখে দিয়েছি ।
IMG_20240710_181137.jpg
কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর পেঁয়াজ ও জিরা দিয়েছি। পেঁয়াজ ও জিরা 2-3 মিনিট ভেজে নিয়েছি। এরপর ভিজিয়ে রাখা মসলার পেস্টটা তেলের মধ্যে দিয়েছি। মসলাটি আমি চার পাঁচ মিনিট অল্প পানি দিয়ে ভেঁজে নিয়েছি।
IMG_20240710_181403.jpg
মসলা ভাজা হয়ে গেলে এর মধ্যে সবজি দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি। সবজি কষানো হলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি।
IMG_20240710_181242.jpg
এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পাঁচ মিনিট পর যখন পানিটা গরম হয়ে গেছে তখন ঢাকনা খুলে এর মধ্যে ছোট মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি।
IMG_20240710_192903.jpg
মিডিয়াম আঁচে ১৫ মিনিট রান্না করেছি ।এরপর পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে রেখেছি।

IMG_20240710_192846.jpg

এই হল আমার ছোট মাছের চচ্চড়ি রেসিপি।

পোস্টটি পড়ে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
Loading...
 3 months ago 

ছোট মাছ ভুনার খেতে দাটুন লাগে সাথে এটি আমাদের দেহের জন্য খুবই উপকারী একটি রেসিপি

জী। স্বাস্থ্যকর খাবার।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 66431.89
ETH 2569.32
USDT 1.00
SBD 2.65